![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে শ্রমবাজারে এসে প্রত্যাশিত কর্ম না পেয়ে বিপদগামী হয়ে পড়ে। অনেকেই আতè সম্মানবোধের বেড়া জালে আকড়ে পড়েন। সমাজের বাস্তব অবস্থার সাথে নিজেকে এডজাস্ট করতে না পেরে অজুহাতের দোহাই দিয়ে এড়িয়ে চলেন। নিজের যোগ্যতা, ক্ষমতা, সাহস এবং শক্তির মূল্যায়ন না করে, অবশেষে অভিষপ্ত বেকারত্বের সাথে চলে জীবন সংসার। দেশের কোটি বেকারের ঘুম হয়তো আমি ভাঙ্গতে পারবোনা। কিন্তু আমি বিশ্বাস করি, শুরু করার। আর তাই শুরু করলাম। আসুন, বন্ধু শুরু করি। একটি জীবন, আর এই জীবনের প্রতিটি সময় একান্তই আপনার। সিংহের মত বাঁচুন। শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল (টিপু সুলতান)। আমাদের হাতে সময় কম। এখন সময় উদ্যোগ নেয়ার। এখন সময় পরিবর্তন করার। এই পরির্বতন একটি পরিবারের, সমাজের, সর্বোপরি একটি রাষ্ট্রের। আমরা বিশ্বাস করি- একটি স্বপ্নের, একটি উদ্যেগের, আর উদ্যোগ নিয়ে স্বপ্ন বাস্তবায়নের। শুধু দৃষ্টিভঙ্গি বদলিয়ে, মোটিভেশন বা প্রেষনা নিয়ে, হাজার হাজার পরিকল্পনা আর উদ্যোগ হাতে রেখে ঘরে বসে থাকলে কাজের কাজ কিছুই হবেনা। তাই সময় হয়েছে শুরু করার। প্রিয় বন্ধু, সময় নষ্ট না করে আসুন শুরু করি
উদ্যোগ এবং পরিবর্তন
নুর হোসাইন ইমরান
©somewhere in net ltd.