নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলাঞ্জনা্র বাক্স-পেঁটড়া

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া

নিজের ঢোল কেউ কি নিজে পেটায়?

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

আজ অনেকদিন পর লিখছি। ভেবে পাচ্ছিনা কি দিয়ে শুরু করা উচিত। এত এত মানুষের ভীড়ে রীতিমত খাবি খাচ্ছি। কাউকে পড়াতে আসিনি, তবু কেউ যদি চোখ বুলিয়ে যায়, ক্ষতি কি? ভাবনা গুলো একটু অগোছালো, গুছিয়ে নিতে চাইনা, শুধু অগোছালোকে একটু ঝালাই করে নিই।
এতে ক্ষতি নেই তবে ভয় আছে। উঠতে বসতে পথে ঘাটে চলতি বাসের ভীড়ে আমি ভীড়মি খাই, ক্ষুদ্র আমি অতিক্ষুদ্র ধুলার মত হাড়াই, সেখানে ব্লগ লেখার দুঃসাহস কই পেলাম কে জানে। ব্লগ তো আর গদ্য-পদ্য না, যে লেখক বিখ্যাত হলে প্রেসের মোটা অংকের কমিশনে সাহিত্য-সমাজে বিকোবে, আর বছর শেষে " বঙ্গীয় সাহিত্য পুরষ্কার"।
যারা লেখেন এবং যারা পড়েন, উভয়-ই শাণিত। ভয় তো করবেই। যেহেতু আমি আনকোড়া, আনাড়ির মত লিখতে গিয়ে শব্দ-ছন্দ হাত ফস্কে ফেলে দিচ্ছি, তাই খুব বেশী বলার বোকা সাহস আজ আর করছিনা।
বিঃদ্রঃ কয়দিন ধরে বুঝতে পারছি বুড়ো মানুষের চিন্তা কেন জট পাকিয়ে যায়। আমি বুড়ো হয়ে যাচ্ছি!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১২

মনিরা সুলতানা বলেছেন: বেশ ঘুছিয়ে লিখেছেন কিন্তু
পড়তে ভালোলাগছিল ,ব্লগে যার যার মত করে সবাই হিট ।
স্বাগতম লেখা লিখিতে ।
অনেক অনেক শুভ কামনা আপনার ব্লগ জীবন আনন্দময় হোক ।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া বলেছেন: ধন্যবাদ আমাকে পড়ার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.