![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দোকানে মাসে ৫০০ পৃষ্টা কালার প্রিন্ট হয় এবং ১০০ পৃষ্টা ছবি প্রিন্ট হয় । আমি আগে এফসন ME-10 ব্যবহার করতাম। এটা কালি রিফিল করার জন্য পুশ করতে হত। মাত্র ৩ মাস ব্যবহার করার পর এটি নষ্ট হয়ে যায়। এখন নতুন প্রিন্টার ক্রয় করার জন্য অভিজ্ঞতাদের মতামত চাইছি।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
নকি৬৯ বলেছেন: ইপসন প্রিন্টার ঝামেলা করে। | user friendly না
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ইপসন প্রিন্টার ঝামেলা বেশি করে। আমি আগে ক্যানন ৩৬৮০ মডেলের প্রিন্টার ব্যবহার করতাম। এটা বর্তমানে মার্কেটে নেই। তার বদলে আরেকটি নতুন এসেছে, মডেলের নাম মনে নেই। ক্যাননের শো-রুমে গিয়ে দেখতে পারেন।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
নকি৬৯ বলেছেন: আপনি বর্তমানে কোনটা ব্যবহার করেন
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
সেতু আমিন বলেছেন: canon ip 2772 মন্দের ভালো, ড্রাম ব্যবহার করি। কালার লেজার সম্পর্কে খোজ নিতে পারেন।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
জনাব মাহাবুব বলেছেন: EPSONSTYLUS PHOTO R230 মডেল প্রিন্টারটি, প্রিন্টারের জগতে রাজা।
ইপসনের এই প্রিন্টারটি কালার প্রিণ্ট এবং ছবির জন্য অসাধারণ।
বর্তমানে এই মডেলটি মার্কেটের পাওয়া যাচ্ছে না বলে জনশ্রুতি রয়েছে।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
নাহিদ তামিম বলেছেন: কালার লেজার এর ব্যাপারে খোজ নিয়ে দেখতে পারেন
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
কালীদাস বলেছেন: নীলক্ষেতে ক্যাননের কয়েকটা মডেল ব্যাপক ইউজ হয়। ওরা এক্সটার্নাল কালির ড্রাম বসিয়ে ইউজ করে, খরচও কম পড়ে। বাইদ্যাওয়ে, ছবি প্রিন্ট করার জন্য রিফিল করার পর থেকে আর কোয়ালিটি খুব ভাল থাকেনা, কাজ চলে আরকি!!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০
নকি৬৯ বলেছেন: আমারটাও রিফিল করার পর কোয়ালিটি নষ্ট হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
মদন বলেছেন: নিশ্চিত নই, কিন্তু অনেক ব্যবসায়িক প্রতিস্ঠানে দেখি ইপসন এর একটি প্রিন্টার ইউজ করতে যার কালির ড্রাম বাইরে থেকে পাইপের মাধ্যমে হেড এ কালি পাঠায়। প্রিণ্ট খরচ নাকি অনেক কম।