![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
যাপিত রঙের বর্ণ সাদা-সাদা মেঘ হলে
কালো কালো ছায়ারা আসবে ফিরে
চোখের কোণে জল মুছে দেবে কেউ
কে ছিল তখন আর কে ছিল না
ওটা জেনে নিয়ে কি হবে আর?
জীবনের রঙে মিশে গেছে রঙ;
রঙ আবার কি গৌবর দেখাতে চাও,
আমি রঙের মানুষ নই; রঙ তো বিলুপ্ত।
সেই কবে রঙ হারিয়ে ডুবে যায় অন্ধকার
ফের যদি রঙ দাও রঙের মতো কিছু
তবে কি বলতে চেয়েছিল অনাদরের শৈশব?
এখানে রঙ ছিল একদিন রঙের মতো কিছু
গ্লাসে মিশিয়ে পান করে কেউ একজন
যুবতি হয়েছিল সেই এক বিকেল বেলায়,
রঙহীন বোকারা ক্রমাগত ক্লান্তিতে
সে থেকে রঙ রঙের মতোই চলে যায়।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
কলমের কালি শেষ বলেছেন: ভাল লিখেছেন কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: রং ও রংহীন হয়ে যায় সময়ের স্রোতে........................