নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল অ্যাপাচী

নীল অ্যাপাচী › বিস্তারিত পোস্টঃ

গাঁও গেরামের কিছু প্রচলতি মজার শব্দ।

১৪ ই মে, ২০১১ রাত ৯:৩২

আমার নানার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। গ্রামটির নাম দিলালপুর। গতমাসের শেষের দিকে দিনদুয়েকের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম। আমার নিজ মামা-খালাদের কেউই সেখানে থাকেন না। বয়সী নানী যিনি মূলত মামাদের সাথে রাংগামাটি থাকেন বছরে নিজ নিয়মে ২ বার বাড়ীঘর দেখাশুনার বাহানা করে দিন ১৫-এর জন্য সেখানে যান। তো এবার যখন আসলেন, তার কিছুদিন পরই একটু অসুস্থ্য হয়ে পড়লেন। খবর পেয়ে নানীকে দেখতে গেলাম। এর আগে আমার খুব প্রিয় নানা বাড়ি দিলালপুর-এ গিয়েছিলাম প্রায় ৩ বৎসর আগে। এখানে বলে রাখি, আরো অনেকের মত আমার ও শৈশবের প্রথম কয়েকটি বছর এখানে থাকা হয়েছিল। এবারের ভ্রমণে, আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি চমৎকার আইডিয়া পেয়ে গেলাম। ওই এলাকায় এমন কিছু মজার স্থানীয় শব্দ এখনো প্রচলিত আছে, যেগুলো জেনে যারা কখনো গ্রামে ছিলেন, তারা যেমন স্মৃতিকাতর হবেন (যেমনটা শব্দগুলো শুনে আমার বেলায় হয়েছিল) ঠিক তেমনি যাদের কাছে শব্দগুলো নতুন তারাও অনেক মজা পাবেন বলে আমার বিশ্বাস।

কারো কারো কাছে কিছু শব্দ স্থূল বা অশালীন মনে হতে পারে। যাদের কাছে এমনটি মনে হবে আগেই তাদের কাছে ক্ষমা চাচ্ছি।

ব¯তুত, শব্দগুলোর পরিচিতি ও সংরক্ষণের লক্ষ্যে এখনকার এ প্রয়াস।

আরেকটি কথা বলে নেয়া ভাল, ওখানে বেড়াতে গিয়ে সবগুলো শব্দের মুখোমুখি হয়েছি তা নয়। লেখার উদ্দেশ্যে কিছু শব্দ অনেক চিন্তা করে খুজে পেয়েছি, আরো কিছু শব্দ পরিচিত দুয়েকজনের (তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি) সাথে আলাপ করে বের করেছি।

আপনাদের ভাল লাগলে, লেখাটি আপডেট করার ইচ্ছে আছে। সেক্ষেত্রে, কেউ ঐ এলাকার কোন শব্দ যোগ করার বা অন্য কোন পরামর্শ দিলে ভাল লাগবে।

১. অইল্দা-হলুদ রং।

২. আড়া-ঝোপ-জঙ্গল।

৩. আড়ং-ছোট আকারের দৈনন্দিন বাজার।

৪. আক্কল- বুদ্ধি।

৫. আন্দার- অন্ধকার।

৬. আইল-বাঁধ।

৭. আজাইরা- অপ্রয়োজনীয়।

৮. আমের বইল- আমের মুকুল।

৯. উষ্টা খাওয়া-হাটার সময় কোন কিছুর সাথে পা বেধে পড়ে যাওয়া।

১০. উষ্টা দেওয়া- লাথি দেওয়া।

১১. ওম- উষ্ণতা।

১২. ওম- তা দেয়া।

১৩. কল- চাপকল-টিউবওয়েল।

১৪. কদমা- একপ্রকার ছোট মিষ্টান্ন ।

১৫. কডা- লবণাক্ততা।

১৬. কুফি- বাতি।

১৭. কুইরা-অলস।

১৮. কাইল্লারা মাছ-কালবাউস মাছ।

১৯. কাছিম-কচ্ছপ।

২০. কুজারা-দুষ্টলোক।

২১. কোশ-দুইহাতের তালু একত্রে করে যে আকৃতি করা হয়।

২২. খোডা- লাঠি।

২৩. খোডা- গৃহপালিত পশু বেধে রাখার ছোট্ট লাঠি।

২৪. গাইল- চাল পক্রিয়াজাতকরণের যন্ত্রবিশেষ।

২৫. গাতা- গর্ত।

২৬. গাং-নদী।

২৭. গাট্টি-বোচকা- সবকিছু সহকারে।

২৮. চকম-মই।

২৯. চানচুরা-চড়–ই পাখি।

৩০. চোকা- টক।

৩১. ছক- ঘৃণা করা।

৩২. জিয়ল মাছ- কৈ জাতীয় মাছ পানিসহকারে পাত্রে বাচিয়ে রাখা হয়।

৩৩. জিআইয়া রাখা- বাচিয়ে রাখা।

৩৪. টোডা- ফল ইত্যাদি পাড়ার লাঠিবিশেষ।

৩৫. ধলা- সাদা/ফর্সা।

৩৬. হুলা-পাঠখড়ি।

৩৭. পেক- কাদামাটি।

৩৮. পেটকা- মোটা/ভুড়িসর্বস্ব মানুষ।

৩৯. পিছা- ঝাড়–।

৪০. পাপ্পোয়া-পেঁপে।

৪১. বগা-বক।

৪২. বদা- ডিম।

৪৩. বাস-গন্ধ।

৪৪. বুরিন্দা-একপ্রকার ছোট মিষ্টান্ন।

৪৫. বাইগুন- বেগুন।

৪৬. বালা তেল- সরিষার তেল।

৪৭. বিলাতী বাইগুন-টমেটু।

৪৮. বিলাতী দুধ- গুড়ো দুধ।

৪৯. হরা-সরা-পাত্রের ঢাকনা।

৫০. রসা-ঝোল।

৫১. মউ-ঝোল।

৫২. ততা-গরম/উষ্ণ।

৫৩. জার-শীত।

৫৪. ডবনারী-পেরেক।

৫৫. বেফতার-বোকা।

৫৬. বেক্কল-বোকা।

৫৭. হাঙ্গা- বিয়ে।

৫৮. ফোঢা- সজীবতা নষ্ট হয়েছে এমন।

৫৯. ঢেগা-কচি।

৬০. লাইন করা- প্রেম করা।



এ পর্যায়ে ব্লগার http://www.somewhereinblog.net/blog/fairuj একটি শব্দ সংযোজন করেছেন। সেটি হল হল:



৬১. গয়াম-পেয়ারা।



(ধন্যবাদ ফাইরুজ)



ব্লগার রাজীব ভাই আরো কিছু শব্দ সংযোজন করেছেন। যেগুলো নিচে দেয়া হল:



৬২. লট্টো মাইরা বসা- আরাম করে বসা



৬৩. উডা- সিড়ি



৬৪. হাইন্জালা - সঁন্ধ্যা



৬৫. বোগলে আয়- কাছে আস



৬৬. বাইত- বাড়ীতে



৬৭. হাবান- সাবান



৬৮. ওমতা - গরম



৬৯. হালুক- শাঁলুক



৭০. টেটনা- চালাক



৭১. বান্ডি-ম্যাচ বা দিয়াশলাই



(ধন্যবাদ রাজীব ভাই)



এবং ব্লগার http://www.somewhereinblog.net/blog/smnnijhum আরো কিছু শব্দ সংযোজন করেছেন। যেগুলো নিচে দেয়া হল:



৭২. কাডা- কাটা



৭৩. খাজুর- খেজুর



৭৪. খুম- রক্ত



৭৫. আত- হাত



৭৬. বাত- ভাত



৭৭. কিতা- কি



৭৮. খতো- কাথা



৭৯. ইশকল- স্কুল



৮০. দুয়ার- দরজা



৮১. সগিল- শকিল



৮২. হরকা- লক



৮৩. ডেংগা- বাশঝাড়



(ধন্যবাদ মেঘবন্ধু)

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১১ রাত ৯:৩৮

শোভন এক্স বলেছেন: ২৪. গাইল- চাল পক্রিয়াজাতকরণের যন্ত্রবিশেষ। B:-) B:-) B:-)

১৪ ই মে, ২০১১ রাত ৯:৪২

নীল অ্যাপাচী বলেছেন: হয় নাই ভাই? ব্লগে আসার জন্য ও পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৪ ই মে, ২০১১ রাত ৯:৪৮

ফাইরুজ বলেছেন: বিলাতি বাইগুন টা মজা লাগছে।আচ্ছা পেয়ারাকে কি আপনার গয়াম বলেন?আমি অবশ্য শুধু জানার জন্য জিজ্ঞেস করলাম।

১৪ ই মে, ২০১১ রাত ৯:৫২

নীল অ্যাপাচী বলেছেন: ধন্যবাদ। ঠিক বলছেন। মনে করিয়ে দেয়ার জন্য আরেকবার ধন্যবাদ।

আচ্ছা পোষ্টটি এডিট করলে কি আবার প্রথম পাতায় আসবে? সেক্ষেত্রে এখন এডিট করব না।

৩| ১৪ ই মে, ২০১১ রাত ৯:৫৫

ফাইরুজ বলেছেন: আমি ঠিক জানিনা ভাইয়া এডিট করলে প্রথম পাতায় আসবে কিনা।

১৪ ই মে, ২০১১ রাত ৯:৫৯

নীল অ্যাপাচী বলেছেন: ঠিক আছে।

ভাল থাকবেন।

৪| ১৪ ই মে, ২০১১ রাত ৯:৫৭

গ্যাম্বলার বলেছেন: আমার ডাক্তার ভায়রা শশুর বাড়ী নেত্রকোনা গেলে কিছু রোগী পাওয়া গেল। একজন কে বলল, আপনার কি সমস্যা?

রোগীঃ পেডের মইধ্যে 'হইঠ' মারে ...;)

এখানে, হইঠ=মোচড় দেয়া (সম্ভবত)

১৪ ই মে, ২০১১ রাত ১০:০২

নীল অ্যাপাচী বলেছেন: নতুন শব্দ। মজা পেলাম। শব্দটা সম্ভবত কুমিল্লার দিকে প্রচলিত নয়।

পেট কামড়ায় জাতীয় একটা সমার্থক শব্দ আছে।

৫| ১৪ ই মে, ২০১১ রাত ১০:১২

মেঘবন্ধু বলেছেন: দাদা, আপনার লেখায় অনেক প্রচলিত শব্দই সঠিক নয়। আমার গ্রামের বাড়ি কুমিল্লা হওয়াতে আপনার ভূলগুলো ধরতে পেরেছি। দয়া করে এগুলো আপনার পরিচিত মানুষের সাথে আলাপ করে শুধরে নিবেন। আর একান্তই যদি না পারেন তবে আমাকে নক কইরেন। হেল্প করব।

১৯, ২১, ২৫, ২৮, ২৯, ৩০, ৫৮

১৪ ই মে, ২০১১ রাত ১০:৩০

নীল অ্যাপাচী বলেছেন: ভূলটা কেমন? অর্থগত ? কিছু মনে না করলে আপনার অভিমত জানালে ভাল লাগবে।

৬| ১৪ ই মে, ২০১১ রাত ১০:১৩

তন্ময় চক্রবর্তী বলেছেন: ভালো লাগলো পড়ে। আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। গ্রাম-বাংলার শব্দ-শ্লোক-গল্প-কল্পকাহিনী-প্রবাদ-প্রবচন এসব সংরক্ষণের দাবী রাখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৪ ই মে, ২০১১ রাত ১০:৩২

নীল অ্যাপাচী বলেছেন: ধন্যবাদ। আমি আরো ভাবছিলাম এসব লিখে না জানি আপনাদের সময় নষ্ট করছি কিনা। ভাল থাকবেন। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৭| ১৪ ই মে, ২০১১ রাত ১০:১৮

আরিফসুমন বলেছেন: মজা পাইলাম।

আক্কল- বুদ্ধি।
আন্দার- অন্ধকার।
আইল-বাঁধ।
আজাইরা- অপ্রয়োজনীয়।
আমের বইল- আমের মুকুল।
উষ্টা খাওয়া-হাটার সময় কোন কিছুর সাথে পা বেধে পড়ে যাওয়া।
উষ্টা দেওয়া- লাথি দেওয়া।

আরও অনেকই মিলে গেছে।

লাইন করা- প্রেম করা। ;) ;) ;) ;)

নীল অ্যাপাচী ভাই এর এর ত একটা মাইয়ার লগে(সাথে) লাইন আছে। ;) ;) ;) ;) ;) ;)

এই ভাবে বলে আমাদের গ্রামে।

১৪ ই মে, ২০১১ রাত ১০:৩৬

নীল অ্যাপাচী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

সত্যবচন-

নীল অ্যাপাচী ভাই একটা বেফতার। একটা মাইয়ার লগে(সাথে)ও লাইন করতে পারেনা।

৮| ১৪ ই মে, ২০১১ রাত ১০:৪১

রাজীব ভাই বলেছেন: আর ও কিছু....
৬১. বান্ডি- ম্যাচ বা দিয়াশলাই
৬২. লেট্টা মাইরা বসা- আরাম করে বসা
৬৩. উডা- সিঁড়ি
৬৪. হাইন্জালা - সঁন্ধ্যা
৬৫. বোগলে আয়- কাছে আস
৬৬. বাইত- বাড়ীতে
৬৭. হাবান- সাবান
৬৮. ওমতা - গরম
৬৯. হালুক- শাঁলুক
৭০. টেটনা- চালাক

ভাই অনেক ধন্যবাদ। অনেক দিন পর শব্দ গুলো মনে পড়লো।

১৪ ই মে, ২০১১ রাত ১০:৫৩

নীল অ্যাপাচী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক আনন্দিত। অনেকগুলো শব্দ সংযোজেনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শব্দগুলো পরে যোগ করব।

আমি আসলে জানিনা পোষ্টটি এডিট করলে কি আবার প্রথম পাতায় আসবে? সেক্ষেত্রে এখন এডিট করা ঠিক হবে না।

কেউ জানলে জানালে কৃতার্থ হব।

৯| ১৪ ই মে, ২০১১ রাত ১১:০৮

মেঘবন্ধু বলেছেন: নাহ, মনে করার কি আছে? ঠিক আছে ঠিক করে দিচ্ছি। আসলে ভুলগুলো খুব বেশি নয়। একটু একটু।

কাউট্টা
-কচ্ছপ

চগম-মই

চানচুরা-ছোট বাদুর জাতীয় প্রানী

চুয়া- টক

গাত্তা
- গর্ত

হোডা- সজীবতা নষ্ট হয়েছে এমন

১৪ ই মে, ২০১১ রাত ১১:২৫

নীল অ্যাপাচী বলেছেন: কাউট্টা-কচ্ছপ ঠিক আছে।

যেখানকার কথা বল্লাম ঐখানে মইকে চকম-ই বলে (যতটুকু মনে পড়ছে)।

চড়ুইপাখিকে যে চানচুরা বলতাম এটা স্পষ্ট মনে আছে।

বাকি ৩ টা আপনার গুলোও ঠিক আছে। ঐ গুলোর স্থানে আমি যেগুলো দিয়েছি সেগুলোও মনে হয় ভূল নয়। এগুলোর ক্ষেত্রে মনে হয় ধ্বনিবিপর্যয় হয়েছে।

আপনার সুচিন্তিত সংশোধনের জন্য অনেক আন্তরিক ধন্যবাদ।

আপনি ঠিক কোন থানার তা কি বলা যাবে?

১০| ১৪ ই মে, ২০১১ রাত ১১:১৫

মেঘবন্ধু বলেছেন: আরও কয়েকটা শব্দ এড করে দিচ্ছি।

কাডা- কাটা

খাজুর- খেজুর

খুম- রক্ত

আত- হাত

বাত- ভাত

কিতা- কি

খেতা- কাথা

ইশকল- স্কুল

দুয়ার- দরজা

সিগল- শিকল

হরকা- লক

ডেংগা- বাশঝাড়

১৪ ই মে, ২০১১ রাত ১১:৩১

নীল অ্যাপাচী বলেছেন: অনেক ধন্যবাদ।
এগুলো মনে আসছিল না।

আপনি পোষ্টটিকে সিরিয়াসলি নিয়েছেন বলে খুব ভাল লাগছে। আপনার কেমন লাগছে জানালে ভাল লাগবে।

পরে যোগ করব।

কিতা করমু?

আমাদের ঐদিকে ডেংগা দিয়ে ডাটা শাক বুঝায়। ঠিক কি?

১১| ১৫ ই মে, ২০১১ সকাল ১০:৩৬

মেঘবন্ধু বলেছেন: ধন্যবাদ। পোস্টটি ভালো লাগছে। শত হলেও আমার গ্রামের ভাষা নিয়ে কথা। ভালো না লেগে উপায় আছে?

আর "ধ্বনি" আন্চলিক উচ্চারনের একটা অন্যতম প্রধান বিষয়। শুধুমাত্র ধ্বনির কারনেই শব্দের মানে চেন্জ হয়ে যেতে পারে। তাই এ ব্যপারে সিরিয়াস।

যে লেখা গুলো যোগ করেছেন তার কয়েকটি বানানে আপনার ভূল হয়েছে।

খতো
সগিল- শকিল

১৫ ই মে, ২০১১ দুপুর ১২:৩৮

নীল অ্যাপাচী বলেছেন: আমি অনেকটাই নবীন ব্লগার। পোষ্ট এডিট করার সময় অনিচ্ছাকৃত ভাবে এটা হয়েছে।

১২| ১৭ ই মে, ২০১১ সকাল ৮:২৮

স্বদেশ হাসনাইন বলেছেন: আঞ্চলিক ভাষার পোস্টটি অত্যন্ত ভাল লেগেছে। এরকম পোস্ট আরও আসুক। বহু আগে ময়মনসিংহের একটি অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে গ ল্প লিখেছিলাম (গল্পের শেষে শব্দ তালিকা)। সময় হলে দেখতে পারেন।

১৮ ই মে, ২০১১ সকাল ৮:২১

নীল অ্যাপাচী বলেছেন: প্রিয় স্বদেশ হাসনাইন ভাই, আপনার লেখাটি পড়ে আমি খুবই আনন্দিত (মুগ্ধ) ও আন্দোলিত (এমন ব্লগ পড়ার) হয়েছি।

আমার এ লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের মত এত সুন্দর মনে হয়না কখনো লিখতে পারব। তবে চেষ্টা করব মোলিক (ফান্ডামেন্টাল) কিছু লিখার।

১৩| ১৯ শে মে, ২০১১ বিকাল ৩:১৭

জিসান শা ইকরাম বলেছেন: খুব ভালো লাগলো পোস্ট টা।বেশ কিছু আঞ্চলিক শব্দের সাথে পরিচিত হলাম

১৯ শে মে, ২০১১ রাত ৮:০১

নীল অ্যাপাচী বলেছেন: ভাল আছেন?

আপনি বোধহয় আমার্ ব্লগে প্রথমবার কমেন্ট্ স করলেন। এজন্য খুব আনন্দ হচ্ছে।

আপনি অনেকের মত আমারও একজন প্রিয় ব্লগার।

ধন্যবাদ এইজন্য যে, আমাদের অনেকের অনুরোধ রক্ষা করে, এখনো ব্লগে আছেন (আমি মনে করি)।

পোষ্টটি আপনার ভাল লেগেছে জেনে অত্যন্ত অনুপ্রাণিত হলাম।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

১৪| ১৯ শে মে, ২০১১ বিকাল ৩:৪০

উণ্মাদ তন্ময় বলেছেন: বরিশাইল্যা কিছু আন্চলিক শব্দ



সোলম- জাম্বুরা
শালুন- তরকারি
কদু- লাউ
ফাইল- ঢিলা
কোম্বা- পেপে
হপালে- তাড়াতাড়ি
বেইন্যা রাইত- ভোর রাত
হাজের বেলা- সন্ধ্যা বেলা
কাচা ঝাল- কাচা মরিচ



আপাতত এতটুকুই। মাথায় আসলে পরে আবার জানাবো

১৯ শে মে, ২০১১ রাত ৮:২৭

নীল অ্যাপাচী বলেছেন: বরিশাইল্যা শব্দগুলোও অনেক প্রাণবন্ত।

আপনিও এটা নিয়ে যদি একটি পূর্ণাঙ্গ পোষ্ট দেন, তাহলে দারুণ হবে।

তরকারীকে আমদের ঐদিকে ছালুন বলে।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

১৫| ১৯ শে মে, ২০১১ বিকাল ৪:৪৬

এবিসি১০ বলেছেন: কুমিল্লা? মুরাদনগর?

ক্যান্টনমেন্ট। দেবিদ্বার। কোম্পানিগঞ্জ। কুটি। বাখরাবাদ। :)

১৯ শে মে, ২০১১ রাত ৮:৩৩

নীল অ্যাপাচী বলেছেন: হুম...আপনি ঐ এলাকাটা ভালই চিনেন বলে প্রতীয়মান। তবে কি সূত্রে পরিচিত, তা বুঝা যাচ্ছে না।

এলাকা না হয়, চিনলেন..শব্দগুলো বা ঐ এলাকার ভাষার সাথেও কি পরিচিত?

এই পোষ্টটি আপনার কেমন লেগেছে, তা জানলে ভাল লাগবে।

ভাল থাকুন।

১৬| ১৯ শে মে, ২০১১ রাত ৯:১০

এবিসি১০ বলেছেন: পোস্ট ভালো লেগেছে। :)

আমি আসলে তেমন ঐ এলাকার ভাষা জানি না।

আমার গ্রামেরবাড়ি আশেপাশেই।

২০ শে মে, ২০১১ রাত ১:১৭

নীল অ্যাপাচী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

আশা করি, যোগাযোগ থাকবে।

১৭| ২০ শে মে, ২০১১ সকাল ১০:৪২

আমিনুল ইসলাম বলেছেন: আমার দাদার বাড়ি কুমিল্লা হোমনা থানা। কিছু কিছু শব্দ প্রচুর শুনেছি।

২০ শে মে, ২০১১ দুপুর ১:৫৮

নীল অ্যাপাচী বলেছেন: ধন্যবাদ।

ওখানকার অনেকগুলো শব্দ এখানে একসাথে দেখে কেমন লাগল?

কোন শব্দগুলো শুনেছেন অথবা এখানে নাই এমন ২/১ টা শব্দ জানাতে পারবেন?

১৮| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

আমিনুল ইসলাম বলেছেন: সবগুলো দেখে খুঁজে বের করতে ইচ্ছে করছে না। তবে লট্টো মাইরা বসা এটা বোধহয় শুনিনি কখনো।

২১ শে মে, ২০১১ রাত ১১:৩০

নীল অ্যাপাচী বলেছেন: [গতকাল ২ বার জবাব দিয়েছিলাম।
কি হচ্ছে, তা দেখতেই পাচ্ছেন।]

মূলত শব্দটি হবেলেট্টা বা লেডা মাইরা বসা।

পোষ্টটি একবার এডিট করেছিলাম। তখনই কিছু মাত্রা এদিক সেদিক হয়ে যায়।

১৯| ২২ শে মে, ২০১১ রাত ১:৪২

আমিনুল ইসলাম বলেছেন: লেডা মাইরা বসা শুনসি। :D

২২ শে মে, ২০১১ দুপুর ১২:৫৬

নীল অ্যাপাচী বলেছেন: =p~ =p~

২০| ২৩ শে মে, ২০১১ রাত ৯:৫৬

মেঘবন্ধু বলেছেন: আরে আমিনুল ইসলাম যে!!!! কি মিয়া কি খবর? লেখা টেখা কি ছাইড়া দিলেন নাকি? আপনের গল্প লেখার খবর কি?

২৪ শে মে, ২০১১ দুপুর ১২:৫০

নীল অ্যাপাচী বলেছেন: আপনি নিশ্চয় আমিনুল ইসলাম-কে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন। আশা করি উনি দেখলে এর জবাব দিবেন।

তা আপনি আশা করি ভাল আছেন।

আমার এই পোষ্টটি কেমন লেগেছে?

২১| ২৪ শে মে, ২০১১ সকাল ১১:২০

রেজোওয়ানা বলেছেন:
মজা লাগলো খুব এই কারণে যে শব্দ গুলো আমারও কিঞ্চিত পরিচিত (আমার শ্বশুড়বাড়ি কুমিল্লা) :)

কাজটা ভাল হয়েছে।

২৪ শে মে, ২০১১ দুপুর ১২:৪৬

নীল অ্যাপাচী বলেছেন: ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল।

এদিক তেকে চিন্তা করলে দেখা যাচ্ছে আপনি আমাদের অতি নিকটজন। আশা করি আপনি এবং আপনার প্রিয়জনরা সবাই ভাল আছেন।

আমার ব্লগ পড়ার জন্য ধন্যবাদ।

২২| ৩০ শে মে, ২০১১ রাত ৮:৫৪

জিসান শা ইকরাম বলেছেন:
আছি, যাচ্ছি না এত সকালে :)

৩১ শে মে, ২০১১ দুপুর ১২:৫৭

নীল অ্যাপাচী বলেছেন: হিপ হিপ হুররে!!! ভাল খবর।

ভাল থাকবেন।

২৩| ০১ লা জুন, ২০১১ রাত ১:০৪

ফয়সাল রকি বলেছেন: এত রাত জেগে আছেন কেন? যান ঘুমান কালকে অনেক ফাপড় অপেক্ষা করতেছে... কারণ আছে!!!

০২ রা জুন, ২০১১ দুপুর ২:৪৮

নীল অ্যাপাচী বলেছেন: ভাইজান, আপনের কি অবস্থা? আমার উপর দিয়ে তো ভালই ফাপড় গেল!!

২৪| ০১ লা জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৭

শুভ্রতা বলেছেন: ৮নং ভালো লাগলো :)

০২ রা জুন, ২০১১ দুপুর ২:৫১

নীল অ্যাপাচী বলেছেন: আমের বইল- আমের মুকুল?

ছোড বেলায় আমের বইল দেখলে কি যে ভাল লাগত!!

আমাদের পরিবারেরর অনেকে এখনো আমের বইল বলে।

২৫| ০২ রা জুন, ২০১১ বিকাল ৩:১৯

আমি-মুসাফির বলেছেন: আন্নে হাঙ্গা কইচ্চেন নি?


এইবার বলুন তো দেখি মাকড়শা কে কি বলা হয়?

০৪ ঠা জুন, ২০১১ রাত ৮:৪৬

নীল অ্যাপাচী বলেছেন: মাকড়সা কে কি বলে তা মনে পড়ছে না।

তবে সানকি আর মালশা শব্দ দুটি আজ মনে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.