নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের তথ্যকল্যাণী প্রকল্প ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছে৷ অন্যদিকে, প্রতিযোগিতার সেরা ব্লগ বিভাগে পুরস্কার জয় করেছেন চীনের বিশিষ্ট ব্লগার লি চেনপেং৷
২০১৩ সালে ডয়চে ভেলে আয়োজিত গ্লোবাল মিডিয়া ফোরামের বিষয় হলো ‘বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ’৷ ১৭ থেকে ১৯শে জুন বন শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ বব্স প্রতিযোগিতায়ও বিষয়টিকে আলাদা বিভাগের মর্যাদা দেওয়া হয়েছে৷ বাংলাদেশের তথ্যকল্যাণী নামের একটি সামাজিক প্রকল্প এবার এই বিভাগে পুরস্কার জয় করেছে৷
তথ্যকল্যাণী একজন নারী এবং মূলত তথ্যসেবা প্রদান করেন তিনি৷ একজন তথ্যকল্যাণী উপযুক্ত প্রশিক্ষণের পর তাঁর নিজের এলাকায় কাজ করেন৷ তাঁর বাহন হিসেবে থাকে একটি বাইসাইকেল আর তথ্য সুবিধা প্রদানের জন্য ল্যাপটপ এবং বিভিন্ন ছোটখাট চিকিৎসা উপকরণ৷ বেসরকারি উন্নয়ন সংস্থা ডি.নেট-এর নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, ‘‘বর্তমানে ৭৯ জন তথ্যকল্যাণী বাংলাদেশের ৭টি অঞ্চলে কর্মরত আছেন৷ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো ২৫০ জন তথ্যকল্যাণীকে নির্বাচন করে মাঠে নামানোর কাজ প্রক্রিয়াধীন আছে৷’’
গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত জুরিমণ্ডলীর বৈঠকে বিপুল সমর্থন অর্জন করে তথ্যকল্যাণী প্রকল্পটি৷ জুরিমণ্ডলী মনে করেন, এটি একটি ‘‘বৈপ্লবিক প্রকল্প যার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের অতি দরিদ্র মানুষের নাগালে চলে আসছে৷’’
অন্যদিকে, চীনা লেখক ও সাংবাদিক লি চেনপেং দ্য বব্স-এর সেরা ব্লগ পুরস্কার জয় করেছেন৷ চীনের সেন্সরশিপ-বিরোধী আন্দোলনের প্রথম সারিতে তাঁর অবস্থান৷ ‘গোটা বিশ্ব জানে’ নামের বই লিখে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন তিনি৷ বইয়ের প্রচারের সময় মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল তাঁকে৷ প্রতিবাদে তিনি নিজের লেখা থেকে অংশবিশেষ পাঠের সময়ে পরে নিলেন একটি অক্সিজেন মুখোশ৷ ‘নীরব পাঠ’-এর সেই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল একটি টি-শার্ট, যাতে লেখা ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি’৷ চীনে সেই অক্সিজেন মুখোশ ও টি-শার্ট হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক৷ হাজার হাজার মানুষ বেছে নিয়েছেন সেই পথ৷
পুরস্কারের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে জুরিমণ্ডলীর সদস্য ও ব্লগার হু ইয়ং জানালেন, ‘‘লি চেনপেং তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন৷ সেন্সরশিপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি তাদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন৷’’
উল্লেখ্য, সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের ছয়টি মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ এবছর অন্য চারটি জুরি অ্যাওয়ার্ড জয়ী ব্লগ হচ্ছে সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে মরক্কোর তরুণ প্রজন্মের উদ্যোগ ‘৪৭৫’, সেরা উদ্ভাবন বিভাগে চীনের ‘ফ্রিওয়াইবো ডট কম’, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে পশ্চিম আফ্রিকার দেশ টোগো-র মানবাধিকার কর্মী ফাবি কুয়াসি এবং সবচেয়ে সৃজনশীল ও মৌলিক উদ্যোগ বিভাগে ইংরেজি ব্লগ ‘মি অ্যান্ড মাই শ্যাডো’৷ দ্য বব্স-এর ১৫ সদস্যের বিচারকমণ্ডলী বার্লিনে বৈঠকে সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করেছেন৷ প্রতিযোগিতায় বাংলা ভাষার পক্ষে বিচারক ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলম৷
পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের ভোটে সেরা উদ্ভাবন বিভাগে ইউজার প্রাইজ জয় করেছে শিক্ষক ডটকম প্রকল্প৷ সেরা বাংলা ব্লগ বিভাগে ইউজার প্রাইজ বিজয়ী শৈলী৷ ‘বাংলা: সেরা অনুসরণযোগ্য’ বিভাগে ইউজার বিজয়ী সাইফ সামির৷ চলতি বছর এই প্রতিযোগিতায় ভোট পড়েছে চুরানব্বই হাজারের বেশি৷
আগামী ১৭ থেকে ১৯ জুন জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে দ্য বব্স এর জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ দ্য বব্স প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://WWW.THEBOBS.COM/BENGALI
যোগাযোগ:
http://www.thebobs.com/bengali
dw.de/presse
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১২
উদাসী স্বপ্ন বলেছেন: কংগ্রাটস
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১৬
হায়দার সুমন বলেছেন: অভিনন্দন বিজয়ীদের। অভিনন্দন তথ্যকল্যানী
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১:১৬
হায়দার সুমন বলেছেন: অভিনন্দন বিজয়ীদের। অভিনন্দন তথ্যকল্যানী
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ২:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন: অভিনন্দন বিজয়ীদের।
৬| ০৮ ই মে, ২০১৩ ভোর ৫:০১
আরজু পনি বলেছেন:
অভিনন্দন রইল তাদের জন্যে।
৭| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:০০
শফিক১৯৪৮ বলেছেন: বাংলাদেশে আবার তথ্য পাওয়া যায় নাকি? যাহোক অভিনন্দন বিজয়ীদের।
৮| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪৪
অন্ধকারের রাজপুত্র বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল তথ্যকল্যানী-র জন্য !
৯| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:০৫
তুহিন সরকার বলেছেন: অভিনন্দন শুভেচ্ছা ও শুভকামনা রইল তথ্যকল্যাণী’র জন্য।
১০| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৯
s r jony বলেছেন: অভিনন্দন বিজয়ীদের
১১| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
অভিনন্দন ও শুভ কামনা রইল তথ্যকল্যানীদের জন্য।
সেরা অনুসরণযোগ্য (বাংলা) বিভাগে বিজয়ী ব্লগার সাইফ সামির এর জন্য রইল অভিনন্দন ও শুভ কামনা।
সেরা ব্লগ (বাংলা) বিভাগে বিজয়ী শৈলী'র জন্য রইল অভিনন্দন ও শুভ কামনা।
সেরা উদ্ভাবন বিভাগে বিজয়ী শিক্ষক ডটকম প্রকল্প এর জন্য অভিনন্দন ও শুভ কামনা এবং সাথে রাগীব হাসান ভাইয়ের জন্যও অভিনন্দন শুভ কামনা রইল।
১২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিনন্দন!
১৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন তথ্যকল্যানী ।
১৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১
মুশাসি বলেছেন: অভিনন্দন বিজয়ীদের
১৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৭
হৃদয় জিনিয়াস বলেছেন: পুরস্কার কাজের গতি ও স্পৃহা বাড়িয়ে দেয়। বিজয়ীদের অভিনন্দন, অভিনন্দন তথ্য কল্যানীদের ।
১৬| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:১২
এম ই জাভেদ বলেছেন: শৈলী কে জানা হল আজ। উষ্ণ অভিনন্দন ব্লগটিকে ।
১৭| ০৯ ই মে, ২০১৩ ভোর ৬:০০
একজন আরমান বলেছেন:
বিজয়ীদের অভিনন্দন।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০৯
†kL Av‡bvqvi বলেছেন: †kL Av‡bvqvi
১৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩
অরুদ্ধ সকাল বলেছেন:
অভিনন্দন
২০| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: সময়োপযোগী সুখবর
২১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৫২
হারানো ওয়াছিম বলেছেন: সম্মাদকের দৃষ্টি আকর্ষন করছি.............................’
আমি শুধু মন্তব্য করতে পারি বাট কোন নতুন পোষ্ট বা আমার হোম পেজ এ যেতে পারি না। আমাকে এই জন্ত্রনা থেকে উদ্ধার করা হোক।
২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
দুঃস্বপ্০০৭ বলেছেন: অভিনন্দন বিজয়ীদের ।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিন্দন বিজয়ীদের।
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক অনেক শুভকামনা , অভিনন্দন ......
২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
mukidahmad বলেছেন: hello
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সিটিজি৪বিডি বলেছেন: আমার কোন পোষ্ট প্রথম পাতায় আসছে না কেন?
২৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০০
নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: প্রিয় কর্তৃপক্ষ, আমার পি সি নষ্ট হওয়ায় মোবাইল নিলাম সামো তে লিখার জন্য, কিন্তু দুঃখে সাথে বলছি লেখা তো দূরের কথা কোন পোষ্ট ও করতে পারছি না মোবাইল থেকে।। যদি সাহায্য করতেন তবে ক্ষুদ্র প্রতিভা প্রকাশে সুযোগ পেতাম।।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৩ রাত ১:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: যে কোন পুরষ্কারই সম্মান পাওয়ার যোগ্য। তবে যখন মনে পরে যে প্রয়াত ইমন জুবায় কে কিছু জোচ্চরের জন্য অসততার জন্য সেরা ব্লগার হিসাবে বন্চিত করা হয়েছিল তখন তার প্রতি সম্মন টা কমে যায়।
আশা করি এবারের বিজয়ীরা সকলেই নিজের যোগ্যতা দিয়েই পুরষ্কার অর্জন করে নিয়েছে।