![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
১.
দয়া হবে দয়া? একটু দয়া দাও,
দয়া দিতে প্রয়োজনে প্রাণ নিবে-নাও।
২.
দয়ালু বালিকা ভাসে রোদের জলে
যুবক একা কাঁদে পথ-অপথ চলে,
৩.
চোখের ভেতর রোদ আর মনে মেঘের ভয়
এভাবে কি নিয়তি আর প্রেমের পরাজয়,
৪.
নদীর নাম কাঁন্না হলে
বেদনার নাম কি?
অবুঝ মনে কেউ বলেনি
‘যা চলে যা ছি:’।
৫.
চোখের নিচে বালিকা বেলা
কাঁপছে কেবল বুক,
সুখ সয় না হতভাগার
বন্ধ রাখি চোখ।
৬.
দয়া মানি আকাশ মেঘ
আবার যেন পাখি,
দয়ায় দয়ায় ভুলে গিয়ে
কাকে যেন ডাকি।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম.
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
রাকিব পলাশ বলেছেন: ভালো লাগলো_
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
রাকিব পলাশ বলেছেন: ভালো লাগলো_
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: দয়া মানি আকাশ মেঘ
আবার যেন পাখি,
দয়ায় দয়ায় ভুলে গিয়ে
কাকে যেন ডাকি
ভালো লাগলো।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
বান০০৭ বলেছেন: দয়া হবে দয়া? একটু দয়া দাও,
দয়া দিতে প্রয়োজনে প্রাণ নিবে-নাও।
মাইরা ফালাইবার দয়া!!!
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
গোপলা বলেছেন: খুব সুন্দর
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১২
সুমন কর বলেছেন: ছন্দময় অণুকাব্য ভাল লাগল।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
ফা হিম বলেছেন: অসাধারণ সব ছন্দের কারুকাজ।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫
বাংলার পাই বলেছেন: চমৎকার!
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
অর্বাচীন পথিক বলেছেন: খুব ভাল লাগলো
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
রোমেল আশরাফ বলেছেন: ফুন্দর ফুন্দর
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫১
জুপিটার মুহাইমিন বলেছেন: ভাল লাগল.... বস!
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০
বহ্নি শিখা বলেছেন: খুব ভাল------------
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৯
কিউপিড রিটার্নস বলেছেন: ভাল লাগলো।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৩
লীন প্রহেলিকা বলেছেন: নদীর নাম কাঁন্না হলে
বেদনার নাম কি?
অবুঝ মনে কেউ বলেনি
‘যা চলে যা ছি:’
প্রাণের সহজ উচ্চারণ। সাবলীল প্রকাশ ভঙ্গির চর্চা করলেও আমি কেন জানি পারি না। আপনি সেই কাজটি খুব দক্ষ হাতে করেছেন। অভিনন্দন সহ শুভেচ্ছা কবি।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯
মামুন রশিদ বলেছেন: আপনি সুন্দর লিখেন । ভালো লেগেছে ।
১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
তাসজিদ বলেছেন: +++++++++++++++ দিলাম
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮
সাফরিনলিপি বলেছেন: নদীর নাম কাঁন্না হলে
বেদনার নাম কি?
খুব ভাল !!সামনে এগিয়ে চলুন, অনুসরন করলাম।