নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউসেপ বাংলাদেশ

ঝরনা আকতার

ঝরনা আকতার › বিস্তারিত পোস্টঃ

ময়না মতির নদীর তীরে।

১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৬

ময়না মতির নদীর তিরে ছোট্র একটি গ্রাম সেই গ্রামেরই

একটি মেয়ে ময়না যে তার নাম । দুরন্ত সেই দুষ্ট মেয়ে থাকতে

না যে ঘরে সারাটা গ্রাম একাই সেজে রাখতো পাগল করে

পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি । ময়না ছিল

সেই ছেলেটির এক মাত্র সাথী । একই স্কুলে যেত তারা একই

ক্লাসে পড়ত । ময়না কেঁদে ফেলত যদি মতিকে স্যারমারত।

ঝড় তুফানে রাতেও মতি ময়নার বাসায় যেত। মতিকে না

দেখলে ময়না পাগল হয়ে যেত । ময়না মতির প্রেমের কথা

সবাই যেনে গেল ভাগ্য দোষে ওদের প্রেমটি কেউ নিলনা মেনে

সেই দুঃখেতে ময়না মতি নদীতে ঝাপ দিল। সেই থেকে

ওই নদীটির নাম হল ময়না মতি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-১

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৮

বিবর্ণ বলেছেন: ঝরনা বুঝলাম অাপনি মেধাবী!

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২

ঝরনা আকতার বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫১

জেনারেল বলেছেন: গুড

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৭

ঝরনা আকতার বলেছেন: সত্যি যদি আমার এ গল্পটি আপনার ভাল লেগে থাকে তবে আপনা কে

অনেক ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৯

মুনতাসির আলম বলেছেন: কবিতাটি সুন্দর লিখেছেন, কয়েকটি জায়গায় ছন্দ মিলানোর জন্য একটু এদিক সেদিক করলাম। যদিও আপনার কবিতা, আমার কাজটা করা উচিত হয় নি। কিন্তু, কিছু মনে করবেন না। দেখুনতো, এখন কেমন হ্ল... ... ...




ময়না মতির নদীর তিরে ছোট্র একটি গ্রাম,
সেই গ্রামেরই একটি মেয়ে ময়না যে তার নাম ।
দুরন্ত সেই দুষ্ট মেয়ে থাকতে না যে ঘরে,
সারাটা গ্রাম একাই সেজে রাখতো পাগল করে।
পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি,
ময়না ছিল সেই ছেলেটির একটি মাত্র সাথী ।
একই স্কুলে যেত তারা একই ক্লাসে পড়ত,
ময়না কেঁদে ফেলত যদি মতিকে স্যারমারত।
ঝড় তুফানে রাতেও মতি ময়নার বাসায় যেত,
মতিকে না দেখলে ময়না পাগল হয়ে যেত ।
ময়না মতির প্রেমের কথা সবাই গেল জেনে,
ভাগ্য দোষে প্রেমটি ওদের কেউ নিলনা মেনে।
সেই দুঃখেতে ময়না মতি নদীতে দিল ঝাপ
তখন থেকেই ময়নামতি হল সেই নদীটির নাম।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৪

ঝরনা আকতার বলেছেন: আমার মন্তব্য আপনার কতটুকু ভাল লেগেছ তা আমি আপনার লিখায় বুজে নিয়েছি ।

একন আমি চাই আপনি আমার জন্য একটি লিখে পাঠান তবে
আমি খুশি হবে।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১

ঝরনা আকতার বলেছেন: আপনাকে অনেক ধন্য আমার ভূল কে ঠিক করে দেয়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.