নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্ভেজাল অসাম্প্রদায়িক মন

ভূইফোঁড়

যা কিছু শুধুই বিশ্বাস করতে হয় তা অবিশ্বাস করি। সোজা বাঙলায় খাঁটি নাস্তিক।

ভূইফোঁড় › বিস্তারিত পোস্টঃ

একটি অর্ধনির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য পুনঃনির্মাণের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজ মানববন্ধন!

৩০ শে মার্চ, ২০১৪ রাত ২:২৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ তৎকালীন রাজনৈতিক অস্থিরতার কারণের (স্পষ্টভাবে বলতে গেলে ধর্মভিত্তিক এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজনীতির কোপে পড়ে) মাঝপথে থেমে যায় এবং আক্ষরিক অর্থেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এর নির্মাণ কাজ বন্ধ করে দেয় বা করতে বাধ্য হয়।



তবে প্রগতিশীল ছাত্র-শিক্ষক মন্ডলি বিষয়টি কোনসময়ই ভাল চোখে দেখেননি এবং হয়তো বাধ্য হয়েই তাঁরা একটি সুযোগের (!) অপেক্ষায় নিশ্চল হয়ে থাকেন!



সুযোগের বিষয়টি স্পষ্ট করে বললে বিষয়টি আসলে এই- বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রগতিশীল ধ্যান ধারণার মানুষদের অধিকাংশের রাজনৈতিক আশ্রয়স্থল আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তখন এই বিষয়ে সোচ্চার হওয়া যাবে... অন্যথায় কী হতে পারে বা হবে তা অতি অল্প শ্রমেই অনুমেয়!!



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মন্ডলি আবারও সোচ্চার হয়েছেন এই 'মাঝপথে থেমে যাওয়া ভাস্কর্যের' নির্মাণ কাজ সম্পন্ন করতে। এর জন্য তাঁরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন,



এরই ধারাবাহিকতায় আজ (৩০ মার্চ '১৪ রবিবার) বেলা ১২ টায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং আশা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধনে অংশ গ্রহণ করবেন এবং এটি হবে বিশ্ববিদ্যালয়ের স্মরণাতীতকালের সর্ববৃহৎ মানববন্ধন!



মানববন্ধনে সবাইকে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।

ধন্যবাদ!



মূললেখাঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৩

পানকৌড়ি বলেছেন: ভাস্কর্যের ছবি ও থিমটা সংযোগ করলে পক্ষে বিপক্ষে মন্তব্য করা যেত । মুর্তি টাইপের ভাস্কর্য হলে আমি এর বিপক্ষে । আমাদের জাতীয় স্মৃতিসৌধেই তো মুর্তি নেই, সেহেতু মুর্তি সহকারে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের বিপক্ষে আমি ।

২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪২

ঢাকাবাসী বলেছেন: ঐসব ধুয়ে পানি খেতে হপে, ভাথ খাওনের কাম নাই, পড়া লেখার কাম নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.