![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
ঝাউবিথির কিনারে ধুলি মেখে উড়ে যায় আহবান
সময় মুখস্ত করে ব্যস্ত থাকে লাল কাঁকড়ার দল
মরিচিকায় ডুবে গেছে বিপরীত লিঙ্গ ভালোবাসা,
অতএব চোখের কোণে আসক্ততা জমা রেখে প্রজাপতি দেখো
আহ্লাদের জলে ফুলের রেণু ভাসিয়ে দিয়ে
গুনতে থাকো এক-একটি স্রোত আর বিষন্নতার কথা,
তারপর মুক্তি পাবে মাকড়সায় বেঁধে রাখা উষ্ণতা সমুহ।
ঘুম-ঘুম ভাব নিয়ে অব্যক্ত অভিমানে লুকিয়ে থাকা বুক
নিয়ম মেনেই অনিয়মের উন্মাদনা তৈরী করে বিভোর থাকে
ভিন্ন বিশ্বের প্রয়াস আর বিন্দু বিন্দু বিষের গহীন স্বপ্ন,
খোঁজে খোঁজে ক্লান্তি হয়ে সহোদররা ঘরে ফিরে যায়
তবু পথের সীমানা ও গন্তব্যের দেখা মিলেনা বন্ধু।
২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!
ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৬
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল।