![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন আমায় তুমি খুঁজবে
সেইদিন ওগো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে........
এখন তোমার আর আমাকে নেই কোন প্রয়োজন
চারদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন,
ফেলে আসা দিন গুলো কাঁটা হয়ে প্রাণে বিঁধবে..........।
আমার ভালোবাসা বুঝবে........
তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে
যৌবন যদি গো চলে যায় কোনদিন
সে কি আর ফিরে আসে..........
মরনেরই পরপারে যদি গো কখনো দেখা হয়
সেই দিন বুজিবে প্রিয়
জুড়ে আছো মোর এ হৃদয়.........
আঁখিজল তবু চোখে
ঝরঝর অবিরাম ঝরবে
আমার ভালোবাসা বুঝবে........
©somewhere in net ltd.