নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের জন্য

শেষ বিকেলের আলো...........

নকি৬৯

ভালো আছি ভালো থেকো...।

নকি৬৯ › বিস্তারিত পোস্টঃ

প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাদ, ঘুস খাওয়া অপরাদ নয়...........

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬



আমার বিষয়ের সাথে আমার খুব প্রিয় শিল্পীর গানের কোন মিল আছে কিনা জানিনা, তারপর লিখলাম আরাকি। আমি ব্লগে খুব একটা লিখিনা কিন্তু একজন নিয়মিত পাঠক।কয়েকদিন ধরে ব্লগ ও পত্রিকায় আশরাফুলের ম্যাচ ফিক্সিং নিয়ে লিখা পড়ে চিন্তা করলাম আমরও কিছু মত প্রকাশ করা উচিত। আমি বুঝতেছি না এই বিষয় টা নিয়ে এই দেশে এত আলেচনার কি আছে, যেই দেশের একটা দিনের পত্রিকা পাওয়া যাবে না যেখানে ঘুস, দুর্নীতির খবর নাই। কি করছে আশরাফুল ? ১০ লক্ষ টাকা নিয়ে ম্যাচ ছেড়ে দিছে ??????

কিন্তু এর চেয়ে অনেক বড় বড় অপরাদ এই দেশে প্রতিনিয়ত হয। শেয়ার বাজার, কালো বিড়াল, পদ্মা সেতু, রানা প্লাজা - - - - - - - - - - - - - - - - অসখ্য ইস্যু যার কোন শেষ নাই। এই সব অপরাধের কোন স্বীকারোক্তি নাই তারপর ও তারা আমাদের নেতা এবং আইডল মনে করে সারাক্ষন তাদের পিছনে ছুটি। এই দেশে অপরাধ যেখানে সাধারন বিষয় সেখানে স্রোতের বিপরীতে গিয়ে একজন বলল হ্যা আমি অন্যায় করেছি এবং তার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি সে একজন বীর এবং কেউ না থাকুক আমি অন্তত তার পাশে আছি থাকব..

মানুষ মাত্রই ভুল করে। সেই ভুল থেকে শিক্ষা গ্রহনই বড় কথা। আমার বিশ্বাস আশরাফুল তার কৃত ভুল থেকে শিক্ষা গ্রহন করে আবার আমাদের মাঝে ফিরে আসবে।

আমি তার অন্যায় ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য শুভ কামনা জানাচ্ছি। ভাল থাকবেন সবাই মহান আল্লাহ সবার সহায় হন।











মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৫

রাকীব হাসান বলেছেন: আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি ।
সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য
হয়ে ম্যাচ ফিক্সিং করেছে ।
...

আশরাফুল সেদিন
ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর'স এর
ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন
আশরাফুলের ফর্মও খারাপ ছিলো আর এই সুযোগটাই
নিলো ডিজি টিমের ম্যানেজার ।
আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা ।
কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্দে কোন
ব্যবস্থা নেয়া হয়নি । যে ছেলে ১০ কোটি টাকার
মতো অফার পাওয়ার পরও
আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ
টাকার জন্য ফিক্সিং করতে পারেনা । এটা আমার
জীবন থাকতে বিশ্বাস করবনা আমি ।

শিরোনামটা নচিকেতা'র একটি গানের কলি,,

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

নকি৬৯ বলেছেন: ধন্যবাদ ভাই, সবার বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত।

২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯

খেয়া ঘাট বলেছেন: এই দেশে অপরাধ যেখানে সাধারন বিষয় সেখানে স্রোতের বিপরীতে গিয়ে একজন বলল হ্যা আমি অন্যায় করেছি এবং তার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি সে একজন বীর এবং কেউ না থাকুক আমি অন্তত তার পাশে আছি থাকব..

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫০

নকি৬৯ বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ‌'' ‌খেলার মাঠে আশরাফুল যখন সেজদা দিতো, তখনই ভাবতাম ছেলেটা একদিন পাকিস্থানিদের মতো জোচ্চুরি করে ধরা পড়বে।''

ফেসবুকে এক ব্যক্তির স্ট্যাটাস কপিপেস্ট মারলাম।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

নকি৬৯ বলেছেন: গু খাই সব মাছেই কিন্তু নাম পরে রাঘা মাছের।

৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮

আশিক মাসুম বলেছেন: মহান আল্লাহ সবার সহায় হন আমীন।

৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বাঘা মাছ গুলোর মাধ্যমেই অন্তত আমরা জানতে পারি ‘গু’ খাওয়া কোনো ভালো কম্মো নয়। তাই বাঘা মাছকে শায়েস্তা করলেও কিছুটা উপকার।

৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

ধরণীর অতিথি বলেছেন: @porajito, odhikangsho murkhorai manusheke khoma korte shikheni, r tumi tader dole...@lekhok vai ami apnar dole...onek shuvo kamona roilo

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

নকি৬৯ বলেছেন: ধন্যবাদ

৭| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

নিরব বাংলাদেশী বলেছেন: আমাদের আইডল হওয়া উচিত ইমরান সরকার, আশরাফুল না
Click This Link

৮| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

ভিটামিন সি বলেছেন: কবিতায় আর কি লিখব, যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।
তেমনি এই ব্লগে আর কি লিখব; আমি তো প্রথম আলোর সংবাদেই কমেন্ট করেছি আহসান (ভালোবাসায় ঠাডা পড়ছে-ছবি) নামে। সবচেয়ে বড় কমেন্টটাই আমার সেখানে।

৯| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫

খাটাস বলেছেন: স্রোতের বিপরীতে গিয়ে একজন বলল হ্যা আমি অন্যায় করেছি এবং তার জন্য আমি অনুতপ্ত। সে যদি লোক দেখানো ভান ও করে, তবু ও আমি মনে করি সে একজন বীর, নিজের ভুল সবার সামনে স্বীকারের সৎ সাহস তো আছে অন্তত, যা অবশ্যই দৃষ্টান্ত। কেউ না থাকুক আমি অন্তত তার পাশে আছি থাকব। তবে শাস্তি পেতেই হবে, এটাই নিয়ম। কিন্তু তা যুক্তি যুক্ত কারন দেখিয়ে লঘু করা উচিত বলে মনে করি, কারণ বিসসের কাছে ও আমাদের সম্মান রাখতে হবে।

০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

নকি৬৯ বলেছেন: সহমত

১০| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯

শাহরুজ বলেছেন: এই দেশে অপরাধ যেখানে সাধারন বিষয় সেখানে স্রোতের বিপরীতে গিয়ে একজন বলল হ্যা আমি অন্যায় করেছি এবং তার জন্য আমি অনুতপ্ত। আমি মনে করি সে একজন বীর এবং কেউ না থাকুক আমি অন্তত তার পাশে আছি থাকব.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.