নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না, স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস

ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

লিওনাডাইস › বিস্তারিত পোস্টঃ

আমি টাকা দিয়ে আমার সন্তানের জন্য অসুখ কিনতে চাইনা

০২ রা জুন, ২০১৮ রাত ১১:৫২


আমি বাংলাদেশী...
আমাকে এখানে বিশুদ্ধতার নামে বিষ খাওয়ানো হয় প্রতিদিন...
সভ্য পৃথিবীর ভেতর বোধকরি সবচেয়ে ভেজাল খাবার বরাদ্দ রাখা হয়েছে আমার দেশে...
ইফতারির টেবিলে শরবতের চিনি থেকে শুরু করে লবন তেল,বেসন,দুধ-ডিম,মাছ,মাংশ,ফলমূল যেদিকে হাত বাড়াই পুরোটা জুড়েই বিষাক্ততা...
এখানে সবচেয়ে বড় বড় ফুড এন্ড বেভারেজ কোম্পানিগুলো কোটি টাকার মিডিয়া-বায়িং করে রাখে ব্র্যান্ডিং আর প্রোডাক্ট প্রোমোশনের জন্য অথচ আমাদের সামনে ঝুলিয়ে রাখে নিম্ন মানের খাবার।
প্যাকেটজাত সে খাবারে পোকা পাওয়া যায়, কখনোবা খাঁটি(!) আমের জুসের বোতলে মাছি পাওয়া যায়...
তারপরেও সেসব কোম্পানি বহাল তবিয়তে ব্যবসা করে যায়। আর আমরা জিম্মি হয়ে থাকি মাঝখানে, টাকা দিয়ে অসুখ কিনে খাই...
সে অসুখ সারাতে যে ওষুধ সেখানেও থাকে নকলের ছড়াছড়ি...
আশপাশে তাকিয়ে দেখেন, কেউ সুস্থ নেই আমরা। ফুস্ফুসে বিষাক্ত বাতাস ধরি আর পাকস্থলিতে বিষাক্ত খাবার...কীভাবে সুস্থ থাকবো...
যে দেশে সামান্য খাবার লবণে কোন আয়োডিন পাওয়া যায়না সেখানে কেউ সুস্থ থাকতে পারেনা...
এ দেশে ভাস্কর্য-বাজেটের ইস্যু কিংবা কেকা আপার রান্নার ব্যবচ্ছেদ করার চেয়ে নির্ভেজাল খাবার নিশ্চিত করার প্রয়োজন বেশী...নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
আমি টাকা দিয়ে আমার সন্তানের জন্য অসুখ কিনতে চাইনা...

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:০৭

অর্থনীতিবিদ বলেছেন: ফুড এন্ড বেভারেজ কোম্পানিগুলো এমন সিস্টেম তৈরি করে রেখেছে যাতে জনগণ তাদের প্রোডাক্ট কিনতে বাধ্য। আপনি না চাইলেও আমাদের সবাইকে আমাদের সন্তানদের জন্য টাকা দিয়ে অসুখ বিসুখই কিনতে হচ্ছে।

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: কিচ্ছু করার নেই !! X((

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১২

লিওনাডাইস বলেছেন: ফুড এন্ড বেভারেজ কোম্পানিগুলোর বেলায় না হয় কিছু কররা নাই কিন্তু ফলমূল বা সবজির ক্ষেত্রে তো কিছু একটা করা যায়।

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:২২

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখাটা পড়ে ভাল লাগলো।
আমি টাকা দিয়ে আমার সন্তানের জন্য বিষ কিনতে চাইনা!

আমাদের সবার সাবধান হওয়া দরকার।

দাদা ব্লগে আমি নতুন। আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত রইলো।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৩

লিওনাডাইস বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য, অবশ্যই আপার ব্লগে ঘুরে আসবো।

৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৩৭

রাকু হাসান বলেছেন: এইসবের কথা ভাবতেও অমোঘ একটা চিন্তা ভর করে । .কোন কুলকিনারা পায় না । তাই যত সম্ভব পারি .।এই সব থেকে দূরে থাকার চেষ্টা করি । সরকার দ্বায় এড়াতে পারে না ।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৪

লিওনাডাইস বলেছেন: দায় আমাদেরও আছে তবে সরকারের ভুমিকা আরো জোরালো হওয়া উচিত।

৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ১২:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশে গিয়ে ভাবছি ফার্মেসী খুলব। এ্টা নাকি এখন খুব জমজমাট ব্যবসা...

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৫

লিওনাডাইস বলেছেন: ঠিকানা দিয়েন আপনার ফার্মেসির!

৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ২:৩৫

উদাস মাঝি বলেছেন: মানিয়ে নিতে শিখুন কাজে লাগবে । নতুবা গ্রামে চলে যান,
নিজের ক্ষেতের টাটকা সবজি, পুকুরের তাজা মাছ, গাছ থেকে নামানো পাকা আম
এসব শহরে থেকে কখনই পাবেন না ।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৬

লিওনাডাইস বলেছেন: ভেজাল কি শুধু টাটকা সবজি, পুকুরের তাজা মাছ, গাছ থেকে নামানো পাকা আম ছাড়া আর কিছুতে নাই?

৭| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ খাবারের'ই অবস্থা ভালো না।
তিল তিল করে আমরা বিষ সঞ্চয় করছি শরীরের ভেতর।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৭

লিওনাডাইস বলেছেন: রাজিব ভাই আপনার সাথে একমত আমি।

৮| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:১০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: কি করতে পারি? সম্ভব হলে কিছু উপদেশ দিতে পারেন।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৮

লিওনাডাইস বলেছেন: বললে তো অনেক কিছুই বলা যায় কিন্তু সেগুলা তো সরকার কাজে লাগায় না।

৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:০৩

অনল চৌধুরী বলেছেন: বাবা-মা রা জেনেশুনেই ছেলে-মেয়েকে ফাষ্টফুড,চটপটিএইসব পানীয় অার সবধরণের অাবর্জনা অনেক দাম দিয়ে কিনে দেয়।
বই পড়তে গেলে টাকা নাই কিন্ত নাটক সরণীর খাবার দোকানগুলি দিন-রাত ভর্তি থাকে।
তবে ফল,মাছ-মাংস বা শাকসব্জী-কোনটা ভেজাল বা বিষমুক্ত?

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজিব ভাই আপনার সাথে একমত আমি।

হায়াত থাকতে এরকম বিষাক্ত খাবার খেয়ে মরার আগেই মরে যাবো।
নিরাপদ খাদ্যের শালারা কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.