![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত দিন ভাই ?? কবে মানুষের উপকার করলে অন্তত প্রতিদান হিসেবে নিরাপদে থাকার নিশ্চয়তা পাওয়া যাবে ??? কবে ডাক্তাররা শান্তিতে একটা কর্মদিবস শেষ করে বলতে পারবে , "আহ ! আরেকটা দিন যেন পাই ডিউটি করার । "
পেট চালানোর জন্য কেউ ডাক্তার হয় না । পেট চালানোর আরো রাস্তা আছে ভাই । তাই বলে যার তার হাতে যখন তখন মাইর খাওয়ার জন্যেও ডাক্তার হয় না কেউ । তাও সেটা যদি ডিউটি আওয়ারে হয় তবে সেটার মত লজ্জার বিষয় আর নাই । সারা দেশে ডাক্তার নির্যাতনের বিষয়টা এখন খুব কমন একটা বিষয় । কথনো সাংবাদিক বা কখনো রোগীর এটেন্ডেনস্ দ্বারা কোন না কোন ডাক্তার প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে ।
এই ঘটনার সবশেষ পুনরাবৃত্তি হলো আজ (25MARCH) রাত ১0টার দিকে আমাদের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ওয়ার্ডে । লাঞ্ছিত হলো ইন্টার্ন ডাক্তার আর আমাদের সম্মানিত এক স্যার ।
এর কোন বিচার নাই ! অপরাধী লোকাল বলে তাদের পাওয়ার বেশী । এলাকার গরম দেখায়া বার বার ধেয়ে মারতে আসলো । ইটের টুকরা দিয়া ঢিলাইলো । বললো , "দেইখা নিমু সব গুলারে . . . ."
পুলিশও নির্বাক । তারা আসছে এলাকার মানুষরে সেভ করতে । কোন বিচার না পাইয়া যখন হোস্টেলে ফিরলাম হাসপাতাল থেকে তখন একটাই শঙ্কা , কাল থেকে আর হয়তো ক্যাম্পাসের বাইরেই বেরোতে পারবো না । আতংক সব খানেই ।
আসলে এই দেশে এখন মেডিকেল প্রফেশন মানেই একটা আতংকের মাঝে জীবন চালিয়ে নেওয়া । জীবনের ঝুঁকি এখানে প্রতিনিয়ত !
©somewhere in net ltd.