![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি নতুন পৃথিবীর স্বপ্ন দেখি...
অনেকেরই জানা এবং একটি বহুল প্রচলিত ইংরেজি বাক্য হলো- The quick brown fox jumps over the lazy dog.
এই বাক্যটির প্রধান তাত্পর্য হলো, এতে ইংরেজি বর্ণমালা ২৬ টি বর্ণের সবগুলিই রয়েছে! কোন ইংরেজি ফন্ট ওপেন করলেই এই বাক্যটি দেখতে পাওয়া যায়; তার কারণ হলো a থেকে z অক্ষরগুলি ওই ফন্টে কেমন দেখাবে, তা এই বাক্যটিতে সহজেই দৃশ্যমান হয়।
কিন্তু FLOCCINAUCINIHILIPILIFICATION! এটি আবার কি?
এর উত্তর অনেকেরই জানা। তবে যাদের জানা নেই, মূলত তাদের জন্যই এই পোস্টটি।
এটি হলো ইংরেজি শব্দ-ভান্ডারের শবচেয়ে বড় শব্দ! এত রয়েছে ২৯ টি বর্ণ! শুধু I বর্ণটিই এই শব্দে রয়েছে ৯ বার! এত বড় শব্দ হওয়ার পরেও এতে কিন্তু E vowel টি নেই; তবে বাকি চারটি (A, I, O, U) রয়েছে।
এটি একটি noun বা বিশেষ্য।
এর উচ্চারণ হলো- ফ্লক্সিন্যাসিনিহিলিপিলিফিকেইশন্।
এর অর্থ হলো- অকিঞ্চিত বলে পরিগণনের অভ্যাস বা স্বভাব।
তার মানে দাড়ায়, যে ব্যক্তির কোন কিছুর প্রতি তাচ্ছিল্য করার অভ্যাস বা স্বভাব রয়েছে, তাকে আমরা বলতে পারি FLOCCINAUCINIHILIPILIFICATION।
উদাহরণ:
ধরা যাক, রতন জাতিসংঘের প্রেসিডেন্টকে সজীবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।
রতন বলছে- সজীব, ইনি হলেন জাতিসংঘের প্রেসিডেন্ট!
সজীব তা শুনে বলছে- ও আচ্ছা। ইনি জাতিসংঘের প্রেসিডেন্ট, তাতে কী হয়েছে?! শুনে আমি কী করবো? এখানে এনার কী কাজ?
জাতিসংঘের প্রেসিডেন্টের সাথে পরিচিত হতে পারাটা অব্শ্যই একটি বড় বিষয়। কিন্তু জাতিসংঘের প্রেসিডেন্টের প্রতি তাচ্ছিল্ল প্রদর্শনে সজীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেলো, এটাকে আমরা বলতে পারি FLOCCINAUCINIHILIPILIFICATION।
পুনশ্চ: বোঝার সুবিধার্থে এখানকার উদাহরণটি কিছুটা সিরিয়াস ক্যাটেগরির হলেও, মূলত এই শব্দটি ব্যবহৃত হয় রসিকতা করে তাচ্ছিল্য করার ক্ষেত্রে।
ধন্যবাদ।
২| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
শিলা বলেছেন: নতুন পৃথিবী তোমাকে ৫।
৩| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৭
জোনাকি বলেছেন: তো কি হইছে? এই পোষ্টের সাথে আমার কি আসে যায়!
হি হি হি!! হইছে ?
৫
৪| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩১
কালপুরুষ বলেছেন: স্মার্ট গার্ল @জোনাকি।
৫| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮
নুপুর বলেছেন: ৫
৬| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
নতুন পৃথিবী বলেছেন: @ বিহংগ @
ধন্যবাদ আপনাকে।
৭| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
দিগন্ত বলেছেন: এটার ইউস আছে সত্যজিত রায়ের সিনেমায়।
৮| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৩
নতুন পৃথিবী বলেছেন: @ শিলা @
যে সম্বোধনটি এই ব্লগে প্রথমবারের মতো শুনলাম- "তোমাকে" (তুমিবাচক)!
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৯| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৪
নতুন পৃথিবী বলেছেন: @ জোনাকি @
ইশ! আগে জানলে উদাহরণে আপনার নামটিই দেয়া যেতো, কী বলেন?
আপনার রিফ্রেশিং কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ!
১০| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৫
নতুন পৃথিবী বলেছেন: @ নুপুর @
থ্যাংক ইউ!
১১| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮
নতুন পৃথিবী বলেছেন: @ দিগন্ত @
তাই নাকি, বাহ! আপনি তো একেবারে exclusive information দিলেন!
খুব ভালো লাগছে জেনে! তবে আপনি যদি সত্যজিত রায়ের মুভির নামটি আমাকে বলেন তবে আরো অনেক বেশি ভালো লাগবে। মুভিটি দেখার ইচ্ছে এরই মধ্যে আমার মনে তৈরি হয়ে গিয়েছে।
অনেক ধন্যবাদ।
১২| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
খাপ ছাড়া বলেছেন: ৫
১৩| ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৮
নতুন পৃথিবী বলেছেন: @ খাপ ছাড়া @
আপনাতে ধন্যবাদ।
১৪| ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৩
রিজভী বলেছেন: ালপুরুষের কমেন্টে ৫।
১৫| ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৮
নতুন পৃথিবী বলেছেন: @ রিজভী @
সে কি! আরেকজনের কমেন্টে ৫! তাহলে তো কালপুরুষকে বেশি বেশি কমেন্ট করতে বলতে হয়! আমার পোস্ট কী দোষ করলো?
১৬| ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৪
জেসন বলেছেন: মাইন্ড ব্লোইং, অহসাম।
১৭| ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৫
আসল-ট্র্যাপ বলেছেন: ১
১৮| ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
নতুন পৃথিবী বলেছেন: @ জেসন @
ধন্যবাদ ধন্যবাদ!
@ আসল-ট্র্যাপ @
রেটিং অপশনটি টেপার কষ্ট স্বীকার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৯| ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
লাস্ট সামুরাই বলেছেন: সুন্দর পোস্ট । সাবলীল বর্ণনা । ধন্যবাদ ।
২০| ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০০
নতুন পৃথিবী বলেছেন: @ লাস্ট সামুরাই @
আমার কমেন্টও কিন্তু কম সাবলীল না!
আন্তরিক ধন্যবাদ!
২১| ২২ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১৭
রাকিব বলেছেন: হুমম.......
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
বিহঙ্গ বলেছেন: ভালো পোস্ট।