নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না, কোলাহল করি' সারা দিনমান কারও ধ্যান ভাঙিব না ............................নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ।। ___ কাজী নজরুল ইসলাম

নিশীতা

জীবন খুব ছোট, সেই ছোট জীবনকে বয়ে নেয়া অনেক কঠিন। একটা মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে লড়াই করে বেঁচে থাকতে হয়। এই জীবন যুদ্ধে কেউ জয়ী হয়, কেউবা হেরে যায়।

নিশীতা › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট কাব্য

১৮ ই জুন, ২০১২ রাত ৯:৩২

[১]

কবিতা লিখতে গিয়ে হয় ছাইপাশ

ট্যাগ পাব মন্দ লেখার দাস;

শব্দের খেলায় হেরে গেলাম

কবি আমি নাই বা হলাম।





[২]

সামনে থাকলে বুঝবে না কোন কিছুর মূল্য

হারিয়ে গেলে কারও সাথে করবে না তুল্য;

আমি যে জন্মেছি পরার্থে

সুযোগ পেয়েও চলিনি আপন স্বার্থে।





[৩]

টিকেট কেটে আনব আমি

ছুটি দিবেন আমায় অর্ন্তযামী;

হয়ত পাব সিট স্বর্গীয় মহলে

নয়তো পথ ভুলে যাব নরকীয় জঙ্গলে।





[৪]

স্বপ্নের দেশে তোমায় দেখি

ইচ্ছে করে তোমাকে নিয়ে কিছু লেখি।

পাবে যখন নতুন দিনের আলো

দেখবে তখন সব হয়ে যাবে ভালো।





[৫]

দুঃখ হোক সুখের বাতি

মুছে যাক অন্ধকার রাতি।

দুঃখকে যদি করা যায় আপন

তবেই পাওয়া যাবে সুখের জীবন।





[৬]

দাও এবার আমাকে বিদায়

আরেক জনমে করব তোমার মন আদায়;

যাব রেখে অসম্পূর্ণ স্মৃতি

হয়ত এভাবে হবে আমার ইতি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:৪১

জেমস বন্ড বলেছেন: পত্তুম পিলাচ +

:) ৬ নাম্বারটা ভাল লেগেছে

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

নিশীতা বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.