![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাইলি মজনুর কেচ্ছা কে না শুনতে ভালোবাসে।
লাইলিকে একবার বন্দি করা হয়েছে শুনে বাদশাহ খুব খুশি হলেন। তিনি তাকে তার রাজদরবারে হাজির করার নির্দেশ দিলেন।
লাইলিকে তার দরবারে হাজির করা হল।তিনি তার বিশ্রি মুখখানা দেখে তার চোখ ফিরিয়ে নিলেন। আর বললেন, আহারে! তোমার জন্যই কি মজনু বেটা এত পাগল-দেওয়ানা?
লাইলি বলল, আপনি তো আপানার চোখে আমারে দেখেছেন। যদি মজনুর চোখে আপনি আমারে দেখতেন তাহলে আপনারও আজ মজনুর মত অবস্থা হত।
এরকম আমারও একটি বন্ধু আছে। সে সুন্দর মানুষ না হলেও তার জন্য কত মেয়ে যে পাগল-পারা তার হিসাব আল্লাহ তক মালুম। এমন মাশুক লোক আমি আর পাইনি।
সে যখন রাস্তা দিয়ে বের হত তখন আমরা চেয়ে চেয়ে দেখতাম যে, সে অনেক সতর্ক হয়ে হাটছে যাতে কোন মেয়ে তার সাথে ধাক্কা না খায়। তারপরও কত মেয়ে তার সাথে ধাক্কা খাচ্ছে। সে সরি বললেও তারা তার দিকে চেয়ে থাকে।
আমার অন্য এক বন্ধু [তসির আলী] একদিন তার সাথে ফোনে আলাপ করছিল। অন্য রুম থেকে তার এক ভাগিনী মামার ফোনালাপ শুনে মামার মোবাইল থেকে নম্বর চুরি করে ফোন দেয়। সে বলল, তুমি আমার নম্বর কোথায় পেলে? সে বলল, আমি আমার মামার মোবাইল থেকে চুরি করেছি। মামা যখন আপনার সাথে আলাপ করছিলেন তখন আমি ধরে নিয়েছি যে, আপনি অনেক অনেক.....................
প্লিজ, মামাকে বলবেন না। আর আমাকে প্রতিদিন আপনার সাথে ফোনে আলাপ করার সুযোগ দিবেন।
প্রায় চার বছর পূর্বে এক কোটিপতি বাবার মেয়ে তার উপর আশিক হয়ে বলেছিল তুমি আমাকে নিয়ে পালিয়ে যাও। সে অনেক কষ্টে ঐ মেয়েটির কাছ থেকে পালিয়ে এসেছে।
তারে নিয়ে আরো কত ঘটনা ঘটছে।আজ আর না।
সবাইকে শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯
নুমান" বলেছেন: জ্বী ভাই সে অনেক মজার মানুষ। অর জন্য দোয়া করবেন। সে এখন বিবাহিত।
আপনাকে অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৭
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার বন্ধু দেখছি মজার মানুষ, নুমান ভাই! তারে নিয়া আরও কিছু বলেন!
১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫২
নুমান" বলেছেন: ভাইজান আপনাকে সালাম।
ইনশআল্লাহ, অন্য একদিন তার সমপর্কে আরো বলব।
অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১২
খেয়া ঘাট বলেছেন: আপনার বন্ধুতো দারুন কামিল পুরুষ।