![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।
এক সময়ের সরু হাইওয়েগুলো
বয়স বাড়ার সাথে সাথে
কিশোরীর ছিপছিপে দেহাবয়বটা কেবলই
স্মৃতি বানিয়ে দিচ্ছে।
ক্রমশ প্রৌঢ়া হতে থাকা কয়েক সন্তানের জননীর মত
সৌষ্ঠব হারানো একটা চেহারা;
নিয়তই চওড়া হয়ে চলেছে, না চাইলেও।
চারপাশ থেকে আর আগের মত
সবুজ ঝুঁকে চেপে আসতে চায় না।
কিশোরী কিংবা তরুণীর সেই পাগল করা রূপ
বিলীন হয়েছে যুগ কিংবা কালের অন্তরালে।
যোগাযোগ মন্ত্রণালয়ের আশীর্বাদে ধীরে ধীরে
প্রসব করেছ আরো কত শাখা প্রশাখা।
যৌবন আচমকা নয়, গুবরে পোঁকার পিঠে
সেই কোন কালে সওয়ার হয়েছিল-
আবছা মনে পড়ে; এখন হারিয়ে গেছে কোথাও।
বখাটে ছেলেদের মত চেপে আসা সবুজগুলোও
আশেপাশে আর ভীড় করছে না।
ওল্ড ট্র্যাঙ্ক রোড! নামের মতই যৌবনশূণ্য
কদাকার, বেঢপ এক দেহ সৌষ্ঠব এখন।
চাকচিক্য আছে, মসৃনতাও রয়েছে-
কেবল কিশোরী কিংবা তরুণীর কাঁচা মাতাল করা-
আমন্ত্রণ হতে বিচ্ছিন্ন আজ।
সবখানে বয়সের ছাপ ঠিকরে বেরুচ্ছে!
পাড়ার ছেলে ছোকড়া টাইপের
বেবি ট্যাক্সি অথবা ছোট নড় বড়ে বাস
-আজ অবাঞ্ছিত!
এখানে শহুরে সাহেবদের মত লরী আর ট্রাক
পিষে চলেছে রাত দিন,
কর্কষ শব্দে!
যদিও আওয়াজ কেবল রাতেই পাওয়া যায়,
কান পাতলে, বয়স্ক শীৎকার কেবল।
আধুনিক শহুরে শব্দ। আভিজাত্য আছে।
কিশোরীর মত খিলখিলে হাসিটা নেই।
মধ্য দুপুরে কেবল দু একটা চিলের
ঘূর্ণী খাওয়ার দৃশ্য
ওল্ড ট্র্যাঙ্ক রোডের মাথার ওপর।
নিস্তব্ধতা; কিংবা এক্সিডেন্ট!
প্রৌঢ়ার তাতে আর কি যায় আসে?
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪৩
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: এরকমই হয়---
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪৩
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: নিদারুন সত্যি উপলব্ধি
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪৩
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৬
সোহাগ সকাল বলেছেন: আপনি কবিতাও দারুন লেখেন।
অনেক ভালো লাগলো।
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪৩
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৫
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের ভাই
৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৮
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদের ভাই
৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১:২০
রেজোওয়ানা বলেছেন: Vooter golpo r lekho na keno!?
R ato dineo thik moto reply dite sikhoni, huh, bad boy!
Nice post . . .
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪২
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আমার মেগাবাইট থাকে না আপা এজন্য শর্ট কাটে সবাইকে থ্যাঙ্কু দিয়ে দেই এক পোস্টেই। আলাদা আলাদা ভাবে দিতে পারি না। আর ব্লগেও আসা হয় না। কালে ভাদ্রে আসি। ফেসবুকেই পড়ে থাকি সারাদিন। ব্লগে ঢুকলেই এক গাদা মেগাবাইট কেটে নেয়
ভূতুড়ে গল্প আসলে লিখতে বসা হচ্ছে না। অনেকদিন ধরেই একটা উপন্যাস লেখা নিয়ে ব্যস্ত। অমিয়েত্রা। ওটা প্যারানরমাল কাহিনীর ওপর লেখা। আপাতত সেটার জন্য আর কিছুতে হাত দেইনি। আর লেখা লেখি নিয়েও ভীষণ ফাকিবাজ হয়ে গেছি। দুই তিন মাসে একটা লেখা লিখি। গতি কমে গেছে কলমের নিবে
৮| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:১৩
অপর্ণা মম্ময় বলেছেন: চাকচিক্য,খিলখিলে একটা পুর্ণাঙ্গ শব্দ। আলাদা আলাদা নয় । চাক চিক্ক , খিল খিলে এভাবে না । কর্কশ, ঘূর্ণি , পোকা ইত্যাদি সঠিক বানান।
কবিতা ভালো লেগেছে । শুভকামনা রইলো ।
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪২
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: ঠিক করে ফেলছি আপা অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৭
এরিস বলেছেন: কবিতা লিখছেন কেন শিহাব ভাই?? সবকিছু করলে হবেনা। রাগ করবো বলে দিলাম। ( কবিতাটা পড়ে খুব শূন্য লাগছে। ভালো লাগলো, শুভকামনা প্রিয় লেখক, প্রিয় আঁকিয়ে)
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪২
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: হা হা হা! এমনি লিখলাম
১০| ২৮ শে মে, ২০১৩ রাত ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।
০১ লা জুন, ২০১৩ ভোর ৬:৪২
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ৮:৫৮
মুনসী১৬১২ বলেছেন: নগর ................