নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলাঞ্জনা্র বাক্স-পেঁটড়া

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া

নিজের ঢোল কেউ কি নিজে পেটায়?

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া › বিস্তারিত পোস্টঃ

বেতালের কারখানা

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

বেতালের কারখানা,
আহ্লাদে আটখানা;
কাজে কর্মে নেই মানা
নিয়ে সব ছানাপানা।

বেতালের কারখানা
প্রতিবাদে আছে মানা
মখমল বিছিয়ে
বেতাল খায় আয়েশে।

চুপচাপ পুরে যায়
অভাগারা না খেয়ে
সুখ সুখ বেতালের
বোঝাটা কমেরে।

ঘুম ঘুম দুচোখে
সোনাটা কাদেরে;
বাবা গেছে কোথারে
দাদু একা কাদেরে!

একা একা হেটে যায়
ও কোন ক্ষ্যাপারে?
পকেটে টাকা নাই
বেচে থাকা হ্যাপা রে!!

হঠাত--

পাগলেরা ক্ষেপে যায়
মিছিলে স্লোগানে
দুপদাপ প্রতিবাদ
কি দিন আহারে!

বুড়োরা হা হয়
কেউ বলে নচ্ছার
প্রেমিকারা ভয় পায়
ওরা বলে দু:চ্ছার।

দেয়ালে পিঠ ঠেকে
গেছে কবে কে জানে
ক্ষুদা পেট পোড়া চোখ
আটকাতে কে জানে।

রোজ ভাবে খোকাটা
ঘুমহীন অনিমেষ
উঠে দেখবে বেতালের
কারখানা পুড়ে শেষ।


সুখ আসে খোকাটার
মা হাসে খুশিতে
শেষ কবে কে হেসেছ
বেতালের জগতে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

লিসানুল হাঁসান বলেছেন: ভালো লাগলো

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.