নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুমান"

নুমান" › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ছেলেটি খুব চঞ্চল এবং অস্থির। লেখা-পড়ায় নেই তার কোন মনোযোগ। দুষ্টামিতে নেই কোন সীমা। এমন ছেলে দ্বারা লেখা-পড়ার আশা করা যায় না। তার মার একই চিন্তা, আমার ছেলে কী আর পড়বে না?



হ্যালো........আমার ছেলেটির দিকে একটু খেয়াল রাখবেন। আমি আপনার জন্য মন খুলে দোয়া করব। আপনি তো জানেন, তার বাবা পরদেশে। তার মা আমাকে বার বার ফোন দিয়ে এ অনুরোধটুকু করতেন। হায়রে মা, আমি মায়েদের কোন অনুরোধকে নির্দেশ হিসাবে আমলে নেই।



আমার প্রথম কাজ ঐ এগারো বছরের ছেলেকে পড়ায় মনোযোগী করা এবং তার সিগারেট খাওয়া বন্দ করা । যার দয়ায় সমস্ত জাহান সৃষ্টি তাঁর কৃপায় দুটিতেই ভাল ফলাফল দেখা গেল।



তার বাবা দেশে আসলেন। লোকটি খুব ভদ্র এবং নম্রসভাবের। প্রথম দেখাতেই আমাকে আপন করে নিলেন। তিনিও বার বার আমাকে বলতেন, আমার ছেলেটা....আপনি আমার ছেলেটাকে ভালো করে পড়াবেন। আমি বলতাম, দোয়া করবেন।



যেদিন তিনি শেষবারের মত পরদেশে চলে যাচ্ছেন সেদিনও আমার সাথে ছেলের জন্য অসিয়ত করলেন। দেশে থাকতে একটি এবং বিদেশে গিয়ে আমাকে একটি SMS করেন। যা আজ পর্যন্ত আমার মোবাইলে ছিল।



কিছুদিন পর আমাকে ফোন করে বললেন, আমি আমার ছেলটিকে ভিডিও কলের মাধ্যমে দেখব। আমি শত চেষ্টা করেও তার শেষ আশাটি পূর্ণ করতে পারিনি। আরো কিছুদিন পর তিনি দেশে আসলেন ঠিক কিন্তু তার ছেলে তাকে দেখলেও তিনি ছেলেকে দেখেননি। কারণ যখন তিনি এসেছিলেন তখন তার দেহে প্রাণ ছিল না। আজ তার ছেলেটি এতিম।



আমার কাছে তার দু’টি SMS স্মৃতি হিসাবে ছিল তা আজ(০৯/০৯/১৩) হারিয়ে গেছে। ভোর বেলা দেখি, আমার মোবাইলটি জানালা দিয়ে সে নিয়ে গেছে। মোবাইলের জন্য আমার কোন দু:খ নেই। ব্যথা শুধু সেই দু’টি SMS হারানোর।



ছেলেটির জন্য দোয়া কাম্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

পলাশমিঞা বলেছেন: এটা কি গল্প না বাস্তব?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

নুমান" বলেছেন: সালাম বড়াইসাব

এটা বাস্তব ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.