নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

০৫ ফেব্রয়ারি, ২০১৪ ডয়চে ভেলে: বাংলাসহ ১৪টি ভাষায় ‘দ্য বব্স’ প্রতিযোগিতা শুরু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০





প্রিয় ব্লগার,



ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’-এর দশম আয়োজন শুরু হয়েছে৷ প্রতিযোগিতায় বিশ্বের অন্য ১৩টি ভাষার সঙ্গে রয়েছে বাংলাও৷



২০০৪ সালে চালু হওয়া ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ডের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে মূলত সেসব ওয়েবসাইট বা অনলাইন প্রকল্পকে স্বীকৃতি দিচ্ছে, যারা বাক স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়৷



এই আয়োজন সম্পর্কে ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘দ্য বব্স’ আমাদের সেই সব সাহসী মানুষদের কথা স্মরণ করিয়ে দেয়, যাঁরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রীকরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান৷ আজ যখন বিশ্বের বহু দেশে গণতন্ত্র এবং স্বাধীন ও নিরপেক্ষ তথ্য পাবার অধিকার নিয়ে সংগ্রাম চলেছে, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’



ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে আগামী চার সপ্তাহ http://www.thebobs.com/bengali ঠিকানায় প্রতিযোগিতার জন্য তাঁদের মনোনয়ন জমা দিতে পারবেন৷ যে ১৪টি ভাষার ব্লগ, মাইক্রোব্লগ, ওয়েবসাইট, ফেসবুক পাতা, ইউটিউব চ্যানেল, পডকাস্ট বা অন্য কোনো অনলাইন প্রকল্প জমা দেয়া যাবে, সেগুলো হচ্ছে: আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়৷



আন্তর্জাতিক জুরিমণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনা এবং অনলাইন ভোটাভুটির ভিত্তিতে ‘দ্য বব্স’ বিজয়ীদের নির্বাচন করা হয়৷ ১৫ সদস্যের জুরিমণ্ডলী ভাষা-নিরপেক্ষ ছয়টি আন্তর্জাতিক বিভাগে, অর্থাৎ যেসব বিভাগে ১৪টি ভাষা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে, সেসব বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্বাচন করবেন৷ ভাষাভিত্তিক বিভাগগুলোতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারিত হবে অনলাইন ভোটের ভিত্তিতে৷



প্রসঙ্গত, বাংলা ভাষার পক্ষে এখন পর্যন্ত আলী মাহমেদের ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ এবং তথ্য কল্যাণী প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে৷ চলতি আসরে বাংলা ভাষার এক বা একাধিক ব্লগ বা প্রকল্পের সম্মানজনক এই অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক জুরিমণ্ডলীতে থাকা দৃক-এর প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম৷



জার্মানিতে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান



দ্য বব্স ২০১৪, অর্থাৎ চলতি আসরের ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীরা আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পাবেন৷ ৩০ জুন থেকে ২ জুলাই অবধি চলবে এই গ্লোবাল মিডিয়া ফোরাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের দু’হাজারের মতো প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে৷



উল্লেখ্য, ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতায় অন্যান্য ভাষার পার্টনারদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সামহয়্যার ইন ব্লগ৷



যোগাযোগ এবং লিংক

http://www.thebobs.com/bengali

dw.de/press

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ নোটিশ বোর্ড। শুভ ফাল্গুন ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: অনেক শুভেচ্ছা রইল বাংলাদেশের প্রতিযোগিদের জন্য।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভেচ্ছা রইল বাংলাদেশের প্রতিযোগিদের জন্য।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:











+++++






+++++++++


৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

ইখতামিন বলেছেন:
ফাগুনের হাওয়া বয়ে যাক..

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: চলুক!

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: শুভেচ্ছা রইলো ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল । :)

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল; এবং সেরা উদ্দ্যুগ

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভ কামনা জানাচ্ছি বাংলাদেশী ব্লগারদেরকে... :)

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

দোজা বলেছেন: সামহোয়ান ইন এর জন্য শুভেচ্ছা থাকলো !

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

বেকার সব ০০৭ বলেছেন: শুভেচ্ছা রইলো

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বির্তকিত এই প্রতিযোগীতার প্রতি বিশ্বাস হারিয়েছি অনেক আগেই।

সামু যে কেন এই বিষয়টিকে এত বেশি হাইলাইটস করে বুঝি না!!

যারা এই প্রতিযোগীতার প্রতারণা সম্পর্কে জানেন না তাদের সবাইকে ফিফার এই পোষ্টটি সব লিংকসহ পড়ে আসতে অনুরোধ করছি।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬

মামুন রশিদ বলেছেন: ফাগুন দিনের শুভেচ্ছা । ব্লগারদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর । ধন্যবাদ নোটিশবোর্ড ।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

রসায়ন বলেছেন: ভালো :)

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: ফিফার post : Click This Link

০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২১ ০ আরিল বলেছেন :

..............

since last friday, we have raised concerns about massive vote manipulation in "the bobs" with DW. if the online vote results become so one-sided and out of proportion like it seems now, it would be shameful for the whole bangla blogosphere, as well as for DW. we hope DW will investigate these claims and discard manipulated votes if and when found, as we remain with unanswered questions and are appalled by what we see.

..

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বাংলাদেশী ব্লগাদের জন্য আনন্দের খবর।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

জানা বলেছেন:


ব্লগারদের বোঝার সুবিধার জন্যে কিছু কথা বলছি:

এটি ডয়চে ভেলে'র একটি প্রেসরিলিজ। সামহোয়্যার ইন ব্লগ যে কারণে প্রতিবার এই প্রেসরিলিজটি নোটিশবোর্ডের মাধ্যমে সবার নজরে রাখতে পারে:

ক) প্রায় পাঁচ বছরেরও অধিক সময় ধরে সামহো্যার ইন এবং ডয়চে ভেলে একে অন্যের মিডিয়া পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ। ডয়চে ভেলে জার্মানির অনেক পুরোন একটি গণমাধ্যম যার পরিচিতি এবং জনপ্রিয়তা সারা বিশ্বজুড়েই রয়েছে। তাদের অনেকগুলো ভাষায় কার্যক্রমের মধ্যে বাংলা ভাষায় কার্যক্রম বিভাগটিও অনেক পুরোন এবং বিশ্বজুড়ে বাংলাভাষার শ্রোতাদের কাছে জনপ্রিতাও পেয়েছে। আবার এর মানে কোনভাবেই এই নয় যে, এর জন্যে সামহোয়্যার ইন ডয়চে ভেলের কাছ থেকে বিশাল কোন অর্থ বা অন্য সুবিধা ভোগ করে।

খ) গত দশ বছর ধরে ডয়চে ভেলে একটি আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আয়োজন করে আসছে এবং প্রায় প্রতি বছরই একটি করে নতুন ভাষার ব্লগ এই আয়োজনে যুক্ত হয়ে আসছে। সামহোয়্যার ইন ব্লগের সাথে মিডিয়া পার্টনারশিপের পর ২০০৯ সালে আমরা (ডয়চে ভেলের বাংলা বিভাগ এবং সামহোয়্যারইন) দু'পক্ষই অত্যন্ত আনন্দ ও গৌরব নিয়ে বাংলা ব্লগকে ১০ম ভাষা হিসেবে এই প্রতিযোগিতায় যুক্ত করতে সক্ষম হই যার জন্য ছ'মাসেরও অধিক সময় ধরে এ নিয়ে কাজ করি আমি এবং ডয়চে ভেলে বাংলা বিভাগ। ঐ বছর ডয়চে ভেলে বাংলা কমিউনিটি ব্লগের পাইওনিয়র এবং পরিচালক হওয়ায় আমাকে জুরি বোর্ডের সদস্য করেন। ২০১০ সালে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় বাংলা ব্লগ পুরস্কৃতও হয়। আমি পুরো বিষয়টিতে আমার স্বভাবজাত নিরপেক্ষতা ও সততা নিয়োগ করার চেষ্টা করেছি। বিশ্বজুড়ে নিজের মাতৃভাষাকে পরিচিত করার লক্ষে সেই সুযোগটিকে কোনভাবেই কেউ ছোট করে দেখতে পারে না। প্রতি বছরই কোন না কোন বাংলা ব্লগ/উদ্যোগ পুরষ্কৃতও হয়ে আসছে।

গ) ২০১১ সাল থেকে এই প্রতিযোগিতার নির্বাচন পদ্ধতি, বিচিত্র (!!) ভোট গ্রহণ ব্যবস্থায় ব্লগারদের প্রবল আপত্তি এবং প্রতিবাদে কর্তৃপক্ষের অস্পষ্ট মনোভাব এবং জবাবদিহিতায় স্বভাবতই ব্লগারদের মধ্যে এক ধরণের ক্ষোভ ও অংশ নেয়ায় অনিহা লক্ষ করা গেছে। যা অত্যন্ত স্বাভাবিক। উল্লেখ্য, বিষয়টি নিয়ে আমি আমাদের পক্ষ থেকেও যতখানি সম্ভব, প্রতিবাদ এবং জবাবদিহিতা পাবার চেষ্টা করেছি। এই অনাকাঙ্খিত ঘটনটির পর আমি/আমরা মিডিয়া পার্টনারের দায়িত্ব হিসেবে কেবল মাত্র প্রেস রিলিজটি প্রকাশ করা ছাড়া এ বিষয়ে আর কোন উদ্যোগে সম্পৃক্ত হই না। একটি বিষয় উল্লেখ না করে পারছি না, প্রয়াত ইমন যুবায়ের এর অত্যন্ত সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ বাংলা ব্লগটি সে বছর অন্যায়ের শিকার হলে আমি ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতায় যাবতীয় সম্পৃক্ততা থেকে নিজেকে গুটিয়ে নিই।

তবে, এই প্রতিযোগিতাটিতে যে কোন বাংলা ব্লগ এবং ব্লগার স্বেচ্চায় অংশ নিতে পারেন। আমরা চাই, মাতৃভাষা বাংলা বিশ্বময় পরিচিতি পাক, আলোচিত হোক। যোগ্য ব্লগ এবং ব্লগারের সম্মান প্রাপ্তি ঘটুক। পাশাপাশি ব্লগাররা যাবতীয় অন্যায় এবং অশুভকে রুখতে দৃঢ় থাকুক, অনড় থাকুক। যেভাবেই হোক সততাকে সর্বত্র প্রতিষ্ঠায় সজাগ থাকুক।

ধন্যবাদ সবাইকে।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

জানা বলেছেন:

জরুরী কথা হচ্ছে, তিক্ততা নয়, ক্ষোভ নয় বরং যোগ্যতা, মেধা, এবং সততা দিয়েই জুঝতে হবে, জয় করতে হবে সত্যকে।

ভাল থাকুন সবাই।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

হালি্ বলেছেন: তিক্ততা নয়, ক্ষোভ নয় বরং যোগ্যতা, মেধা, এবং সততা দিয়েই জুঝতে হবে, জয় করতে হবে সত্যকে

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: জরুরী কথা হচ্ছে, তিক্ততা নয়, ক্ষোভ নয় বরং যোগ্যতা, মেধা, এবং সততা দিয়েই জুঝতে হবে, জয় করতে হবে সত্যকে - একমত ।

সামুর অবস্হান স্পষ্ট করায় ভাল লাগল ।

ধন্যবাদ জানা ও সামুকে।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

বেলা শেষে বলেছেন: আমার দীরঘকালের ইচ্‌ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্‌ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
Thenk you very much.
"০৫ ফেব্রয়ারি, ২০১৪ ডয়চে ভেলে: বাংলাসহ ১৪টি ভাষায় ‘দ্য বব্স’ প্রতিযোগিতা শুরু"
....a lot of good things i have learn from
" ডয়চে ভেলে"

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

একজন ঘূণপোকা বলেছেন: এস.কে.ফয়সাল আলম বলেছেন: বির্তকিত এই প্রতিযোগীতার প্রতি বিশ্বাস হারিয়েছি অনেক আগেই।

সামু যে কেন এই বিষয়টিকে এত বেশি হাইলাইটস করে বুঝি না!!

যারা এই প্রতিযোগীতার প্রতারণা সম্পর্কে জানেন না তাদের সবাইকে ফিফার এই পোষ্টটি সব লিংকসহ পড়ে আসতে অনুরোধ করছি।




সহমত। কঠিনভাবে সহমত।

আর নতুন ব্লগারা না হয় এটাকে স্বাগত জানাতে পারে, পুরাতন ব্লগাররা কেমন করে স্বাগত জানায় বোঝতে পারিনা।

এক দিকে ইমন ভাইয়ের ছবি ঝুলিয়ে রাখা হোম পেইজে আর অন্য দিকে নোটিশ বোর্ডের এই পোষ্টে।

কত খেইল দেখবি রে বাবা মদন।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

প্রিন্স ঠাকুর বলেছেন: ফাগুন আগুন লাগুক গায়ে...

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

আমিজমিদার বলেছেন: ধুর, আমি মনে করলাম ভুলে মনে হয় ু দেয় নাই। এখন আইসা দেখি অন্য কাহিনি। বাট সিরিয়াস্লি, দ্য ববস নামটা কার আইডিয়া??

২৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: প্রিয় কর্তৃপক্ষ, আমার পি সি নষ্ট হওয়ায় মোবাইল নিলাম সামো তে লিখার জন্য, কিন্তু দুঃখে সাথে বলছি লেখা তো দূরের কথা কোন পোষ্ট ও করতে পারছি না মোবাইল থেকে।। যদি সাহায্য করতেন তবে ক্ষুদ্র প্রতিভা প্রকাশে সুযোগ পেতাম।।

২৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: প্রিয় কর্তৃপক্ষ, আমার পি সি নষ্ট হওয়ায় মোবাইল নিলাম সামো তে লিখার জন্য, কিন্তু দুঃখে সাথে বলছি লেখা তো দূরের কথা কোন পোষ্ট ও করতে পারছি না মোবাইল থেকে।। যদি সাহায্য করতেন তবে ক্ষুদ্র প্রতিভা প্রকাশে সুযোগ পেতাম।।

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

ইফতেখার রাজু বলেছেন: শুভ কামনা রইলো। এগিয়ে চলুক বাংলা ভাষা ও বাঙালি জাতি। এবারোও নির্বাচনে নিশ্চয়ই নতুন কোনো মেধাবীর দেখা পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.