নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তরুনদের পক্ষে। আমাদের তরুন প্রজন্ম বুদ্ধি, মেধা বা সৃষ্টিশীলতার দিক দিয়ে ভালই এগিয়ে আছে। সমস্যা হলঃ আমরা তাদের ঠিকমত ব্যবহার করতে পারি না।
ছোট্ট একটা উদাহরণ দেই,
আমাদের দেশের ওয়েব সাইটের (সরকারী-বেসরকারী উভয়) যেই বেহাল দশা? আর ওসবের নিরাপত্তা ব্যবস্থায় এমন বুদ্ধিমান(!!!) লেকদের নিয়োগ দেয়া হয়! তরুণ প্রজন্মের একটি গ্রুপ(শখের হ্যাকার) অধিকাংশ সিস্টেমকে হ্যাক করতে পারে।
আমি প্রতিবারই বলি প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব কিছু নয়। এমন অনেক শখের হ্যাকারকে দেখেছি, যারা CSE বা ICT পড়ুয়া ছাত্রদের ঘোল খাওয়াতে পারে। কিন্তু ঐ যে বললাম, আমরা মেধা ও মেধাবীদের ঠিকমত কাজে লাগাতে পারি না। পারি শুধু অন্যের সাথে ক্যাচাল করতে, ঝামেলা বাঁধাতে, নিজেকে নীচে নামাতে। শেষ কথাঃ আমরা পজিটিভ কিছু করি, নিজের জন্য, দেশের জন্য। মা, মাটি ও মানুষের জন্য।।
অত জ্ঞান না নিয়ে চলেন, ফ্লাডিংকারীদের নিয়ে একটা রম্য ছড়া পড়ি। মূল ছড়াটা আমাদের শায়মা হকের(২০১৬ সালে)। আমি তার অনুমতি সাপেক্ষ কিঞ্চিৎ পরিবর্তন করে লিখেছি। আমি ছড়া পোস্ট করে পালাবো। বাপরে! সে যা হিংসুক..... ( )
ছড়াঃ
মিছা কথা বইলো না ভাই তোমারে আছে জানা,
ইচ্ছা করেই করো ওসব বদমাইশি কমেন্টখানা?
তাতে কি আর! ঘুমাও তুমি কোনো প্রবলেম নাই,
খড়গ হাতে বসে আছে আমার মডু ভাই। (বর্তমানে খড়গটা কামারের বাড়ীতে আছে )
এমন তরো কমেন্ট আর রিপোর্টখানা পেলে
ঘ্যাচং করে কাঁটবে মাথা, পুরেও দেবে জেলে।
ব্লগে যারা ফ্লাডিং করো আমার প্রিয় ভাই!
দেখবে হয়তো মাথা তোমার জায়গাতে আর নাই।
মাঝে মাঝে তেড়েও আসো দন্ত নখর ঘষে
ভাবী তখন ধরে এমন মাইর দেয় না কষে!!
মারের চোটে ভুতটা ছোটে তখন তুমি সিধা
বলো একটা দাওনা বিড়ি লাগছে আমার ক্ষিধা।
এখন তুমি করো কী? আর মনে ওসব আসে?
করবে না আর যাহা তাহা, চলেই যাবে বনে?
বনের থেকে দড়ি বেঁধে আনতে যদি হয়,
হয়তো তুমি ভালো মানুষ, নো ওরি নো ভয়।।
ছবিঃ নেট থেকে। ওটা আমার পছন্দের পক্ষি। পক্ষিটার নাম কি??
*** আমি সামু ব্লগের সব ইমোর অর্থ বুঝি না। কমেন্টে একেক জন একেকটা ইমোর অর্থ জানান। অন্যথায় উল্টাপাল্টা ইমো দিয়ে কমেন্ট করবো!!!!
১৩ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চন্দ্রাবতী ছাড়া অন্যকিছু মনে আসেনা নাকি???
২| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩৭
ব্লগার_প্রান্ত বলেছেন: পক্ষিটা কি চিল?
১৩ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ম্যান!! এটা বাজপাখি (ফ্যালাকন)।
৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৪০
সনেট কবি বলেছেন: মন্দ নয়।
১৩ ই মে, ২০১৮ রাত ১০:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওটাও ধার করা ছড়া
৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে দুবাইতে ঘরে ঘরে যে ফ্যালকন থাকে তার সাথে দেশীয় চিলের পার্থক্য বলুনতো?
১৩ ই মে, ২০১৮ রাত ১১:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির পাখি, দ্য পেরিগ্রিন ফ্যালকন.... বাঁকিটা নেট থেকে দেখ..
৫| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: পার্থক্য হলো দুইটা দুই জাত একটা kite আরেকটা falcon {নেট থেকে দেখলুম} দেখতে একরকম।
১৩ ই মে, ২০১৮ রাত ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চিলের পা দুর্বল, ওরা আকাশে অনেক্ষণ চক্রাকারে ঘোরে। ঠোঁট দিয়ে ছোট প্রাণী শিকার করে(ছোঁ মারা).।
ফ্যালাকন সাধারণত উড়ন্ত পাখি শিকার করে।
হার্পিস ঈগলের ভিডিও নেট থেকে দেখতে পার। দারুন...
৬| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে
১৩ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইমোর অর্থ বলো....
৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
সেদিনও আপনি ব্লগে "হ্যাকিং"এর কথা বললেন; আমার চোখে তেমন কিছু পড়েনি, ব্লগে হ্যাকিং হচ্ছে বলে মনে হয় না।
১৪ ই মে, ২০১৮ রাত ১:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়! আমার বাজপাখির চোখ! ওসব আপনি ধরতে পারবেন না....
৮| ১৪ ই মে, ২০১৮ রাত ১:১৯
কাওসার চৌধুরী বলেছেন: পাখিটা মনে হয় বাজপাখি।
১৪ ই মে, ২০১৮ রাত ১:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দ্য পেরিগ্রিন ফ্যালকন. দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির পাখি..
৯| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: আহা !!
১৪ ই মে, ২০১৮ দুপুর ২:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
১০| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: বিরাম চিহ্নের পাশাপাশি ইমুর ব্যবহার মজার আইডিয়া।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি