![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার কোন রসদ এই লেখার মধ্যে আছে কিনা তা আমি জানিনা বা লেখাটিতে কবিতার ব্যাকরন মানা হয়েছে কিনা তাও আমি জানিনা, তারপরও এটা একটা কবিতা, আমার বন্ধুর লেখা কবিতা...
ধন্যবাদ বন্ধু মাখসুদ
এলোমেলো চৈতন্য শুধু তোমারই জন্য অথবা সহজ ভাষার পথটা রইল শুধু তোমারই জন্য অথবা এটা কোন লেখা না একটা নিরব শব্দের বাতাস।
শুধু তোমারই জন্য একবার ভালোবেসে শতবার হাবুডুবু খেয়েছি-
শতবার তোমায় ভালোবেসে একবার ভালোবাসতেই আমি মরেছি শুধু তোমারই জন্য...
বারবার জানালায় মুখ নিয়ে আমার এই দীর্ঘ নিশ্বাস শুধু তোমারই জন্য-
শতবার বারান্দায় দাড়িয়ে বাতাসের সাথে বোবা কান্না কেন তোমায় ভালোবেসেছি,
কেন বিধি এমন কান্না দিল আমায় শুধু তোমারই জন্য...
সময়ের রাত দিন গেছে অনেক কিছুর সাথে তোমায় ভেবে ভেবে-
আমার এই সময়ের বেকে বসা আলো হারিয়েছি শুধু তোমারই জন্য...
শীতল বাতাস তপ্ত রোদ সবুজ ঘাস আর বেকে যাওয়া নদীর বয়ে যাওয়া স্রোত-
সব কিছু ভুলে ভালোবেসেছি শুধু তোমারই জন্য...
যানবাহনের কালো ধোয়া, অর্থের জন্য কষ্টের ঘাম, বাবা মায়ের দুই চোখ, বোনের রোদের আলোয় ভুবন ঘেরা স্বপ্ন সবকিছু দেখে তোমায় ভালোবাসতে চাইনি-
তবু কেন জানি ভালোবেসে ফেলেছি শুধু তোমারই জন্য...
কষ্টের তেতো স্বাদে আর বৃষ্টিতে ভেজা শার্টে অনেক বার নিজের সাথে ভেবে ভেবে রেগে অথবা নিরবে শতবার বলেছি তোমায় মনে করবো না-
হঠাৎ করে দেখি বদ্ধ ঘরে অথবা ছুটে চলা পথে নয়তোবা নিরব দীর্ঘ নিশ্বাসে মনে পড়ে যায় আর নিজেকে নিজে প্রশ্ন করে-
সে কে আমায় মনে পড়িয়ে দেয় শুধু তোমারই জন্য...
অনেক পথ, অনেক শব্দ, অনেক পথিক, অনেক চিৎকার, অনেক হাহাকার, অনেক চাপা নিশ্বাস অনেক বিবেক বজ্রপাত, অনেক ভয় সবাই বলতে চায় শুধু তোমারই জন্য-
আমি বলি এরপরও আরেকটা গোপন শব্দ বারবার উত্তর দিয়ে যায় -শুধু তোমারই সুখের জন্য...
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫
নকি৬৯ বলেছেন: ধন্যবাদ ভাই...
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দরতো। আপনি বন্ধুভাগ্যে ভাগ্যবান।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২০
নকি৬৯ বলেছেন: ঠিক বলেছেন। কতোগুলা বন্ধু পাইছিরে ভাই......।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৩
বেলা শেষে বলেছেন: অনেক পথ, অনেক শব্দ, অনেক পথিক, অনেক চিৎকার, অনেক হাহাকার, অনেক চাপা নিশ্বাস অনেক বিবেক বজ্রপাত, অনেক ভয় সবাই বলতে চায় শুধু তোমারই জন্য-
....good writing with sensible Feelings.
write please more & more....