![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"অভীমানের প্রাপ্তি"
By - Shaikh Abdul Kader
>> রুদ্র এদিকে এস।
>> না, যাব না।
>> এস বলছি।
>> না যাব না।
ছেলেটা এত রাগী সামান্য কথায় রাগ করে। কিছু বুঝতেই চাই না। মেয়ে বড় হলে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিবে এটাই স্বাভাবিক। কিন্তু বিয়ে কী এতই সহজ। যে বললাম আর হয়ে গেল। ভালবাসি অনেক ভালবাসি রুদ্রকে। একে ছাড়া এক সেকেন্ডও ভাবতে পারিনা। ওকে ছাড়া মনে হয় লক্ষ-কোটি ধারাল সুচ আমার সমস্ত শরীরে ফুটছে। অনেক কষ্ট পাই যখন শুনি আমার বিয়ের কথা চলছে। রুদ্রটাও কী? ওকে কতবার বলছি একটা চাকরি ম্যানেজ কর কিন্তু সে চাকরি পেলনা। তাকেইবা কী দোষ দিব? সে তো কম চেষ্টা করেনি? না পেলে সেটাতো তার দোষ না। সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। দুজনে একই বর্ষে। আর এই সময়ে চাকরি পাওয়া অনেক কঠিন।
>> রুদ্র প্লিজ এস পাখি।
>> না যাব না। যাও বিয়ে কর গিয়ে। আমি কে তাই আমাকে ডাকছ? আমি তোমার কেউ না।
>> কে বলছে তুমি আমার কেউ না? তুমি আমার সব। তোমাকে ছাড়া আমি বাঁচব কেমন করে সোনা?
>> কেন যার সাথে বিরে সবে তাকে নিয়ে বাঁচবা।
>> এস ময়না পাখি।
>> যাব না বললাম তো।
>> ঠিক আছে তোমার আসা লাগবে না। আমি আসছি।
এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এত দুষ্টমি করতে শিখছে বলার মত না।
>> এই দুষ্ট এত রাগ কর কেন?
>> কিসের রাগ? কোন রাগ না?
>> শুন বাসা থেকে বিয়ের জন্য ছেলে দেখছে। তাই বলে কী বিয়ে হয়ে যাবে?
>> হ্যা যাবে।
>> নারে পাগল যাবে না। আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর সরা জীবন তোমারই থাকব।
>> মিথ্যা বলছ।
>> না সত্যি বলছি।
>> তিন সত্যি বল।
>> সত্যি, সত্যি, সত্যি। হলো তো?
>> হ্যা----
জানি ছেলেটা এখন অনেক হ্যাপি। অভীমান ভাঙ্গার পরের সুখটুকু হয়তো অনেক বেশী আবেগ আপ্লুত হয়।
>> এই নুসরাত।
>> জ্বী
>> ভালবাসি।
>> কাকে?
>> তোমাকে।
>> ও বুঝলাম।
>> কী বুঝলা?
>> ভালবাস এটা বুঝলাম।
>> তুমি বাস না?
>> না
>> তবে জোর করে ভালবাসা নিব।
>> পারবা না।
>> পারব
>> পেরে দেখাও তো।
>> তবে রে দাড়াও দেখাচ্ছি---
দুইটি অবুঝ মন প্রজাপতির মত লাফা লাফি করছে। ওরা জানে না ওদের ভালবাসার শেষ পরিনতি কী? শুধু জানে দুজন দুজনকে ভালবাসে পাগলের মত ভালবাসে। এই ভালবাসা কোন দিনও শেষ হবে না-----
©somewhere in net ltd.