নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেলুন অথবা নাফের সারথী

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

নুপা আলম

আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............

নুপা আলম › বিস্তারিত পোস্টঃ

নুরা পাগলার দেশে

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫

মধ্য রাতের পরিপাটি জোছনায় বসে থাকা কুকুরটি

কেন যেন মনে হয় দেয়ালের দিকে দৃষ্টি দিয়েছে ফের

দেয়ালের প্রতি প্রতিহিংসার প্রেমে জ্বলছে চোখ-পুড়ছে আঙ্গিনা,

তাহলে আমিও দেয়াল হবো; দাঁড়িয়ে থাকবো দেয়ালের মতো

নীরব দাঁড়িয়ে থাকার চেয়ে আর কি প্রাপ্তি থাকবে বাকি,

কেউ কি জানে দেয়াল কেন দাঁড়িয়ে থাকে দেয়ালের মত

দেয়ালের স্বপ্ন কি হতে পারে; কে স্বপ্ন এঁকে দেয় তার গায়ে?

পৃথিবীতে কেউ কি বলতে পারে কি থাকে আর কি তার নেই?



সীমানা দেয়ালে আমার স্বপ্ন সমুহ ইটের মতো বিন্যাসিত হয়

নিপুন শিল্পী ভাজে ভাজে জমা রাখে দৃষ্টির ভিন্নতায়,

রক্তকে সিমেন্ট ভেবে উপহরণ করে নেয় তৈরী হয় দেয়াল,

বিপরীত স্বপ্ন মতো বুকে বেয়ে বেড়ে উঠে ফুলের লতা

পাতা বাহার টপে ভার দেয় যাপিত জীবনের ভুল,

আমি দেয়াল হবো তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকবো ফের

বন্ধু ভেবে কুকুরকে বলে দেবে মনে কথা-

নুরা পাগলার দেশে দেয়াল মানেই প্রতিবন্ধকতা নই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । / চিহ্নের ব্যাবহার ভালো লাগে নি ।

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.