নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেলুন অথবা নাফের সারথী

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

নুপা আলম

আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............

নুপা আলম › বিস্তারিত পোস্টঃ

আমাকে একা হওয়ার একটি পথ দাও

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

গুটিয়ে যাওয়ার আয়োজন কি কি হতে পারে ? এমন একটি প্রশ্নের ভেতরে অবস্থান করেছি কিছু দিন ধরে। কেন হঠাৎ গুটিয়ে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে বসতি গড়েছে তার কোন উত্তর মিলেনি। তবে কেবল গুটিয়ে যেতে চাই। এ গুটিয়ে যাওয়া নিজ থেকে নিজের, নিজের পরিচিত জন থেকে নিজের, স্বজন থেকে নিজের। এ গুটিয়ে যাওয়ার শুরুটা কেমন একাকী এবং নি:সঙ্গের তা বুঝবার আগেই অনেকেই অনেকভাবে ভাবতে আরম্ভ করেছে। অনেকেই আমার এ আয়োজনকে মনে করছেন খুব অংহকারে মানুষকে এড়িয়ে যাওয়া।



হয়তো ভাবাটাই স্বাভাবিক। তাদের ভাববার অধিকার আছে, একটি স্বতন্ত্র মন আছে, আছে বিবেকের স্বাধীনতাও। তবু আমি গুটিয়ে যাবো। এ গুটিয়ে যাওয়ার নেপথ্যে বিষয়টি একেক জনের কাছে একেক রকমের হতে পারে। হোক; তবু গুটিয়ে যাওয়াকে নিরাপদ মনে হচ্ছে। কবি মুহাম্মদ নুরুল হুদার কবিতার মতো। তিনি লিখেছেন, ‘গুটিয়ে যাও, গুটিয়ে গেলে সুখ, রোদ দুপুরে পুঁড়বে না আর বুক, বুকের ভেতর হৃদয় নামক আঁখি, টের পাবে না তীর শিকারী পাখি, গুটিয়ে যাও, গুটিয়ে যাও গুটিয়ে গেলে ভাল, গহীন সুখে জ্বলবে জ্বলুক আলো।’



নিজের জন্য এ এ গুটিয়ে যাওয়া। তার মানেই একা হওয়া। একে বারে একা, খুব একা, যেখানে কোন মানুষের অস্তিত্ব থাকবে না, থাকবে না কোন কোলাহলও।



আমি একা হতে চাই। বিশম একা, সমাজ, সংসার, রাস্ট্র, পরিচিত স্বজন, নিকট বন্ধু সকলের কাছ থেকে। আমাকে একা হওয়ার একটি পথ দাও।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোই লাগলো। কবিতার পঙ্কতির ব্যবহারটও যথাযথ হয়েছে। সমাজিক মানুষের একাকী হয়ে যাবার চাহিদাটা মাঝে মাঝে বড় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়

২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

রাজিব বলেছেন: একা হতে চাইলে চলে যান বনে জঙ্গলে কিংবা পাহাড় পর্বতে।

৩| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

অতঃপর জাহিদ বলেছেন: নিজেকে গুটিয়ে নিতে বনে যাওয়া লাগে না মোবাইল আর ব্লগ ইউজ বাদ দিন দেখেন আপনি আসলেই খুব একা।

৪| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

চড়ুই বলেছেন: অতঃপর জাহিদ বলেছেন: নিজেকে গুটিয়ে নিতে বনে যাওয়া লাগে না মোবাইল আর ব্লগ ইউজ বাদ দিন দেখেন আপনি আসলেই খুব একা

:P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.