![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিনটা দিন বসে রই দেখার অপেক্ষায়,
তুমি ফিরে চাইলে আমার ইচ্ছে পূরণ হয়।
তোমায় ফিরে চাইনি বলে রাগ করেছ বুঝি,
চোখ মেলিয়া তোমায় দেখি স্বপ্নে তোমায় খুঁজি।
দুচোখ ভরে জমে আছে কত মনের কথা,
না তাকালে কথা গুলো পাবে মনে ব্যাথা।
তোমার চোখে চোখ রাখিনি তাই এত অভিমান,
চোখের মা্য়ায় জড়িয়ে গেলে দিতে হত প্রাণ।
হাতটি ধরে মেঘের পরে হাঁটতে আমি চাই,
হাতটি ছেড়ে চলে যাবার সুযোগ তোমার নাই।
তোমার হাতে হাত রাখিনি কাঁদছ তুমি তাই,
এ হাত ধরে রাখার মত উপা্য় আমার নাই।
২০ শে মে, ২০১৩ দুপুর ২:১৪
নৃ-নৃ বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
স্বপ্নরাজ্য বলেছেন: হাতটি ধরে মেঘের পরে হাঁটতে আমি চাই,
হাতটি ছেড়ে চলে যাবার সুযোগ তোমার নাই।
দ্বিতীয় ভালো লাগা......................।
২০ শে মে, ২০১৩ দুপুর ২:১৪
নৃ-নৃ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৩০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো খুব্
২০ শে মে, ২০১৩ দুপুর ২:১৪
নৃ-নৃ বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
রোদ্দুর মামুন. বলেছেন: ভালো লাগলো । আশা করি চালিয়ে যাবে।
২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮
নৃ-নৃ বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২১
রোদ্দুর মামুন. বলেছেন: সরি ভাই, যাবেনটা যাবে হয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তোমার হাতে হাত রাখিনি কাঁদছ তুমি তাই,
এ হাত ধরে রাখার মত উপা্য় আমার নাই।
সুন্দর প্রথম ভাল লাগা ।