![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
"কোল বালিশ আবিষ্কারের ইতি কথা "
নি:সন্দেহে কোলবালিশ মানবকল্যানে বিজ্ঞানের এক অভূতপূর্ব আবিষ্কার ,অথচ এই কোলবালিশের আবিষ্কারক এর নাম আমরা কেউ ই প্রায় জানিনা ....!
এর আবিষ্কারকের নাম জানেন ...,,,???
রবীন্দ্রনাথ ঠাকুর ...!
ঘটনা তাহলে খুলে বলি ...
তখন রবীন্দ্রনাথ লাস্ট বেঞ্চের কৃতি ছাত্র ছিলেন ...ডজন খানেক প্রেম করিয়া ছ্যাকা খাইয়া কলিকাতা হারবালে নিয়মিত যাতায়াত করিতেন ...
একদিন হটাত করিয়া ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে তাহার দিকে চোখ টিপে বাকা হাসি দেন ..আর কি ...খাপের খাপ ময়নার বাপ ..
তিনি ঠাস করিয়া তাহার প্রেমে পরিয়া কয়েক হাজার গান আর কবিতা লিখিয়া বসেন ..
পড়াশুনা গোল্লায় যাইতে থাকে ..
ছেলের এহেন অবনতি দেখিয়া বাবা মা অনেক শাসন করিলেন ...কিন্তু যেই লাউ সেই কদু ..
একদিন রবীন্দ্রনাথ দেখিলেন বাড়ির সবাই সাজু গুজু করিয়া বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে..তিনিও লুঙ্গিখানা কাছা মারিয়া তাহাদের সাথে রওয়ানা হইলেন ...
বিয়ে বাড়িতে গিয়ে কন্যা দেখিয়া তাহার মাথা ঘুরিয়া গেল ...
সেই মৃগনয়নি যাহার জন্য এত্ত এত্ত গান আর কবিতা....!
তিনি আর সহ্য করিতে পারিলেন না ..দ্রুত ৪ পুটলা গাঞ্জা আর কল্কি লইয়া স্মশান ঘাটের শিমুল গাছের নিচে বসিয়া গাঞ্জায় দম দিতে লাগিলেন ...!!
এইদিকে তখন শিমুল ফুলের সিজন তুলা আর ফুল দিয়া ভর্তি ...তিনি ইহার সৌন্দর্যে অভিভূত হইয়া দ্রুত একটা বস্তা সংগ্রহ করিয়া তাহাতে ফুল আর তুলা ভরিয়া ...পাশে রাখিয়া গাঁজার নেশায় ঘুমাইয়া পরিলেন ..ঘুমাইয়া ঘুমাইয়া সপ্ন দেখিলেন তাহার সেই সপ্ন কন্যা কে জড়াইয়া ধরিয়া বাসর রাত উদযাপন করিতেছেন ....
সকাল বেলায় কাকের ডাক আর গায়ের উপর কাকের বিষ্ঠায় তাহার ঘুম ভাঙ্গিল ...
তিনি দেখিলেন তিনি তুলার বস্তা জড়াইয়া আছেন ..এইজন্যই রাইতে বেলায় এত আরাম অনুভব করিয়াছেন ..এইদিকে তাহার লুঙ্গির অবস্থা খারাপ দেখিয়া দ্রুত পাশের পাগারে ঝাপ দিয়া স্নান করিয়া দ্রুত দর্জির দোকানের উদ্দেশে রওনা হইলেন ..তাহার ফর্মুলা মোতাবেক ..প্রস্তুত হইলো ব্যাচেলর দের প্রাণ. ..আধুনিক কোলবালিশ...!
অত:পর রবীন্দ্রনাথ পড়াশোনায় মন দিলেন ..তাহার পিতা মাতা বরই খুশি হইলেন..এই খুশিতে তাহাকে জীবন্ত কোলবালিশ উপহার দিলেন মানে বিয়া করাইয়া দিলেন....
এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর কোলবালিশ নামের মানব সভ্যতার যুগান্তকারী বস্তুর সাথে ইতিহাসে ঠাই করে নিলেন ...
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৫
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ, আপনার একটা কোলবালিশ আছে তো ?
২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
মীর সাজ্জাদ বলেছেন: অনেক বিনোদন পেলাম পোষ্টটা পড়ে, অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন, সত্যিই কোলবালিশ.....!
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:২৫
লিওনাডাইস বলেছেন: ব্যাচেলারের বালিশ ছাড়া আর আছে কি!
৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০২
সনেট কবি বলেছেন: দারুণ সুন্দর গল্প। বাস্তবতার ছিঁটেফোটাও নেই। রম্যের বস্তা।
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩
লিওনাডাইস বলেছেন: রম্যের বস্তা বলে কথা, ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:১৮
প্রামানিক বলেছেন: রম্য খারাপ নয় তবে রবীন্দ্রনাথ এই গল্পের নায়ক হয়ে রইল।
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪
লিওনাডাইস বলেছেন: উনি তো সবসময় নায়ক, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
৫| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: আমি তো ইতিহাস জানিব ভাবিয়া পোষ্টে প্রবেশ করিয়াছিলাম, পরে বুঝিলাম ইহা একটি রম্য!
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯
লিওনাডাইস বলেছেন: ভুল ভাবিয়া প্রবেশ করিলে এমনি হয়, ধন্যবাদ ঘুরতে আসার জন্য।
৬| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা খুব হাসলাম, মজার পোষ্ট।
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৩
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ আপনাকে ঘুরে যাওয়ার জন্য।
৭| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: হাস্যকর পোস্ট। পড়ে হাসি পেলেও সঠিক ইতিহাসটা জানতে পারলে ভালো হত। আসলে কি, প্রতি বিষয়ের পেছনেই ইতিহাস আছে, আমরা জানি না তাই।
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৪
লিওনাডাইস বলেছেন: এটা রম্য ছিলো ভাই তাই হাস্যকর, তা ঠিক সঠিক ইতিহাস আছে তবে এখানে শুধু বিনোদনের জন্য দেয়া, ধন্যবাদ মন্ত্যবের জন্য।
৮| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮
অনুতপ্ত হৃদয় বলেছেন: রম্য রসে ভরপুর
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৩
লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য।
৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: এক ঐতিহাসিক সত্য
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
লিওনাডাইস বলেছেন: বড়ই কঠিন সত্য, ধন্যবাদ আমার ব্লগে ঘুরে যাওয়ার জন্য।
১০| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
কাইকর বলেছেন: অসম্ভব ভাল লেগেছে ভাই
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
লিওনাডাইস বলেছেন: অনেক ধন্যবাদ কাইকর ভাই, আপনার ব্লগে গিয়েছিলাম, আপনি বেশ ভালো লিখেন কিন্তু।
১১| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা হা... মজা পেলাম।
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫
লিওনাডাইস বলেছেন: আপনারা মজা পেলেই আমি সার্থক, ধন্যবাদ ব্লগে আসার জন্য।
১২| ২৩ শে মে, ২০১৮ রাত ৮:২৯
পবন সরকার বলেছেন: হা হা হা শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের ঘাড়ে?
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬
লিওনাডাইস বলেছেন: উনি নায়ক মানুষ বলে কথা, ধন্যবাদ ব্লগে ঘুরে যাওয়ার জন্য।
১৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: আমার একটা কোলবালিশ আছে।
২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪১
লিওনাডাইস বলেছেন: জীবন্ত না তুলার বালিশ, যাইহোক মজ করলাম, কেমন আছেন রাজিব ভাই?
১৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪
টারজান০০০০৭ বলেছেন: রবি ঠাকুরের অবমূল্যায়নের তেব্র পরতিবাদ জানাই ! রবি ঠাকুরের আমলে আবাল থাকিতেই জীবন্ত কোলবালিশের অভাব ছিলোনা ! মিথ্যা তথ্য প্রকাশ করার কারণে লেখকের নাম ৫৭ ধারায় মামলা করা হউক !
মহান ঐতিহাসিক বনের রাজা টারজান বলিয়াছেন কোলবালিশ আবিষ্কৃত হইয়াছে নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার আমলে যখন নারীকুল জীবন্ত কোলবালিশ হওন বাদ দিয়া পড়িতে গেল ! আবিয়াত্তা পোলাপাইন জীবন্ত না পাইয়া মরন্ত কোলবালিশেই ভুটানের ম্যাপ আকিয়া দুধের স্বাদ ঘোলে মিটাইতে লাগিল !
তাই কোলবালিশ আবিষ্কারে বেগম রোকেয়ার অবদান সর্বাগ্রে !
২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩
লিওনাডাইস বলেছেন: ইয়েমানে এইটা নিয়া একটা লেখা লেইখা ফেলান টারজান ভাই, ধন্যবাদ আপনার এত সুন্দর কমেন্টের জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
স্ব বর্ন বলেছেন: বেশ সুন্দর করেই রঙ নিয়ে বললেন সাথে ইতিহাস হয়ে রইল এটাও।