নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ

জলের অহং

নম্রতা

ফোঁটা ফোঁটা জলে সবুজ হবে না জেনেও খরা রোদে তবু দাড়িয়ে থাকে কেউ !

নম্রতা › বিস্তারিত পোস্টঃ

চিঠি: ক্ষয়িষ্ণু কাফলিন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

'
'
'
'
ছাদে লেখা আছে রেশমের ঝড়।শেওলাপাড়, উপচে পড়া দুপুরের দাগ ।
ভেঙে ভেঙে নামে পুকুরের কারুকাজ।
আজ বিহ্ববল। আহা পায়রার জান, সিড়িঘরেই কবজা এখন !
এই তিথিতে তোমারও যে উদাস মন !
কাফলিন শোনো, তার নেই ক্ষয় । কণাবৃষ্টির রণকৌশল বুঝে নিতে আমিও কি মেঘ হবো ?
ঘূর্ণিভেদে তোমার কাছেই যে জল, বেপরোয়া বেদনার ঘোর।
জলের কন্ঠনালী চেপে ধরলে , আজ নিশ্চিত বলে দেবে ঘুর্নিঝড়ের নাম। বিহ্ববল।
এটাই কী তবে শুভনাম। নিয়তির খেল, মেঘলা দিনের অপার ছায়ায় এই আমদের ঘর !

যতসামান্য সুতো পেলে শাড়িকেও না বলবো, যদি তুমি দাও।

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: বোধকরি এটাই প্রথম আপনার কোন লেখা পড়লাম। কবিতার শিরোনামটা ভালো লেগেছে, যদিও কাফলিন শব্দটার অর্থ স্পষ্ট নয় আমার কাছে। তবে অল্প কথায় ব্যক্ত হলেও কবিতার আবেগ ও অন্তর্নিহিত ভাব অত্যন্ত গুরুভার এবং শক্তিশালী। কিছু কিছু শব্দগুচ্ছ কবিতায় অসাধারণ চিত্রকল্প এঁকে দিয়েছে, যেমনঃ
উপচে পড়া দুপুরের দাগ ।
ভেঙে ভেঙে নামে পুকুরের কারুকাজ।

অসাধারণ এই কবিতায় প্রথম প্লাস + + দিয়ে গেলাম।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

নম্রতা বলেছেন: cuff·link : a device for fastening together the sides of a shirt cuff, often decorative.
বাংলায় বলতে গিয়ে কাফলিন বা কাফলিন্ক দুটোই প্রচলন আছে ! দধ্যবাদ পড়ার জন্যে :) চিঠিটা , কবিতা নয় চিঠি !

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সকালের পড়া সবথেকে ভালো লেখা এটা। দারুণ। +

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

নম্রতা বলেছেন: তাই কি দিশেহারা ! :)

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: আমিও সেরকমটিই আন্দাজ করেছিলাম, কথাটি হয়তো কাফ-লিঙ্ক হবে। তবে কাফ-লিঙ্ককে যে কাফলিনও বলা হয়ে থাকে, সেকথাটি আমার জানা ছিলনা। ব্যাখ্যার জন্য ধন্যবাদ।
চিঠিটাই একটা অনিন্দ্যসুন্দর কবিতা হয়েছে, না অন্তরের কবিতা চিঠি আকারে প্রকাশ পেয়েছে, সে ঘোর রয়েই গেলো!

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: হু।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: স্মৃতি এবং সম্পর্ক। ঝড় এবং স্থৈর্য। মেঘের রোজনামচায় অনুদিত কামনা, হঠাৎ ঝরে পড়ে বৃষ্টি নয় এসিড হইয়ে। চিলেকোঠায় গচ্ছিত আছে এসব সুপ্রাচীন প্যারাডক্স। আমি দেখতে গেলে পিচ্ছিল রেলিং থেকে পা হড়কে নেমে যাবো অনেক নিচে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

নম্রতা বলেছেন: হামা , রেলিং এর আত্মকথন শুনতে ইচ্ছে হচ্ছে খুব ! :)

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

জনৈক অচম ভুত বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

নম্রতা বলেছেন: ধন্যবাদ ভুত ভুতুড়ে !

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

অদৃশ্য বলেছেন:




আমার কাছে টোন দারুন লেগেছে, আপনার অন্যান্য লিখার মতোই...

কবির জন্য
শুভকামনা...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

নম্রতা বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ! ভাল লাগলো আপনাদের দেখে !

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

নেক্সাস বলেছেন: শেওলাপাড়, উপচে পড়া দুপুরের দাগ ।
ভেঙে ভেঙে নামে পুকুরের কারুকাজ।


দৃশ্যকল্পগুলো খুব ভাল লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

নম্রতা বলেছেন: ধন্যবাদ নেক্সাস ! :)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

আহমেদ জী এস বলেছেন: নম্রতা ,



চমৎকার লেখা । ছোট লেখার ভেতরে আটোসাটো বিহ্ববলতার দোলাচল ।

যতসামান্য সুতো পেলে শাড়িকেও না বলবো, যদি তুমি দাও। গভীর এক আস্থা আর নম্র বিশ্বাসে ডগমগ একটি লাইন ।

শুভেচ্ছান্তে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

নম্রতা বলেছেন: আপনার ভাবনাটুকুও সুন্দর ! :)

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

পুলহ বলেছেন: উপরে অনেকের মত আমিও বলি- কিছু কিছু উপমা/ চিত্রকল্প অসাধারণ। 'পুকুরের কারুকাজ'- শব্দগুচ্ছ পড়ার পর মাথার ভেতর 'রিপলিং এফেক্ট' এর মত হয়..
কিছুটা দুর্বোধ্য হলেও আপনার চিঠি পড়তে ভালো লেগেছে, নম্রতা। শুভকামনা জানবেন !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

নম্রতা বলেছেন: রিপলিং এফেক্ট' ! বাহ ! :) ভবাচ্ছে কথাটা ! ধন্যবাদ।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

আকবর হাসান বলেছেন: অসাধারণ কাব্য! খ্যাতির অগোচরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ভালো থাকুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

নম্রতা বলেছেন: আপনিও ভাল থাকুন হাসান ! শুভ ব্লগিং !

১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

আজাদী আকাশ বলেছেন: যতসামান্য সুতো পেলে শাড়িকেও না বলবো, যদি তুমি দাও। অসাধারণ!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৫

নম্রতা বলেছেন: ধন্যবাদ আজাদী।

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন লেখেন না যে?

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

নম্রতা বলেছেন: উৎসাহ দিলেন, আবার লিখবো ! :) ধন্যবাদ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: নম্রতামনি
লেখাটা পড়ে আমার ছোটবেলায় দেখা শেওলাপড়া ছাদ আর পুকুরের জলে ছোট ছোট ঢেউ এর নক্সাগুলোই মনে পড়ে গেলো!!!!!

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

নম্রতা বলেছেন: তাই ! তুমি কেমন আছো বান্ধবী ?

১৮| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

১৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

স্ব বর্ন বলেছেন: চিঠির প্রেমে পড়ে গেলাম ...খুব সুন্দর লেখনী।সুন্দর লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনিও সময় পেলে আমার ব্লগ ঘুরে আসুন আমি ব্লগে নতুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.