![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন্ডিং এডেড.
সকাল বেলা আম্মা বইকা উঠাইলো , দুইদিন ধইরা বাড়িতে বাজার নাই, তুই তো মাইনষের বাড়ি থিকা পেট কাইলকা ভইরা আইছস, আম্রা কি খাইছি খেয়াল আছে? ?
ঃ তর ছাত্রের বাপে কি টাকা দিছিলো ??
ঃ নাহ,
ঃ কত পাস
ঃ পুরা মাস, গত ১২ তারিখ থিকা চাইতাছি। ঃ যা দেখ টেকা দেয় নাকি টেকা দিলে বাজার কইরা আনবি।
ঃআমার সোয়েটার লেপের তল থিকা সরায়ছে ক্যারা! গরম থাকবার লিগা রাখছিলাম।
ঃ মা গেলাম,
ঃ যাবি যে বাজার কইরা আনবি কিয়ে? ? ব্যাগ নিয়া যা,,,,,
ঃ কথা শুইনা মইরা যাইতে মন চায়, টেকা না দিলে খালি ব্যাগ হাতে বাঝায়া আনুম
ঃ.................
দৃশ্যপট বদলে যাবে,
ছেলে এখন বাজারে, একদোকানের সামনে দারিয়ে আছে। এই পথেই সে আসবে,, টাকা যদি দিয়েই দেয়, বাজারের ব্যাগ পাচ ভাজ করে পকেটে রেখেছে, ঘন্টা খানেক ধরে এক জাগায়, এক বন্ধুটাইপ ছেলে তাকে বললো,
ঃএনে কি খুটা গাইরা খাড়াইছস না, নরস না!!!
ঃ...............
পরে আত্মভিমানে জর্জরিত ছেলে অন্য আরেকজাগায় দাড়িয়ে লোকটার অপেক্ষা করতে থাকে, ওদের সকালে না উঠলেও হয়,
শেষ পর্যন্ত দেড় ঘন্টা পর তার বাজারে আগমন। সকাল সকাল তার কাছে টাকা চাইতেও বিবেকে তার বাধে। তাই সে অপেক্ষার সময় কাটাতে ব্লগে তার কাহিনী লিখতে বসল ।
আজ তার ২ ঘন্টা অপেক্ষার পরেও তার বাজারের ব্যাগটা তার পকেটেই রয়ে গেলো...
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
নিশাকর বলেছেন: এন্ডিং হ্যাপি নারে ভাই, সেই ছেলে কেবল খেলো, ।।। যদিয়ো তার মা যাদু জানেনা তবুও সে জাদুর চেয়ে বেশি পারে
..... @বিদ্রোহী ভৃগু
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের ক্রুঢ়তা মাঝে মাঝে থমকে দেয়!
তবুও জীবনে চলতে হয়। চলার নামই যে জীবন।
হ্যাপি এন্ডিংয়ের আশায় ++