![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দিন ভালই খাটুনি হল। সকালে ক্লাস, ক্লাস থেকে অফিস, তারপর বাজার। বাজার করে ছয়তলা সিড়ি বেয়ে বাসায় ঢুকেই নিরোর মনে পড়ল কাল অনেক দিন পর ল্যাব ক্লাস আছে। সাদা এ্যাপ্রনটা ধুয়ে দেয়া উচিত, সাথে আরও তিন চারটা শার্ট ধুয়ে দিতে হবে। সাদা কাপড় চোপড় হাতে ধোয়া ভালোই ঝামেলার কাজ।
মফস্বলেই বড় হয়েছিল নিরো। স্কুলের পাশে পুকুড় পাড়ে একদিন হলুদ কচু ফুল নিয়ে খেলতে গিয়ে কখন যে সাদা শার্টটায় কচুর কস লেগে গেল টেরই পায় নি। সেদিন বাসায় গিয়ে মায়ের হাতে কি পিটুনিটাই না খেতে হয়েছিল ওর।
এ্যাপ্রনটা ধুতে গিয়ে মাকে খুব মিস করছিল নিরো। শেষে চোখে পানিই চলে আসল ছেলেটার। "মা, সরি মা, অনেক কষ্ট দিয়েছি তোমাকে।"
©somewhere in net ltd.