![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারিবারিক পর্যায়ে "Extremist" হওয়াটা বেশীরভাগ বাংগালী গুরুজনদের স্বভাব। নিজের পরিবার তো বটেই, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী,বন্ধু-বান্ধব..কারও সংসারই তারা বাদ রাখেন না মংগল চিন্তা থেকে।সবচেয়ে ভয়াবহ প্রভাব ফেলে নব-দম্পতিদের ক্ষেত্রে। বন্ধুত্বের বিয়ে হোক আর পারিবারিক পছন্দের, শুরুতেই দুইপক্ষের কতিপয় মুরুব্বি মোটামুটি দরকষাকষিতে বিয়াটা আর কোন বন্ধনের পর্যায়ে রাখেনা। কোন মতে খোঁড়াতে খোঁড়াতে বিয়া হলে শুরু হয় আরেক কুরুক্ষেত্র। জামাই-বঊয়ের কর্ডিনেশন ঠিক থাকলেই হল,কতিপয় মুরুব্বির মাথায় যেন আকাশ ভেংগে পরে। বঊটা যদি তার মা-বাবার ঘরে অতিথি না হতে পারে,তাহলে সে যেন আদর্শ বউই হতে পারেনা।ছেলেরা তো আরো বড় চিপায়। বউকে লজিকালি সাপোর্ট দিলে সে হয় স্ত্রৈণ, আর পারিবারিক চাপে বউকে চুপ থাকতে বল্লে সে হয় নন-সাপোর্টিভ অত্যাচারি জামাই। এই দুই শ্রেনীর বাইরে কিছু জামাই থাকে লোভী মাকরশা,বউ যাদের কাছে ইনকাম,চাহিদা আর রাগ ঝারার বস্তু। কিছু বউ থাকে সিরিয়ালের খারাপ বঊ,শশুর বাড়ি যতই ভাল হোক,এরা সবসময় একে ৪৭ নিয়া ঘোরে। এর মধ্যে যে নতুন জেনারেশন আসে,তারাও দড়ি টানাটানিতে পড়ে জন্মের আগেই। ফলাফল, ভয়ংকর!!! তারা আসলেই ভাগ্যবান যারা শশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে খুব ১টা পার্থক্য পাননা।মুরুব্বী এবং চ্যাংড়া পোলাপান এক জন আরেক জনের পরিপুরক। আফসুস!! বোঝেনা সে বোঝেনা।
২| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৬
নীলাঞ্জনার বাক্স-পেঁটড়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৫
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
কিছু সত্যি তুলে ধরেছেন