![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?
শ্রীলঙ্কার এক কিশোরি কাজের মেয়ের শিরোশ্ছেদ করেছে সৌদি সরকার। ২০০৫ সালে ওই কিশোরি চার মাসের একটি শিশুকে হত্যা করেছিল বলে অভিযোগ আনা হয়েছে।
তবে কিশোরি রিজানা নাফিক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিল। তার সমর্থক ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, ওই হত্যাকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন রিজানার বয়স ছিল ১৭ বছর। সে কারণে তার শিরোশ্ছেদের ঘটনা আন্তর্জাতিক শিশু অধিকারের লংঘন।
এদিকে, রিজানার শিরোশ্ছেদের ঘটনায় শোক প্রকাশ করার জন্য শ্রীলঙ্কার জাতীয় সংসদ আজ (বুধবার) এক মিনিট নীরবতা পালন করেছে। দেশটির জনশক্তি রপ্তানি বিষয়ক মন্ত্রী রঞ্জন রামানায়েকে সৌদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেছেন, রিয়াদ কখনো ইউরোপ কিংবা আমেরিকার কোনো নাগরিককে শিরোশ্ছেদ করতে পারে না; এ ধরনের শাস্তি শুধু এশিয়া এবং আফ্রিকার নাগরিকদের দেয়া হয়।
নাফিকের মা-বাবা সৌদি রাজার কাছে ক্ষমার আবেদন করেছিলেন কিন্তু তা গ্রহণ করা হয়নি। এ ছাড়া, নাফিক পর্যাপ্ত মাত্রায় আইনজীবীর সহায়তাও পায়নি বলে অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছে। এ বিষয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।#
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই অমানবিক
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
শিপন মোল্লা বলেছেন: এটাই ঠিক আছে আইনের শাসন বলবত আছে।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
একুশে২১ বলেছেন: রিয়াদ কখনো ইউরোপ কিংবা আমেরিকার কোনো নাগরিককে শিরোশ্ছেদ করতে পারে না; এ ধরনের শাস্তি শুধু এশিয়া এবং আফ্রিকার নাগরিকদের দেয়া হয়।
একদম ঠিক বলেছে।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
লোপা এসহক বলেছেন:
বর্বর সৌদিরা কখনো ইউরোপ কিংবা আমেরিকার এমকি ভারত বা চীনের কোনো নাগরিককে শিরোশ্ছেদ করতে পারে না;
এ ধরনের শাস্তি শুধু এশিয়ার কয়েকটি গরিব দেশের জন্যই।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই অমানবিক