| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনারকলি নিরু
যখনই একটু ছুটি পাইআমি ছুটে যাই ছাদে সন্ধ্যের মুখে।যখনই একটু ছুটি পাই আমি ছুটে যাই ছাদে আকাশ দেখতে।এই ব্লগের কোন লিখা বা ছবি (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
সকালের ঘুম টা যেন একটু বেশীই মধুর। ঘুম কতটা চোখে আর কতটা মনে বুঝে উঠতে পারেনা নিরুপমা। ক্লাস থাকলে তো সেদিন ঠিকই ঘুম ভাঙে, এলার্ম বাজার সাথে সাথেই উঠে পরে। কিন্তু ছুটির দিন গুলোতে এপাশ ওপাশ, কখনও জোড় করেই ঘুমোতে ইচ্ছে করে চলমান স্বপ্নের অপেক্ষায়। বিষয়টা খুব মজার ,একবার ঘুম ভাঙার পর আবার ঘুমিয়ে সেই স্বপ্নের সেকেন্ড এপিসোড দেখা। এদিকে রুমমেট চা বানিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ছায়ানটে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীল একটা তাঁতের শাড়ি কিনেছে নিরুপমা কয়েকদিন আগে। নীল শাড়ি-কালো পাড়, নীল কালো চুড়ি, কপালে কালো টিপ ভাবতেই সব ঘুম পালিয়ে গেল। চা হাতে বারান্দায় দাঁড়াতেই মনটা ভালো হয়ে যায়। এই রুমটায় আসার পর থেকেই উদাস লাগে নিরুপমার। রুমমেটরা বেশিরভাগ সময় বাসায় থাকে। সবার বাসাই ঢাকার আশেপাশে। প্রায় সময়ই একা একা দিন কাটে। কিন্তু বারান্দায় এলেই একটা অদ্ভূত ভালো লাগা কাজকরে। তিনতলার এই পাশটা থেকে রাস্তা দেখা যায়, গুরুদুয়ারা নানকশাহী আর রাস্তার পাশে একটা জারুল গাছ। নিরুপমা রোজ চায়ের কাপে চুমুক দেয় আর ভাবে কোনো একদিন এই জারুল গাছের নীচে এক রাজপুত্র দাঁড়িয়ে থাকবে তার অপেক্ষায়..........
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
আনারকলি নিরু বলেছেন: ধন্যবাদ!
২|
২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
মা.হাসান বলেছেন: চার বছর পর, পথ ভুলে?
স্বাগতম।
রাজপুত্রের জন্য অপেক্ষা মনে হয় সব দেশে সব কালচারেই আছে।
অনেক শুভ কামনা।
২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২০
আনারকলি নিরু বলেছেন: একদম ঠিক বলেছেন।
ধন্যবাদ!!!!!!
৩|
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
শায়মা বলেছেন: বাহ!
রাজপুত্তুর চলে আসুক ......![]()
৪|
২৮ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিকানা দেন আমিই এসে জারুল গাছের নিচে দাড়াই।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !