| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে তুমি অশেষ করেছ
আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব । ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব ।
আমারে তুমি অশেষ করেছ
এমনি লীলা তব ।
ফুরায়ে ফেলে আবার ভরেছ
জীবন নব নব ।
কত যে গিরি কত যে নদীতীরে
বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে,
কত যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব ।
তোমারি এই অমৃতপরশে
আমার হিয়াখানি
হারাল সীমা বিপুল হরষে
উথলি উঠে বাণী ।
আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবসবিভাবরী,
হল না সারা কত না যুগ ধরি
কেবলি আমি লব ।
রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিমাল্য ২৩
শান্তিনিকেতন ৭ বৈশাখ ১৩১৯
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:০৬
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: হায় এ কী সমাপন!
অমৃতপাত্র ভাঙিলি,
করিলি মৃত্যুরে সমর্পণ;
এ দুর্লভ প্রেম মূল্য হারালো...
ফিরবেন সহসা নতুনেরে পথ চিনায়ে এই প্রত্যয়ে রইলাম...
২|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪
আনোয়ার কামাল বলেছেন: অনেক ভালো লেগেছে।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০০
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: কবি গুরুর লেখা... যার পরশে আজও স্বপ্ন বোনা।
৩|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৫
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: রবি ঠাকুর স্বপ্ন দেখতে শিখিয়েছেন...তাই আজও স্বপ্ন দেখি। নতুবা জীবন ফুরিয়ে যেত সেই কবেই...
৪|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩
আমি স্বর্নলতা বলেছেন: প্রথমে কয়েকটা লাইন পড়েই বুঝেছিলাম রবি রবি গন্ধ। শেষে তাই সত্য হল। রবি ঠাকুরের লেখা আমারো খুব প্রিয়।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৩১
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,
সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে।
মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে
আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে।
যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে
নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে।
গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়,
আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে।
৫|
১৮ ই মে, ২০১৪ রাত ৮:২৩
সপ্নাতুর আহসান বলেছেন: মৌলিক লেখা দিন!!
১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৪৯
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: লেখার চেয়ে পড়তে বেশি ভাল লাগে। কদাচিৎ যদি কিছু লিখেও ফেলি সেটা পাঠ যোগ্য কিছু হয় না। আপনাদের লেখা পড়ে দারুন সময় কাটবে।
৬|
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:০৮
সপ্নাতুর আহসান বলেছেন: ও আচ্ছা, ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৪ সকাল ১১:১১
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭|
১৯ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬
সময়ের ডানায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮|
২৪ শে মে, ২০১৪ ভোর ৪:৫১
শ্রাবণ জল বলেছেন: আমারে তুমি অশেষ করেছ
এমনি লীলা তব...
২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৩২
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: ফুরায়ে ফেলে আবার ভরেছ
জীবন নব নব ।
৯|
২৪ শে মে, ২০১৪ রাত ৮:২৫
আমি তুমি আমরা বলেছেন: পড়া শুরু করেছিলাম আপনার লেখা কবিতা ভেবে, শেষে এসে দেখি রবীন্দ্রনাথের কবিতা!
বিরাট একটা ডজ খাইলাম
২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৭
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: হা হা হা হা ডজ খেলেন; কিন্তু চা পাওনা রইলেন।
১০|
২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
রুদ্র জাহেদ বলেছেন: মনের কথা প্রাণের কথা সব বলে গেছেন... ![]()
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
সম্ভবত বেশ কিছুদিনের জন্য ব্লগে আর আসা হবেনা... সম্ভবত সেই সময়টুকুর ভেতরে এটাই আমার শেষ মন্তব্য অন্যের ব্লগে, আপনার বা একজন নতুনের ব্লগে... সামুকে আরও সুন্দর একটি জায়গা হিসেবে পরিচিতি দিন এই প্রত্যাশা...
শুভকামনা...