![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৬ ডিসেম্বর ২০১২। সময় ৩:৪৯। আসামীর কাঠগড়ায় বসা থেকে উঠে দাঁড়ালেন মাওলানা। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করলেন। আদালত কক্ষে তখন পিন পতন নিরবতা। হাতে থাকা কোরআনটা উচু করে ধরে বিচারকদের উদ্দেশে বললেন, মাননীয় আদালত এ কোরআনের কসম করে বলছি। আমার বিরুদ্ধে যে ২০টি অভিযোগ আনা হয়েছে, তার একটির সাথেও আমার ন্যূনতম সম্পর্ক নেই। ৭১ এ আমি কোন অপরাধ করিনি। আজ এ ট্রাইব্যুনালকে সাক্ষী রাখলাম, আমি যদি মিথ্যা বলে থাকি তবে আমার মৃত্যু যেন বেঈমানের হয়। আমার স্থান যেন হয় জাহান্নামে। পেছনে তাকিয়ে দেখি দুয়েকটা মানুষ-সাংবাদিকের চোখ ছলছল করছে। কোনমতে নিজেকে সামলে নেই।
সময় মাত্র দুই মিনিট। মাওলানা আবার বলতে শুরু করলেন, মাননীয় আদালত আমার নাম দেলাওয়ার হোসাইন সাঈদী। আমাকে একনামে সারাদেশের মানুষ চিনে। এ নামটিকে বিকৃত করে করা হয়েছে দেলোয়ার হোসেন, দেইল্লা, দেলোয়ার শিকদার। কখনো ওরফে সাঈদী। তারা আমাকে বানাল, রাজাকার, ধর্ষক, ব্যবিচার, খুনী (এসময় কেঁদে দেন মাওলানা)।
এর সবই করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে। তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে গিয়ে স্থানীয় এমপির সাথে কথা বলে এসব করেছেন। তারা মিথ্যা সাক্ষী বানিয়েছেন। আমার চরিত্র হনন করেছেন।
মাওলানা আবার বলতে শুরু করলেন, মাননীয় আদালত, আজ আমার উপরে অন্যায় করা হচ্ছে। এখানে আমার বিরুদ্ধে এমন কোন হেন অভিযোগ নেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আনেননি। কোন মানুষ যদি মুসলমান হয়, তার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে তবে সে তার অপর এক মুসলিম ভাইয়ের প্রতি এত জঘন্য মিথ্যাচার করতে পারে না। আমি এ জঘন্যতার শিকার।
মাননীয় আদালত, এ কাঠগড়ায় আমি আসামী। আপনারা বিচারক। আজ আপনার যদি আমার উপর অন্যায় করেন। আমি এর পরোয়া করি না । মনে রাখবেন, এমন একদিন আসবে যেদিন আমি মজলুম হবো বিচারপ্রার্থী। আপনারা হয়ে য়াবেন আসামী। সেদিন বিচারক হবেন সব বিচারকের বড় বিচারক স্বয়ং মহাপরাক্রমশালী আল্লাহ। আমি সেদিনের বিচারের অপেক্ষায় রইলাম।আল্লাহর দরবারে বিচার দিলাম। এসমসয় আদালত কক্ষে অনেকে আমিন আমিন বলে উঠেন।
পুরো আদালতজুড়ে একটি দীর্ঘশ্বাস। তন্ময় হয়ে সবাই মাওলানার কথা শুনছেন।
তিনি বললেন, মাননীয় আদালত আমি ইতিহাসের নির্মম মিথ্যাচারের শিকার হয়েছি। আমি দোয়া করি সরকারি আইনজীবীরা হেদায়েত হয়ে তওবা করুক। তারা সৎপথে ফিরে আসুক। যদি তারা না আসে,
মিথ্যা অভিযোগের কষাঘাতে আমি যে মানসিক নির্যাতনের শিকার হলাম। আমার ছেলেরা, আমার পরিবার যে নির্যাতনের শিকার হলো। আমরা ভক্তরা আমার জন্য যে চোখের পানি ফেললো। সে পানির আগুনে জ্বলে তারা যেন শেষ হয়ে যায়। তারা যেন বহ্নি শিখা হয়ে জ্বলে। আমি আল্লাহকে বলছি, তারা যেন আমার মতো মানসিক যন্ত্রণায় ভোগের পর মৃত্যু বরণ করে। এমন যন্ত্রণা ভোগ করার আগে তাদের যেন মৃত্যু না হয়।
বিচারকদের প্রতি বিশ্বাস রেখে আমি শেষ করছি।
এরপর বিচারক বললেন, আমাদের উপর বিশ্বাস রাখেন আমরা ন্যায় বিচার করব। তারপর বিচারক বললেন, আদেশ সিএভি।তার মানে যে কোন দিন আদেশ হতে পারে।
আমার আকুতি
সবাই গড় গড় করে নেমে যাচ্ছ। আমি এগিয়ে যাই মাওলানার দিকে। হাতটা বাড়িয়ে দেই। তিনি হাতটা ধরে একটা হাসি দেন। পাশে তাকিয়ে দেখি উদাস দৃষ্টিতে মাওলানার দিকে তাকিয়ে আছেন এক নামজাদা সাংবাদিক।
আমি না সাংবাদিক, না ব্লগার, না মানুষ। আস্ত একটা কুত্তার বাচ্চা টাইপ কিছু। তবু সখের বসে টাইব্যুনালে গিয়ে মাওলানারা কথা শুনে কেঁদে আসলাম।
ক্ষমতাধর ট্রাইব্যুনালের সিঁড়ি বেয়ে নামতে নামতে আল্লাহর সাথে কথা বলি, তুমি যদি এমন শর্ত দাও-একটি প্রাণের বিনিময়ে এ মজলুম মাওলানাকে কোরআনের একটি মাত্র আয়াতের তাফসীর করার সুযোগ দিবে, তবে আমার জীবনটা নিয়ে নাও। না দেখা আকাশের প্রতি শাহাদাত আঙ্গুলি উচু করি। হে আল্লাহ আমার এ আকুতি কবুল করে নাও...
২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৬
জাতির চাচা বলেছেন: মিথ্যা মামলা দিয়ে পার পাবেনা কেউ।শেষ বিচারের মালিক সঠিক বিচারই করবেন।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৭
শেরশাহ০০৭ বলেছেন: বলদ
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০১
শিক্ষানবিস বলেছেন: তিনি সুন্দর বলেছেন।
আরো বলা উচিত ছিল, মাননীয় আদালত! আপনারা যদি আমাকে নির্দোষ ঘোষণা করে মুক্তির আদেশ দেন, তাহলেও এতদিন যা করা হয়েছে তা অনেক বাড়াবাড়ি। এর বিচার থেকে রেহাই পাওয়া যাবে না সেই শেষ আদালতে।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০১
আহমেদ জী এস বলেছেন: নিমন্ত্রণ,
কেন তাফসির টা আপনি করতে পারেন না ? সাঈদীকে লাগবে কেন ?
আর এই সাথে একটা প্রশ্নের জবাব দেন- সাঈদী সাহেব স্বাধীনতার বিপক্ষে ( রাজাকার হিসেবে ইসলাম রক্ষায় নিয়োজিত ) ছিলেন কি, ছিলেন না ?
"ইয়েস" অর "নো" ।
এ ব্যাপারে মহান আল্লাহতায়ালা যেন আপনাকে হেদায়েত করেন !
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৩
jiad82 বলেছেন: feraunder bichar akdin hobey.
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৩
মুহাই বলেছেন: শহীদদের আত্মা শান্তি পেতে যাচ্ছে তাহলে ।দে দেইল্যারে ঝুলায় দে
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৫
নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< :-< :-< :-< :-<
৯| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৬
প্রগতিশীল ইকবাল বলেছেন: About 95% people of Bangladesh want to release Saydee.................
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩২
ছোটো মানুষ বলেছেন: মুহাই বলেছেন: শহীদদের আত্মা শান্তি পেতে যাচ্ছে তাহলে ।দে দেইল্যারে ঝুলায় দে
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৩
ছোটো মানুষ বলেছেন:
প্রগতিশীল ইকবাল বলেছেন: About 95% people of Bangladesh want to release Saydee.................
ভাই আপনি কি পরিংখ্যান করছিলেন নাকি?
রিপোর্ট টা দেখতে ইচ্ছা করে।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৫
রাশেদ হাসান নোবেল বলেছেন: আহ দুখের পানিতে প্যান্ট ভিজে গেল :'(
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৯
সময়একাত্তর বলেছেন: একাত্তরের অনেক নির্যাতিত পরিবার আকুতি জানিয়ে যাচ্ছে বিগত ৪১ বছর ধরে মহান রাব্বুল আলামিন এর দরবারে যাতে এই নরপাষন্ডের বিচার হয়। এখন জাতির দায়মুক্তির সময় ঘনিয়ে এসেছে।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫০
রাশেদ হাসান নোবেল বলেছেন: কোরান তাইলে শপথের জন্য সাথে নিয়া ঘুরে। আমি ভাবছিলাম বেচারা ওয়াজ এর চাপে আর এখন জেলে বসে বসে সময় পায়না তাই হইতো আদালতে গিয়ে পড়ে যায়হোক তাকে দ্রুত পরকালে পাঠানো হোক এত বড় মৌলানারে আর অপমান করা ঠিক না !!
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৯
পানকৌড়ি বলেছেন:
জানিনা
সাঈদীর ফাঁসির আদেশ দেবার পর বিচারকরা ঠিকমত ঘুমাতে পারবেন কিনা ?
নামাজে দাঁড়াতে পারবেন তো ? নাকি নামাজে দাঁড়িয়ে সাঈদীর ছবি তার চোখের সামনে ভেসে উঠবে ?
তাঁর বাবার চেহলামে যখন কোন মওলানা পরকালের আলোচনা করবে তখন সে কি সাঈদীর কথা ভাববে না ?
সর্বোপরি আমার ধারনা, কোন বড়দাড়ি-টুপিওয়ালা লোক দেখলেই তাঁর সাঈদীর কথা মনে হবে ......হয় আতংকে না হয় আফসোসে ।
আজ এ ট্রাইব্যুনালকে সাক্ষী রাখলাম, আমি যদি মিথ্যা বলে থাকি তবে আমার মৃত্যু যেন বেঈমানের হয়। আমার স্থান যেন হয় জাহান্নামে।
সেদিন বিচারক হবেন সব বিচারকের বড় বিচারক স্বয়ং মহাপরাক্রমশালী আল্লাহ।
আল্লাহ শ্রেষ্ঠ বিচারক ।
১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২৭
কনিফউজড_েনিটেজন বলেছেন: জামায়াতের নায়েবে আমীরের মত একজন বিশিষ্ট বুজুর্গ যখন পবিত্র কোরআনে হাত রেখে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার মানে অবশ্যই সে সত্য কথা বলছে!
কেন এই ট্রাইব্যুনাল তারপরও তাকে বিশ্বাস করছেনা?
পবিত্র কোরআনে হাত রেখে কি একজন মাওলানা কখনও মিথ্যা বলতে পারেন ?
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৭
ওবায়েদ বলেছেন: লিঙ্কের ভিডিও দেখার পরও যারা সাঈদিকে অপরাধি বলবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, তারা শুধু মুসলমান না তা নয়, তারা কোন ধর্মেই বিশ্বাস করেন না।
লিঙ্কের ভিডিও দেখার পরও যারা সাঈদিকে অপরাধি বলবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, তারা শুধু মুসলমান না তা নয়, তারা কোন ধর্মেই বিশ্বাস করেন না।
গনেশ হিন্দু হয়েও সাঈদির পক্ষে সাক্ষ্য দিলেন।
আরেক হিন্দু সুখরঞ্চন সাঈদির পক্ষে সাক্ষ্য দিতে এসে গুম হলেন।
আরেক হিন্দু মধুসুদন গরামী ভিডিওতে কি বললেন তা নিজ চোখেই দেখলেন।
এরা সবাই ৭১ সালের ভিক্টিম পরিবার।
শাহরিয়ার কবির, ম খা আলমগীর রা ৭১ এ পাকিস্তানের সুবিধা ভুগী রাজাকার। সাঈদির ধর্ম বিশ্বাসই তাদের গাত্রদাহ।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪
স্বপ্নচারী আলো বলেছেন: নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’নাস্তিকদেরকে কুরআন দেখানোর মানে হলো ‘উলবনে মুক্তো ছড়ানোর মতো’
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০২
মাহমুদকলী বলেছেন: ধন্যবাদ। এত সুন্দর বর্ণনা দেয়ার জন্য। আপনার বর্ণনা শুনে আমার চোখেও জল এসে গেল। এক সময় সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে সাঈদীর তাফসীর মাহফিলের শেষ দিনের মোনাজাতে চোখের পানি আটকাতে পারতাম না। আল্লাহ সবাইকে হেদায়াত করুক।
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩
চন্দ্রা৯২ বলেছেন:
দেলোয়ার হোসেন সাইদি যে রাজাকার ছিলেন এটা আমার চাইতে পোষ্ট দাতা ভালো বুঝবেন না, কারন আমি নিজে একই এলাকার বাসিন্দা, এবং এটাও বলে রাখি তিনি রাজাকার শব্দটিকে ব্যাংগ করে রেজাকার বলতেন, এবং প্রায়ই তার নিজের মুখে আমি নিজে বলতে শুনেছি "যহন মুই রেজাকার আল্লাম হেই কালের কতা" এই বলে উনি বিভিন্ন ইতিহাস বলা শুরু করতেন।
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৩
একজন আরমান বলেছেন:
ছোটো মানুষ বলেছেন:
প্রগতিশীল ইকবাল বলেছেন: About 95% people of Bangladesh want to release Saydee.................
ভাই আপনি কি পরিংখ্যান করছিলেন নাকি?
রিপোর্ট টা দেখতে ইচ্ছা করে।
দেখাতে পারলে আমিও মেনে নিবো যে সাইদ্দা রাজাকার না।
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: আমি বিজয়ের মাসে শপথ করিলাম এই যে , এই বিজয়ের মাসে যদি দেলু রাজাকার আর গোয়া রাজাকাররে লটকাইয়া দিতে পারে , তাইলে মসজিদে আল্লাহ'র নামে ১০০০ টাকা খুশিতে দান করুম । আপনারা কে কতো দান করবেন ?
সংযুক্তিঃ রাজাকার সবই রাজাকার । যে দলেরই হোক না কেন । সবগুলারই ফাঁসী চাই । তবে পালের সর্দার এই দুইটারে দিয়া শুরু হোক সেই শুভ বিজয় ।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: প্রগতিশীল ইকবাল স্বাধীনের পরে মাইর খাইছো নি ভ্রাতা ? মাইর এট্টাও মাডীতে পড়ব না
যতোসব । ৯৫% চিনো ? বলদ লিখতে কোন আ কার ই কার লাগে না আর কারও কপালেও লেখা থাকে না । কথা শুনলেই বুঝা যায় ।
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৭
চন্দ্রা৯২ বলেছেন: এখানে কেন আপনারা যুদ্ধ অপরাধের সাথে ইসলামকে টেনে আনছেন ? যখন ৭১ সালে মা বোনদের ইজ্জত , আর বহু নিরিহ প্রানের বলি হয়েছিলো তখন সেই ধরনের কাজ কে কি ইসলাম সাপোর্ট দেয় ? দেয় না । এখন বলছেন আল্লাহ বিচার করবেন, এখন যদি কোন অন্যায় বিচার হয় তবে সেটার বিচার আল্লাহ করবেন এটা ঠিক কিন্তু মনে রাখবেন ৭১ সাল কিন্তু ২০১২ এর আগে । আল্লাহ কিন্তু চুলচেরা হিসাব করেন, তিনি কিন্তু আগে ৭১ সালের অপরাধের বিচার আগে করবেন।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুর বাচ্চা! তুই কান্নাকাটি করতেই থাক! কিন্তু কান্না কাটি করে বাংলার মাটি ভেজাবি না, পাকিস্তানের মাটি ভেজা। তোদের কান্নাও বিষাক্ত। তোর আব্বারে ফাসি দেয়া থেকে কেও রুখতে পারবে না। জনগনের দাবি রাজাকারের ফাসি।
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬
চন্দ্রা৯২ বলেছেন:
যেহেতু আমি পিরোজপুরের মেয়ে , তাই আমি কথা না বলে পারলাম না, দেলোয়ার হোসেন যে রাজাকার এটা উনি হেসে হেসে হাটে বাজারে নিজেই বলতেন, আমার বাড়ির উঠানেও উনাকে ভোট নিতে আসার পরে প্রশ্ন করায় উনার উত্তর ছিলো "তখন একধরনের পরিস্থিতি ছিলো এখন আরেক ধরনের পরিস্থিতি এটা নিয়ে কথা বলে লাভ কি ?" আপনি এই কথার উত্তর দিতে পারবেন ?
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬
অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: জানিনা
সাঈদীর ফাঁসির আদেশ দেবার পর বিচারকরা ঠিকমত ঘুমাতে পারবেন কিনা ?
নামাজে দাঁড়াতে পারবেন তো ? নাকি নামাজে দাঁড়িয়ে সাঈদীর ছবি তার চোখের সামনে ভেসে উঠবে ?
তাঁর বাবার চেহলামে যখন কোন মওলানা পরকালের আলোচনা করবে তখন সে কি সাঈদীর কথা ভাববে না ?
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: অন্যায়ের প্রতিবাদী মানব ঐ মিয়া নামাজে দাঁড়াইয়া কি আল্লাহ্রে স্মরণ করব নাকি সাইদী রে ?
সাইদীর ছবি নামাজে দাঁড়াইয়া মনে আইবো ক্যান ? উল্টা পাল্টা কথা আর একটা কইলে কিন্তু খোঁয়াড়ে ভরে দেওয়া হবে । খেয়াল কৈরা !
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২
চন্দ্রা৯২ বলেছেন: অন্যায়ের প্রতিবাদী মানব বলেছেন: জানিনা
সাঈদীর ফাঁসির আদেশ দেবার পর বিচারকরা ঠিকমত ঘুমাতে পারবেন কিনা ?
নামাজে দাঁড়াতে পারবেন তো ? নাকি নামাজে দাঁড়িয়ে সাঈদীর ছবি তার চোখের সামনে ভেসে উঠবে ?
তাঁর বাবার চেহলামে যখন কোন মওলানা পরকালের আলোচনা করবে তখন সে কি সাঈদীর কথা ভাববে না ?
একটু পরিস্কার করে বলুন , সাইদির জানের মুল্য আছে আর ৭১ সালের ৩০ লক্ষ্য শহিদের প্রানের মুল্য নেই ? ! মা বোনদের ইজ্জতের মুল্য নেই ? অপরাধ করে এখন ইসলামের দোহাই দিয়ে কি বাচা যাবে ? ইসলাম কি ৭১ সালের আপরাধকে সম্মতি দেয় ?
৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪
চন্দ্রা৯২ বলেছেন: শুনেন আপনারা পোষ্ট দিয়েছেন রাজারকার দের পক্ষ নিয়ে আবার ইসলামের দোহাই দিচ্ছেন , এভাবে ইসলামকে কলুশিত করার চেষ্ট করছেন কেন ?
৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
দেলোয়ার হোসেন সাইদি কি একজন অলি কামেল ব্যাক্তি নাকি ? যে কিনা বিভিন্ন জায়গায় ওয়াজ করে আল্লাহ তায়ালার কালাম প্রচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় ! আগের দিনের কামেল বুজুর্গ ব্যাক্তিরা তো নিতেন না ! উনি নিতো কেন ? আর তাকে এতো বুজুর্গ ই বা ভাবছেন কেন ? কোন বড় রকম কেরামতি তো দেখাইতে পারে না ! একমাত্র যুদ্ধঅপরাধি হয়েও পতাকাবাহী গাড়ি ব্যাবহার ছাড়া।
৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: লেখক ভ্রাতা ! কৈ গেলেন ! আমরা এতগুলান বান্দা অপেক্ষা করছি আপনার বুজুর্গ জবাবের আশায় ! আসেন ভাই , আলোচনায় শরিক হন । পিলিস
৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪২
চন্দ্রা৯২ বলেছেন: একজন বাংলাদেশি নাগরিক হয়ে লেখক আপনি এমন বিজয়ের মাসে এধরনের পোষ্ট দিলেন কিভাবে ? আমি কি ভুল না করলে আপনি আসলেই জামাত ইসলামের একজন কর্মি।
৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: কর্মী মানে খালি কর্মী না , রীতিমত বিপ্লবী কর্মী । কৈ গেলেন ভাই ? পোস্ট দিয়াই কি ককটেল বানাইতে গেলেন নাকি ? কপাল ভালো যে মাইনাস বাটনটা নাই !
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৭
আমি শুধুই পাঠক বলেছেন: দেইল্লা, খাউযামি, গুয়াযম আর পুস্ট প্রসবকারী সহ একসাথে লটকানো হোক।
৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০
দলছুট শুভ বলেছেন: খাইছে রে। এইখানে দেখি ৭১ এর সাইদির মতো অনেক সাইদি চলে এসেছে ।
দেলু চাইদির সাথে এদের লটকানো হোক। সাইদির প্রেমিক বলে কথা।
৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০
সবুজ মহান বলেছেন: একাত্তরে আপ্নের গুরুজীরা কি করছে মনে কইরা পোষ্টাইয়েন
মাইনাচ দিয়া গেলাম
৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০
ঘটলা বলেছেন: আমি না সাংবাদিক, না ব্লগার, না মানুষ। আস্ত একটা কুত্তার বাচ্চা টাইপ কিছু।[/sb
একেবারে সঠিক মূল্যায়ন!!
৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫১
ঘটলা বলেছেন: আমি না সাংবাদিক, না ব্লগার, না মানুষ। আস্ত একটা কুত্তার বাচ্চা টাইপ কিছু।
একেবারে সঠিক মূল্যায়ন!!
৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫১
চন্দ্রা৯২ বলেছেন: দেখেন আপনার যদি ইসলামিক রাজনৈতিক দলের সাথে রাজনিথী করার ইচ্ছা থাকে তবে দেশে অনেক ইসলামিক দল আছে যদি তাদের পছন্দ না হয়ে থাকে তবে কয়েকজন মিলে একটা দল গঠন করতে পারেন। কিন্তু জামাত ইসলাম এর ইতিহাস কি আপনারা বই পুস্তকে পড়েন নাই ? এমন দলের সাথে ভিরলেন কিভাবে ?!
৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫২
অন্ধ তীরোন্দাজ বলেছেন: চন্দ্রা৯২ বলেছেন: এখানে কেন আপনারা যুদ্ধ অপরাধের সাথে ইসলামকে টেনে আনছেন ? যখন ৭১ সালে মা বোনদের ইজ্জত , আর বহু নিরিহ প্রানের বলি হয়েছিলো তখন সেই ধরনের কাজ কে কি ইসলাম সাপোর্ট দেয় ? দেয় না । এখন বলছেন আল্লাহ বিচার করবেন, এখন যদি কোন অন্যায় বিচার হয় তবে সেটার বিচার আল্লাহ করবেন এটা ঠিক কিন্তু মনে রাখবেন ৭১ সাল কিন্তু ২০১২ এর আগে । আল্লাহ কিন্তু চুলচেরা হিসাব করেন, তিনি কিন্তু আগে ৭১ সালের অপরাধের বিচার আগে করবেন।
৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৩
মেহেদী হাসান মানিক বলেছেন: আরে ভাই খাটি মুমিন মৃত্যুয় ডরায় না। সে যদি আসলেই অপরাধী না হয় তবে যে কোন উছিলায় আল্লাহ তাকে রক্ষা করবে। সে কোরআন নিয়া হাইকোর্টে কান্না কাঁটি করে কেন? আল্লাহর উপর ভরসা নাই??
এইসব বলার উদ্দেশ্য ত সাধারণ মানুষের সহানুভূতি লাভের আশায়। তার উচিত আল্লাহকে ডাকা।আল্লাহ তার প্রিয় বান্দাদের কিভাবে রক্ষা করবেন সেটা তিনিই জানেন। আমার ত মনে হচ্ছে সাঈদির নিজের প্রতি বিশ্বাস নাই। তাই সে কোরআন নিয়া কান্নাকাটি করে রক্ষা পেতে চাইছে।
৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮
মেহেদী হাসান মানিক বলেছেন: কর্ম ফল বাপেরেও ছাড়ে না। সাঈদি অন্যায় করলে আওয়ামীলীগ বা মিথ্যা মামলা বা যুদ্ধাপরাধী যেই হিসেবেই হোক সাজা পাবেই। আর যদি সাঈদীর ফাঁসির আদেশ দিয়ে বিচারকরা ভূল করে থাকে তার শাস্তিও তারা পাবে। এখন এইসব কথা বলার মানে বিচার বাধাগ্রস্ত করা ছাড়া আর কিছুই না।
৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৩
রাইসুল সাগর বলেছেন: বলি বেটা রাজাকার
হাঁক ছাড়িসনা বেকার,
ঊঠিয়ে দিব তোদের উপর
বিআরটিসির ডাবলটেকার।
vai apni chagol naki.....ekjon rajakar er jonno post dicen ai bijoy er masha....tobe apner vaggo valo ja ai post a loading problem er karone ami bangla lekhte parteci na.tai apnare bojhaitam....valo moto.....ekhon o time acha....rajakargo support chaira..valo hon....
@jana apu: tomar kacha request moderator der bolo...ai dhoroner post jate keo dite na pare...
koto boro shahosh...beta chagur....
৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৬
নর্দমার কীট বলেছেন: রাশেদ হাসান নোবেল বলেছেন: আহ দুখের পানিতে প্যান্ট ভিজে গেল :'(
৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন: চন্দ্রা @ আপু আপনার আত্ববিশ্বাস পূর্ণ যুক্তিগুলো খন্ডাতে কেউ আসবে না । আপনি মনেহয় নতুন তাই জানেন না । পারলে কাল সকালে দেখবেন আপনাকে ছাগুটা ব্লক করে মন্তব্যগুলো ডিলিট করে দিবে । আপু একটা রিকোয়েস্ট আপনার এই তথ্যগুলো কি আমাকে একটা ডকুমেন্টারি আকারে দিতে পারবেন ? হোক সেটা আপনার পোস্ট অথবা আমাকে Mail অথবা অন্য কোন মাধ্যম ।
এইসব শুকর ছানাদের পোষ্টে থাকবে না আপনার কথা গুলো । যাই হোক আপু সাথে থাকব ইনশাআল্লাহ । এর চেও বড় কথা পাশে পাবেন ।
৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:১০
রব্বানীইন বলেছেন: চোরের মার বড় গলা ।
দেইল্লারে গুর্জু মারতে মারতে ফাসিতে লটকানো উচিত ।
৪৮| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জামাতশিবির এবং জারজ একটি সমার্থক শব্দ।
"আমি না সাংবাদিক, না ব্লগার, না মানুষ। আস্ত একটা কুত্তার বাচ্চা টাইপ কিছু। "
একটি সঠিক মূল্যায়ন করেছেন। আপনাকে ধন্যবাদ।
৪৯| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৭
লুকার বলেছেন:
দেইল্যারে তাড়াতাড়ি বেহেশতে পাঠানো দরকার, নাইলে তার পাপ আরো বাড়তেই থাকবে।
৫০| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৩৮
একজন আরমান বলেছেন:
@ অপূর্ণ ভ্রাতাঃ
আইবো না মনে হয়। এই ব্যাটা মাল্টি !
৫১| ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:৫৪
ডেডম্যান বলেছেন: দেইল্লা, খাউযামি, গুয়াযম আর পুস্ট প্রসবকারী সহ একসাথে লটকানো হোক।
সাথে অন্যায়ের প্রতিবাদী মানব মাদারিটাকেও।
৫২| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০১
সি পি জি বলেছেন: চন্দ্রা আপু, আপনার বক্তব্যের প্রয়োজনে যোগাযোগ করতে চাইছি। কিংবা আপনার বক্তব্য পোস্ট আকারে দিতে পারেন। খুব খুশি হবো।
৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৩৫
জাহিদ হাসান বলেছেন: আল্লাহর দোহাই লাগে জামায়েতী ভাইরা ইসলামের নাম ব্যাবহার করে কুকাজ করা বন্ধ করুন । আর কত ? দাড়ি-টুপি ওয়ালারা তো এখন আপনাদের কুকাজের জ্বালায় লজ্জায় বাইরে মাথা উচু করে বেরুতে পারে না ।আলেমদের মাথা আপনারা নুইয়ে দিয়েছেন ।আপনারা দাড়ি রেখে ( আসলে চুল! ) মাথায় টুপি পড়ে ( আসলে গোল কাপড়!
) আর লম্বা পান্জাবী পড়ে (আসলে মেয়েদের বোখরা
) আকাজ-কুকাজ করছেন আর দোষ হচ্ছে মাদরাসা থেকে পাস করা নীরিহ সাধারন আলেম-উলামাদের ।
৫৪| ০৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:০৫
সবখানে সবাই আছে বলেছেন: জামাত একটা অসাধারন দল। এদের মাথায় কি যা থাকে????
১। যখন পাকিস্তানের জন্ম হয় তখন তারা ব্রিটিশ দের সাপোর্ট দিল।
২। যখন বাংলাদেশ জন্ম হয় তখন তারা পাকিস্তানের কোলে।
৩। যখন যুদ্ধপরাধীদের বিচার হয় তখন তারা যুদ্ধপরাধীদের পক্ষে।
৪। সারা দেশে হাজার খানেক গাড়ি ভাংচুর করে কোন খবর নাই, মার্কিন দুতাবাসের গাড়িতে ইট মেরেই স্যরি, মজিনার পা ধরে মাফ চায়।
৫। দলের গঠন তন্ত্রে এখন গনতন্ত্রের সুবাতাস। আল্লাহ খোদার নাম একেবারেই বাদ। এর থেকে বড় নিমকহারামী মনে হয় আবু জেহেল ও করে নাই।
আর আপনি আসছেন সেই দলের হয়ে সাফাই গাইতে, সেই দলের হয়ে কান্নাকাটি করতে। আপনার বিশ্বাস যোগ্যতা কতটুকু সেইটা উপরের কমেন্ট গুলো পড়ে দেখুন উত্তর পেয়ে যাবেন।
৫৫| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৭
চলতি নিয়ম বলেছেন:
নাহ পোস্ট জমলো না, মজা পাইলাম না। ছাগুটা পালাইছে।
সবচেয়ে ভালোলাগলো সবাইকে এখানে প্রতিবাদ করতে দেখে এবং নতুন একজনকে পেলাম। ধন্যবাদ চন্দ্রা৯২ আপনার প্রতিবাদের জন্য।
৫৬| ০৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৭
চলতি নিয়ম বলেছেন: সাঈদীর মামলার রায় অপেক্ষমাণ
মেজাজ তাই খারাপ হয়ে গেলো। ছাগুরা আরো একদিন বেশী ফাল পারবে।
৫৭| ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৭
আমিনুর রহমান বলেছেন: চন্দ্রা৯২ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি চোট্টায় একটা রাজাকার। আপনি কিছু কথা বলে সবাইকে অনেক আজানা কথা জানিয়ে গেলেন।
রাজাকারের বিচার কিসের?? ঝুলাইয়া পিটানো উচিত যত সময় পর্যন্ত না মরে।
৫৮| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩২
রাইসুল সাগর বলেছেন: রাজাকার এর বাচ্চা রাজাকার । সাহস থাকলে অরিজিনাল নিক নিয়া সামনে আয় ।
চন্দ্রা কয়েক মাস পর একটা ডকুমেন্টারি বানাবো । তোমার তথ্যগুলো দিও ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৪
নূরুল হুদা (শান্ত) বলেছেন: হায়রে ধর্মব্যবসায়ী!! আর কত ধর্ম নিয়ে ব্যবসা করবি!!!!! ট্রাইবুনাল বিচারকরদের হাশরের বিচারের ভয় দেখালো সাঈদী