নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

হাতে লাল সুতা থাকলে সমস্যা কোথায়? পেটালেন কেন?

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩


দক্ষিণেশ্বর থেকে আনা লাল সুতা হাতে দেখে আর্মি মেডিক্যালের AFMC-তে AMC কোরে ভর্তি পরীক্ষায় শেষ ধাপের আগে আমাকে বাদ দেয়া হয়। আজ ঢাবির জগন্নাথ হলের এক ছাত্রের হাতে লাল সুতা দেখে গণধোলাই দিয়েছে 'মার্চ ফর ফিলিস্তিন'-এ অংশ নেওয়া তৌহিদী জনতা। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

উক্ত অভিজ্ঞতাটি এতোদিন শেয়ার করিনি, কারণ আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এমন কিছু হতে পারে, তা স্বপ্নেও ভাবিনি। আমার বাবার আসল নাম কমল কৃষ্ণ গুহ হলেও এই বীর মুক্তিযোদ্ধা একাত্তর সাল থেকেই কবি বাবু ফরিদী নামে পরিচিত। তাঁর রহস্যজনক অকালমৃত্যুর পর সবাই অবাক হয়েছিলো তাঁর লাশ শ্মশানে নিতে দেখে। তো, আমার সাথে হয়ে যাওয়া উক্ত বে-ইনসাফিতে আমার এই চির-অসাম্প্রদায়িক প্রগতিশীল বাবাও অসম্ভব রকমের ভেঙে পড়েছিলেন। পরের বছরই মাত্র ৫৪ বছর বয়সে তাঁর রহস্যজনক অকালমৃত্যু হয়।

অনেকগুলো ধাপ পেরিয়ে ISSB এর আগের ধাপে IQ Test হয়। সেই ধাপের পরীক্ষা ছিলো সেদিন আমার। অতি সম্প্রতি জীবনে প্রথমবার চিকিৎসার্থে বাবার সাথে ভারত গিয়েছিলো মা Krishna Guho। ফেরার পথে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে আমার জন্য লাল সুতা এনেছিলেন। তাঁদের একমাত্র সন্তান আমি, ঢাকায় একা থাকি। আমার যাতে কোনো অনিষ্ট না হয়, তাই সুতাটি মা হাতে বেঁধে দেন। আমিও সরল বিশ্বাসে জীবনে সেবারই প্রথম লাল সুতা হাতে পড়ি আর বরাবরের মতো শার্টের হাতা গুটিয়ে পরীক্ষা দিতে যাই। কে জানতো এটা দেখে আমাকে বাদ দেবে আর তখন ২০০৭ সালেও হিন্দুদের সেনাবাহিনীতে নিতে চায় না? এখন মনে হয় এটা আমার এলাকার শত্রুদের ষড়যন্ত্র হতে পারে, কেউ হয়তো এই বুদ্ধি দিয়েছিলো মাকে, যাতে আমি আটকে যাই। আজ জিজ্ঞেস করলে ১৮ বছর পর মা বুদ্ধিদাতাকে ঠিকভাবে স্মরণ করতে পারে না।

যাহোক, IQ Test এর আগে একটা টেবিলে বসা দুজন আর্মি অফিসার আমাকে ডেকে জিজ্ঞেস করেন, আমি কেন হাতে লাল সুতা পড়েছি। আমি উত্তর দেই, "এটা আমার মা হাতে পরিয়ে দিয়েছেন, যাতে আমার কোনো বিপদ-আপদ না হয়। ঢাকায় একা থাকি তো!" আমাকে জিজ্ঞেস করা হলো, কোথা থেকে আনা হয়েছে সেটা। আমি সরল বিশ্বাসে বলে ফেলি, "ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে"। তারপর তাঁরা নিজেদের মাঝে মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। তাঁদের একজন আমাকে পালটা প্রশ্ন করেন, " তুমি কি এগুলো বিশ্বাস করো?" অবস্থা বেগতিক দেখে আমি বলতে বাধ্য হই, "না, মা দিয়েছে তাই পরেছি। আমি অতোটা ধর্মভীরু নই। আপনারা বললে খুলেও ফেলতে পারি"। তখন পাশেরজন মুচকি হেসে বলেন, "থাক, যাও। লাগবে না"।

এরপর অনেক ভালো পরীক্ষা দিলেও আমার নামটা উত্তীর্ণের তালিকায় আসেনি। আমার আশংকাই সত্যি হয়। আমি খুব ভেঙে পড়ি, ফোনে বাবাকে জানানোয় বাবার মতো 'জিরো থেকে হিরো' হওয়া চূড়ান্ত রকমের জীবন সংগ্রামী মানুষটাকেও আমি কাঁদতে শুনেছি। আমি তখন ভীষণ অসুস্থ, সরকারি মেডিক্যালেও ০.৫ মার্কের জন্য টিকিনি। নটরডেম কলেজ থেকে দ্বিতীয় এ প্লাস নিয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, বাবা-মাসহ সবার প্রত্যাশার পারদ ছিলো তুঙ্গে। এই আর্মি মেডিক্যালের নানা ধাপ পেরিয়ে ঐ পর্যন্ত যেতে আমার ২ মাস সময় নষ্ট হয়, ঐ সময়টায় আর অন্যত্র পরীক্ষা দিতে পারিনি। অনেক ভর্তি পরীক্ষা আর্মি মেডিক্যালের ভর্তি পরীক্ষার সময়ের সাথে মিলে যাওয়ায় বাদ দিতে হয়। পরে বাকৃবিতে কৃষি প্রকৌশলে ভর্তি হই। মন খারাপ থাকায় সেখানেও চয়েজ লিস্ট পূরণের ভুলে ঐ বিষয় পাই।

এর আগে নটরডেম কলেজে পড়াকালীন ঢাকার রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ বিদ্যার্থী ভবনে ছিলাম। তারা এইচএসসি শেষ হতেই হোস্টেল থেকে সবাইকে নামিয়ে দেয়। আমার স্কুলের বন্ধু বলাই কর্মকার কথা দিয়েছিলো হোস্টেল থেকে নামিয়ে দিলে ভর্তি পরীক্ষার আগের ৩ মাস ওর ভাড়া করা শ্যামলীর ফ্ল্যাটে থাকতে পারবো। কিন্তু হোস্টেল ছাড়ার আগে আগে ও আমাকে মিথ্যাকথা বলে যে বাড়ির মালিক নাকি আমাকে উঠতে দেবে না। পরে মালিকের কাছে গিয়ে মাসহ জিজ্ঞেস করলে তিনি জানান, বলাই তাঁর সাথে আলাপই করে নাই। নটরডেম কলেজ থেকে এ প্লাস পাওয়া ছেলে তাঁর ফ্ল্যাটে থাকলে তিনি বরং খুশিই হতেন। এরপর জীবনের মহাগুরুত্বপূর্ণ তিনটি মাস আমাকে তিন জায়গায় থাকতে হয়। সেসব জায়গার একটি ঢাকার মহাপ্রকাশ মঠ, সেখানেও আমার বাড়ির পাশের শ্রী অঙ্গনের মতো শব্দদূষণ করে, নানা টর্চার করে আমাকে অসুস্থ বানিয়ে ফেলে। এসব কারণেও বাবা অনেক ভেঙে পড়েছিলো। কারণ বাবা নিজেই বাকৃবিতে চান্স পেয়েও অসুস্থ মায়ের নিষেধাজ্ঞায় পড়তে পারেননি। আমার পেছনে এত শ্রম-অর্থ ঢালার পরেও আমিও সেই বাকৃবিতেই যাচ্ছি-- এটা বাবা মন থেকে মেনে নিতে পারেনি। পরের বছরই শ্রী অঙ্গন দক্ষিণ পল্লীতে ৩নং গলিতে ননী গোপাল সরকারের বাসার দোতলায় বাবার লাশ উদ্ধার হয়।

যাহোক, আমার জীবন থেমে থাকেনি। এরপর অসুস্থ বিধবা মায়ের খেয়াল রাখার সুবিধার্থে, বাড়ি থেকে কাছে হওয়ায় এবং টিউশন-লেখালেখি করে সংসার চালাতে পারবো ভেবে বাকৃবি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ফরিদপুর ও ঢাবির জগন্নাথ হলে অনেক নির্যাতন সয়েও দুটি প্রথম শ্রেণি নিয়ে উত্তীর্ণ হই। ছাত্রাবস্থা থেকেই প্রথম আলোর মতো প্রতিষ্ঠানে নিজ গুণে লেখালেখি-সাংবাদিকতা করি ৭ বছর, এরপর প্রথম বিসিএসেই ক্যাডার হয়ে শিক্ষকতায় যোগ দেই। বলছি না হিন্দু আবার নামের মাঝেই 'দেব দুলাল' আছে বলেই আর্মিতে চান্স পাইনি বা প্রশাসন-ফরেইন ক্যাডার পাইনি। ভাগ্যকে মেনে নিয়েছি। আফসোস নেই, আবার আছেও। সেদিন শত্রুদের বুদ্ধিতে আমার সহজ-সরল মা আমার হাতে লাল সুতাটা না পড়ালে হয়তো আজ বন্ধু Irad এর মতো আমিও আর্মির মেজর থাকতাম, বিনা চিকিৎসায় মায়ের মৃত্যু দেখা আমার বাবা আমাকে ডাক্তারি পড়তে দেখে হয়তো আজ বেঁচে থাকতো! আমার জীবনটাও হয়তো আরেকটু সুন্দর হতো!
দেব দুলাল গুহ।

[উক্ত ছাত্রের আজকের অভিজ্ঞতার লিংক: https://www.facebook.com/share/p/1AhzToLH6Q/ ]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা, এবং সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি।

ISSB-এর আগে যে IQ টেস্টের কথা বলেছেন, এটা একটু কনফিউজিং বা বিভ্রান্তিকর। আইএসএসবি'র আগে এমন কোনো আইকিউ টেস্ট নাই। তবে, আইএসএসবি'র প্রথম ধাপ হলো স্ক্রিন টেস্ট, যেখানে ১০০'টার মতো কুইজ থাকে। কুইজ টেস্ট বা স্ক্রিন টেস্টের আগে যদি কোনো ইন্টারভিউ হয়ে থাকে, তার সাথে স্ক্রিন টেস্টে কোয়ালিফাই করা বা না করার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ঐ ইন্টারভিউর কোনো ওয়েটেজ নাই, ওটা হয়ত শুধু ওরিয়েন্টেশন বা রিসেপশনের জন্য হয়ে থাকবে।

স্ক্রিন টেস্টের জন্য কোয়ালিফায়িং নাম্বার থাকে। কোয়ালিফাই করার জন্য একমাত্র শর্ত হলো কোয়ালিফায়িং মার্ক্স পাওয়া, যেটি সম্ভবত ৪০। এই নাম্বার পাওয়ার সাথে লাল সুতা বা কোনো ধর্মের সম্পর্ক নাই।

পরীক্ষা অনেক ভালো দেয়া একটা আপেক্ষিক টার্ম। আমার এক ভাতিজা মেডিক্যাল অ্যাডমিশন টেস্ট দিয়ে এসে খুব লাফাচ্ছিল, বললো সে ১০০টার মধ্যে ৯৬টাই অ্যানসার করেছে। আমার মেয়ের মন খারাপ, কারণ, সে ৭০টার মতো অ্যানসার করেছে। রেজাল্টের পর দেখা গেলো আমার মেয়ে পেয়েছে ৬৭, আর ঐ ছেলের নাম্বার আমার মেয়ের ধারেকাছেও নাই।

সেনা, নৌ, বিমান বাহিনী বা বিজিবিতে সব ধর্মের বাংলাদেশী আছেন। সকল বেসামরিক চাকরিতে যদি সকল ধর্মের লোক থাকেন, ডিফেন্সে থাকবে না কেন? মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর, ব্রিগেডিয়ার জেনারেল বঙ্কিম, কর্নেল মং, লেঃ কর্নেল ইউ ক্যান থিন, মেজর গৌতম, মেজর জয়দীপ - এরা তো বাংলাদেশ সেনাবাহিনীরই লোক, তাই না?

আর আপনি যদি এএমসি ক্যাডেট হিসাবে এএফএমসিতে টেস্ট দিয়ে থাকেন, তবুও একই কথা প্রযোজ্য।

সুতরাং, আপনার লাল সুতা দেখে আপনাকে বাদ দেয়া হয়েছে, এটা ভুল ধারণা।

আপনার জন্য শুভ কামনা থাকলো।

২| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৬

অপলক বলেছেন: খুব খারাপ লাগল। জীবনের গল্পে হার মানা মানুষের ভাগ্য সবসময় বেদনা দায়ক হয়।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: দুঃখজনক।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি বাকৃবির সাবেক ছাত্র।
আমার রেজিস্ট্রেশন নম্বর ১৯২০২।
আমি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র।

৫| ১৩ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:১৯

কামাল১৮ বলেছেন: লাল বা কালো সুতা বাঁধা কুসংস্কার ছাড়া আর কিছু না।তবু এতে কারো ক্ষতি হয় না।যে কেউ যে কোন রংঙের সুতা বাঁধতে পারে।এটা তার ব্যক্তি স্বাধীনতা।
আজকে আবার দেখলাম, কালো পতাকা বহন করতে দিচ্ছে না আর্মি।আরবি লেখা কালো পতাকা দিখলে তা নিয়ে যাচ্ছে আর্মি।কেউকি জানেন আরবিতে কি লেখা আছে।

৬| ১৩ ই এপ্রিল, ২০২৫ ভোর ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


হামাস থাকলে প্যালেস্টাইন কখনোই স্বাধীন হবে না। এটাই বাস্তবতা। আইজাক রবিন- আরাফাত অসলো চুক্তি মানলে আজ প্যালেস্টাইন স্বাধীন দেশ থাকতো।

৭| ১৩ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:০০

মুনতাসির বলেছেন: ইন্টার ভিউ থেকে বাদ আমিও পরেছিলাম। সেটা পৃমিনারী পরক্ষিায়। সব কিছু উৎরে যাবার পর আমার ইন্টারভিউতে জিঙ্গ্সে করেছিলেন, আমার কে কে বিমান বাহিনীতে আছে। বললাম। কিন্তু পরিবারে শিক্ষকের সংখ্যা বেশি হওয়ায় উনি উপদেশ দিয়েছিলেন - আপনিও তাই করলে বেশি ভাল করবেন।

এখন ভাবি, কি উপকারটাই না উনি করেছিলেন।

আপনার জন্য সহমর্মীতা।

সোনাবীজ সাহেবের উত্তর যৌক্তিক।

৮| ১৩ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৩

রবিন_২০২০ বলেছেন: what a cry baby!!! |-)
আপনি প্রতিটি লেখায় নিজের ব্যর্থতা আর অযোগ্যতা কে ঢাকার জন্য অন্যদের উপর দোষ চাপান। এটা জীবনযুদ্ধে পরাজিতদের অতি পরিচিত একটা কৌশল। আমার মনে হয়না আপনি এমন কোনো তালেবর যে দুনিয়াশুদ্ধ মানুষ সারাক্ষন আপনার পেছনে লেগে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.