![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা গোল। যেখানেই যাই এই গোলের মধ্যেই ফিরে আসতে হবে।আর আমি যেখানে সেখানেই গণ্ডগোল।
শিশু-কিশোর সাহিত্য এবং আমি ও আমরা
নকীব মাহমুদ
আমাদের বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য একটি অংশ হলো শিশুসাহিত্য। আরও জোর দিয়ে বলতে গেলে শুধু বাংলা সাহিত্যই নয়; বিশ্বসাহিত্যেরও অবিচ্ছেদ্য অংশ এই শিশুসাহিত্য। তবে পরিতাপের বিষয় হলো সাহিত্যের এই গুরুত্বপূর্ণ শাখাটি বরাবরই আমাদের কাছে অবহেলিত হয়ে আসছে। বিশেষ করে এই সময়টায় এসে সেটা আরও প্রকট হয়েছে। খুবই দুঃখের বিষয় হলো, আমাদের সাহিত্যপাড়ায় কাউকেতো এমন দেখেছি যে, ওনারা বিভাজনের ভয় দেখিয়ে শিশু কিংবা কিশোর সাহিত্যটাকেই অস্বীকার করে বসেন! কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা নিজেদের অজান্তেই এমন এমন লেখা লিখে ফেলেন যেটাকে তিনি নিজেই শিশুসাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে স্বীকার করতে বাধ্য হবেন।
আমরা জানি, একটা সময় বাংলাসাহিত্যে খুবই গুরুত্বের চোখে দেখা হতো শিশু সাত্যিকে। শিশু সাহিত্য নিয়ে; শিশুদের জন্যে যারা লিখতেন তাদের মূল্যায়ন করা হতো সমাজে; সাহিত্যপাড়ায়। এমন কি একটা সময় প্রতিদিনের খবরের পাতাও সপ্তাহান্তে সমারোহে শিশুদের জন্যে পাতা বের করতো।
কিন্তু এখন?
কর্পোরেটের এই সময়টায় শিশুদের জন্য বরাদ্দকৃত যে একটি পাতা আছে সেটাও বিজ্ঞাপনী সংস্থার দখলে চলে গেছে! এখন প্রকাশকদের কাছে যদি বলা হয়, ভাই শিশুদের জন্যে বই প্রকাশ করেন না কেন? উত্তর আসে, শিশুদের বই করতে গেলে খরচ অনেক। পোষায় না।
আমি জানি না এর থেকে উত্তরণের পথ কি?
আমি ছোটেবেলা থেকেই শিশুসাহিত্যটা ভালোবাসি। শিশু এবং কিশোরদের জন্যে লেখা যে কোনো বই-ই আমাকে টানে। আমাদের এই সময়টায় এসে শিশু সাহিত্যকে যতই অবজ্ঞা করা হোক না কেনো; আশার কথা হলো, শিশু সাহিত্যকে ভালোবাসার মতো লেখক- পাঠকের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতোই বেড়ে চলেছে। কিশোর এবং তরুনদের বিশাল একটা অংশ শিশুসাহিত্যের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। আমি এটা কেনো বললাম? বললাম এই জন্যে যে, ইদানিং অনেকেই অনলাইনে এবং অনলাইনের বাইরে আমার কাছে শিশু সাহিত্যের বিভিন্ন দিক জানতে চান। আমি যতটুকু জানি সাধ্যমতো তাদেরকে সেটা জানিয়ে দিই। এবং সত্যিকথা এই, আমার জানার পৃথিবীটা একেবারেই ছোটো।
অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, আমি শিশুদের জন্যে লেখা কোন্ কোন্ বই পড়ি? তাদের কি কি পড়া উচিত? ইত্যাদি। তাদেরকে পূর্ণাঙ্গ সঠিক উত্তরটা কখনোই বোধহয় দিতে পারিনি। এখন এখানে কিছুটা চেষ্টা করে দেখবো আশা করেছি। তবে এটাও যে পূর্ণাঙ্গ উত্তর না সেটা নিঃসন্দেহে বলতে পারি।
প্রথমেই জানিয়ে রাখছি, এখানে কেবল শিশু এবং কিশোরদের পড়ার উপযোগী কিছু বইয়ের নামই বলবো। এর বাইরে এমন কিছু ক্লাসিক ও বিখ্যাত বই আছে যেগুলো মূলত কিশোরদের নয়; তরুনদের উপযোগী। সেগুলো আপাতত আমি বলছি না। এছাড়াও বাংলাভাষায় অনূদিত শিশু কিশোরদের জন্যে কিছু বিখ্যাত বই আছে সেগুলোও এখানে বলবো না। এখানে কেবল বাংলাভাষায় লেখা কিছু মৌলিক বইয়ের কথাই জানাবো। আমার তালিকা থেকে আপনাদের পছন্দমতো কোনোটা বাদও দিতে পারেন। ইচ্ছে হলে নতুন কোনোটা যোগও করতে পারেন। আমি এখানে কেবল আমার পছন্দের বইগুলোই তুলে এনেছি। এটা আপনার পছন্দ নাও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমার পছন্দ নয় কিন্তু অন্যদের পছন্দ; এমন বইও এনেছি। বইয়ের তালিকা করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা নিয়েছি ‘বাংলা একাডেমি পুরস্কার তালিকা’ ও শিশু সাহিত্যিক মঈন মুরসালিন এর ‘শিশু সাহিত্যে যাদের অবদান’ বইটি থেকে। এ ছাড়াও উইকিপিডিয়া, বাংলা একাডেমি থেকে প্রকাশিত চরিতাভিধান ও শিশু সাহিত্যিক জুলফিকার শাহাদাৎ এর ‘শিশুতোষ ছড়া- কবিতার নানা প্রসঙ্গ’ বইটি থেকে সাহায্য নিয়েছি।
বাংলাদেশী লেখক; যাদের শিশু সাহিত্য বিষয়ক বইয়ের তালিকা করেছি তাদের অধিকাংশ লেখকই বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত। এখানে ছড়া কিংবা গল্প উপন্যাস কোনোটারই আলাদা তালিকা করা হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রয়োজনে আলাদা আলাদা তালিকা প্রস্তুত করা হবে। কিশোর কবিতার উপর; যদি আপনাদের আগ্রহ হয়; ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা রাখি। প্রয়োজনে বয়সভিত্তিক বইয়ের তালিকা করার পরিকল্পনা রাখছি। কাজটা শুরু করার আগে ভেবেছিলাম, শুধু শিশুদের উপযোগী বইয়ের তালিকা করবো কিন্তু পরে ভাবলাম; আচ্ছা শিশু কারা? বাংলাদেশের রাষ্ট্রীয় আইনমতে শিশু আর সাহিত্যের ভাষ্যমতে শিশুদের সঠিক ব্যাখ্যা আমার মাথায় মিলাতে পারিনি। সেটা মিলাতে যাওয়াটা আমার কাছে নৈতিকতা বিরুদ্ধ মনে হয়েছে। তাই সেই ঝামেলায় না গিয়ে শিশু এবং কিশোরদের পড়ার উপযোগী বইয়ের তালিকা একসাথেই রাখলাম। এখানে অনেক ভালো ভালো লেখকের শিশু কিশোর বইয়ের তালিকা ইচ্ছে থাকলেও দিতে পারিনি। আপনারা এক্ষেত্রে সহযোগিতা করে তালিকাটা এগিয়ে নিবেন আশাকরি।
প্রথমেই বাংলাদেশী লেখকদের উল্লেখযোগ্য কিছু শিশু-কিশোর উপযোগী বইয়ের তালিকা।
কাজী নজরুল ইসলাম
ঝিঙেফুল
বিখ্যাত ছড়া:
খুকি ও কাঠবিড়ালী
খোকার সাধ
লিচু চোর
প্রভাতী
প্যাঁচা
পিলে পটকা
খাদু দাদু
মটকু মাইতি
তালগাছ
ফররুখ আহমেদ
পাখির বাস (ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত)
নতুন লেখা
হরফের ছড়া
কিচ্ছা ও কাহিনি
মজার ছড়া
ছড়া ছবির দেশে
আলোকলতা
চাঁদের আসর
ছড়ার আসর
ফুলের জলসা
চিড়িয়াখানা
বন্দে আলী মিয়া
চোর জামাই
মেঘকুমারী
মৃগপরী
বোকা জামাই
কামাল আতার্তুক
ডাইনী বউ
রূপকথা
কুঁচবরণ কন্যা
ছোটদের নজরুল
শিয়াল পন্ডিতের পাঠশালা
বাঘের ঘরে ঘোগের বাসা।
পল্লী কবি জসীম উদ্দীন
হাঁসু
এক পয়সার বাঁশী
ধানক্ষেত
তার বিখ্যাত কবিতা: কবর। পড়ে দেখতে পারো।
আহসান হাবীব
জোছনা রাতের গল্প
ছুটির দিন দুপুরে
বিষ্টি পড়ে টাপুর টুপুর
রেলগাড়ি ঝমামমে
পাখিরা ফিরে আসে
রাণীখালের সাঁকো
ছোট মামা দি গ্রেট
হাজীবাবা
: বিখ্যাত ছড়া: মনারে মনা কোথায় যাস?
সুকুমার রায়
ছড়াঃ
আবোল তাবোল
হ-য-ব-র-ল
পাগলা দাসু
বহুরুপী
খাইখাই
এছাড়াও বাজারে সুকুমার রায়ের ছড়া সমগ্র পাওয়া যায় সেটাও সংগ্রহ করে নিতে পারো।
ড.আশরাফ সিদ্দিকী
রুপকথার রাজ্যে
বাণিজ্যেতে যাবো আমি
অসি বাজে ঝনঝন
ছড়ার মেলা
আমার দেশের রুপকাহিনী
সিংহের মামা ভোম্বল দাস
সুকুমার বড়–য়া
পাগলা ঘোড়া
ভিজে বেড়াল
চন্দনা রঞ্জনার ছড়া
এলোপাতাড়ি
নানা রঙের দিন
সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া
চিচিং ফাঁক
কিছু না কিছু
প্রিয় ছড়া শতক
বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া
ঠুস্ঠাস্
নদীর খেলা
ছড়া সমগ্র
ঠিক আছে ঠিক আছে
কোয়াল খাইয়ে
ছোটদের হাট
লেজ আবিষ্কার
শামসুর রাহমান
এলাটিং বেলাটিং
ধান ভানলে কুঁরো দেব
গোলাপ ফোটে খুকীর হাতে
স্মৃতির শহর
রংধনুর সাঁকো
লাল ফুলকির ছড়া
নয়নার জন্য
আমের কুঁড়ি জামের কুঁড়ি
নয়নার জন্য গোলাপ
হুমায়ুন আজাদ
আব্বুকে মনে পড়ে
বুকপকেটে জোনাকী পোকা
ফুলের গন্ধে ঘুম আসে না
বুক পকেটে জোনাকিপোকা
আমাদের শহরে একদল দেবদূত
লাল নীল দীপাবলী বা বাঙলা সাহিত্যের জীবনী
কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী
শওকত ওসমান
ওটেন সাহেবের বাংলো
মস্কুইটোফোন
ক্ষুদে সোশালিস্ট
পঞ্চসঙ্গী
সুফিয়া কামাল
ইতল বিতল
নওল কিশোরের দরবারে
: বিখ্যাত ছড়া: গোল করো না গোল করো না/ খোকন ঘুমায় খাটে।
মহাদেব সাহা
টাপুর টুপুর মেঘের দুপুর
ছবি আঁকা পাখির পাখা
আকাশে ওড়া মাটির ঘোড়া
সরষে ফুলের নদী
আকাশে সোনার থালা
মহাদেব সাহার কিশোর কবিতা (সংকলন)
রোকনুজ্জামান খান (দাদা ভাই)
হাটটিমা টিম (এই ছড়াগ্রন্থটির অন্যতম বৈশিষ্ট হলো, এতে একটাও যুক্তাক্ষর নেই। তাই যে বাচ্চাটি সবেমাত্র বর্ণমালা শিখেছে সেও অনায়াসে বইটি পড়ে ফেলতে পারে।
খোকন খোকন ডাকপাড়ি
: তার বিখ্যাত ছড়া: হাসতে নাকি জানে না কেউ/ কে বলেছে ভাই?
আলী ইমাম ( গোপন কথা: কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় লেখক কে? আমি বলি, আলী ইমাম!)
: শিশুসাহিত্য
দ্বীপের নাম মধুবুনিয়া (গল্প)
অপারেশন কাঁকনপুর (উপন্যাস)
তিরিমুখীর চৈতা (রহস্য উপন্যাস)
শাদা পরী (গল্প)
পাখিদের নিয়ে
জানতে হলে পাখ-পাখালি
জানতে হলে গাছ-গাছালি
প্রবাল দ্বীপের আতঙ্ক (উপন্যাস)
জাফলঙ্গের বিভীষিকা (উপন্যাস)
আলোর ফুল (গল্প)
পাখি দেখা (গল্প)
রক্তমাখা পুঁথি (উপন্যাস)
সবুজ বাড়ির কালো তিতির (গল্প)
আলোয় ভুবন ভরা
পাখির জগৎ
বাংলা নামে দেশ
পিশাচের ছায়
বাদাবনে লড়াই (উপন্যাস)
পাখির আর পাখি
আলোর পাখি
পাখির কাছে (গল্প)
ঝণ্টি পাহাড়ের চন্দন বাক্স
হিমছড়ির ভয়ঙ্কর
এখনও রহস্য
জ্ঞানের কথা
গল্পগুলো হাসির
কত যে রহস্য
চিলামুখীর বিলে
সনুমামার অভিযান
আরো রহস্য
শুধু রহস্য
দানব পাখির রহস্য
জাগলো জীবন নদীর তীরে।
: কিশোর উপন্যাস
নীল চোখের ছেলে
রক্তপিশাচ তিতিরোয়া
ভয়াল ভয়ঙ্কর
ভয়ঙ্করের হাতছানি
রক্তপিশাচ ইয়েতির চিৎকার
লড়াই
পিশাচের থাবা
রহস্যময়
বনকুসুমপুর রহস্য
হিমকুঁড়ির জঙ্গলে
দানব পাখির রহস্য
জাগলো জীবন নদীর তীরে
ঘাসের ডগায় হলুদ ফড়িঙ
অচল ছবি সচল হলো।
মুশাররাফ করিম
কোকাকাকা
লেবেনডিশ
ছক্কা মামার গালগল্প
বোগাস ভুত
গু ফর নাতিন
নীলগঞ্জের ভূত
টম সাহেবের অদ্ভুত বারি
নিঝুমপুরের পোড়োবাড়ি
চোরাগুহার রহস্য
ভয়ংকর ছেলেধরা
কিশোর উপন্যাসসমগ্র
আবদার রশীদ
হাসতে মানা
রঙদার
(কলকাতা পর্ব)
রবীন্দ্রনাথ ঠাকুর
ছবি ও গান
কড়ি ও কমল
শিশু
শিশু ভোলানাথ
খাপছড়া
ছড়া ও ছবি
সহজ পাঠ
বিখ্যাত ছড়াÑ
তালগাছ
বীর পুরুষ
আমাদের ছোটনদী
বৃষ্টিপড়ে টাপুর টুপুর
মাষ্টার বাবু
আতœত্রাণ
লুকোচুরি
বিখ্যাত গল্প
কাবুলীওয়ালা
ছুটি
ইচ্ছেপূরণ
তোতা কাহিনি
উপেন্দ্র কিশোর রায়
গুপি গাইন বাঘা বাইন
জোলা আর সাত ভূত
টুনটুনির বই
এছাড়াও বাজারে উপেন্দ্রকিশোরের ‘সেরা গল্প’ সংকলন পাওয়া যায়। সংগ্রেহে রাখতে পারো।
দক্ষিণারঞ্জন মিত্র
ঠাকুরমার ঝুলি
অবনীন্দ্রনাথ ঠাকুর
বুড়ো আংলা ( বাংলা সাহিত্যের সেরা বই বললেও বাড়িয়ে বলা হবে না আশাকরি। শিশু সাহিত্যিক আলী ইমাম ছোটবেলায় বইটি পড়েছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন! সৈয়দ শামসুল হক তার একটি কিশোর কবিতায় অবন ঠাকুরের কথা এনে বলেছেন, এসেছি বাঙালি জয়নুল আর অবনী ঠাকুর থেকে। আর আমি নকীবের জীবনের গতিপথ পাল্টে দিয়েছে বুড়ো আংলা নিঃসন্দেহে! )
শকুন্তলা ( শকুন্তলা গল্পটা আমার কাছে শিশুদের উপযোগী মনে হয়নি। দেখলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রও এটাকে শিশুদের অংশে জায়গা দিয়েছে!)
নালক
ক্ষীরের পুতুল
বিভূতিভূষণ
আম আঁটির ভেঁপু
চাঁদের পাহাড়
হেমেন্দ্রকুমার রায়
যকের ধন
আবার যকের ধন
সূর্যনগরীর গুপ্তধন
সোনার আনারস
রাত্রে যারা ভয় দেখায়
সন্ধ্যার পরে সাবধান
জয়ন্তেড় কীর্তি
মেঘদূতের মর্ত্যে আগমন
ডহমালয়ের ভয়ংকর
অসম্ভবের দেশে
আলো দিয়ে গেল যারা
যক্ষপতির রতœপুরী
অমাবস্যার রাত
সোনার পাহাড়ের যাত্রী
গহনরাতের ছায়া
পদচিহ্নের উপাখ্যান
ফিরোজা মুকুট রহস্য
নিশাচরী বিভীষিকা
প্রশান্তের আগ্নেয় দ্বীপ
হত্যা এবং তারপর
নীল পত্রের রক্তলেখা
অদৃশ্য মানুষ
অমৃতদ্বীপ
ছত্রপতির ূছোরা
নীল চোখের সঙ্কেত
ভূতের রাজা
মোহনপুরের শ্মশান
সুলু সাগরের ভূতুরে দেশ
রুনুটুনুর অ্যাডভেঞ্চার
দেড়শ খোকার কান্ড
ছোট্ট পমির অভিযান
সুনির্মল বসু
পড়তে পারো এই ছড়াটিঃ আকাশ আমায় শিক্ষা দিলো উদার হতে ভাইরে...
তোমাদের পড়ার মতো আরো কিছু বই
নূরনবী Ñ মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
ছেলেদের শাহনামাÑ ইব্রাহিম খাঁ
সিন্দাবাদ সওদাগরের গল্প Ñ মোহাম্মদ ওয়াজেদ আলী
হীরের ফুল} আরো বই বাড়বে। উইকিপিডিয়া দেখতে হবেÑ মোহাম্মদ মোদাবেবর
ওমর ফারুকÑ হাবীবুল্লাহ বাহার
কচিপাতাÑ আবুল কালাম শামসুদ্দীন} যাচাই করতে হবে
পাখির কাছে ফুলের কাছেÑ আল মাহমুদ( ছড়া)
একটি পাখি লেজঝোলাÑ আল মাহমুদ
সোনার কুঠারÑ নির্মলেন্দু গুণ
বাড়ির সঙ্গে আড়িÑ সুজন বড়–য়া ( পুরস্কারপ্রাপ্ত কিশোর কবিতার বই)
সবুজ গম্বুজের ছায়াÑ শরীফ মুহাম্মাদ
রৌদ্রময় ভূখ-Ñ আব্দুল আজিজ আল আমান
দিলুর গল্পÑ রাহাত খান
দিপু নাম্বার টুÑ জাফর ইকবাল
দস্যি ক’জনÑ জাফর ইকবাল
আলোর সিতারাÑ মসউদ উশ শহীদ
লেবুমামার সপ্তকা-Ñ মুহাম্মদ নাসির আলী
সাতটি তারার ঝিকিমিকিÑ জাহানারা ইমাম
বিদায় দে মা ঘুরে আসিÑ জাহানারা ইমাম
গলির ধারের ছেলেটিÑ আশরাফ সিদ্দিকী
আরো আছেÑ সুকুমার বড়–য়া
মুক্তিযুদ্ধে হে কিশোরÑ কাইজার চৌধুরী
টেনিদা সমগ্রÑ নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঃ
ইনশাল্লাহ তালিকাটা আরও সমৃদ্ধ হবে আশা রেখে শেষ করছি।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৫
নকীব মাহমুদ বলেছেন: ইনশাল্লাহ একদিন না একদিন শিশু সাহিত্যে জোয়ার সৃষ্টি হবে! তবে সে জন্যে যারা শিশু সাহিত্য ভালোবাসে তাদের আরো বেশী কাজ করে যাওয়া উচিত! ধন্যবাদ ভাই!!
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
ভ্রমরের ডানা বলেছেন: খুবই সুন্দর লেখেছেন। আফসোস লেখাটিতে কোন মন্তব্য না দেখে!
শিশুদের জন্য ব্লগে কাউকে লেখতে দেখিনা। আপনি লেখেছেন দেখে খুব ভাল লাগছে!