![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
নি:সঙ্গ দেয়ালে ঘড়িটি ঢং ঢং শব্দে কিছু বলছে
আশে-পাশে একটি টিকটিকি ঘুরে বুঝতে চেষ্টা করে
ঘড়ির ভাষা ও ঘূর্ণিমান কাটার গতিপথ,
এ মুহুর্তে দেয়ালের টিকটিকির মতো আমিও একা
আমিও বুঝতে চাই ঘড়ির পরিক্রমার রহস্য
এক-একটি শব্দে জীবনের ব্যয় কতটুকু বুঝে ঘড়ি
নাকি কেবল সময়কে এগিয়ে নেয়ার আনন্দ শব্দটি?
শব্দ থামে না; টিকটিকি চলে যায় দেয়ালের ওপারে
আমারও যেতে হই দেয়ালকে চিনবো বলে
দেয়াল ও টিকটিকি অবিকল আমার মতো।
ঘড়ি এবার তুমি থেমে যাও নিজের মতো
টিকটিকির মতো আমি ও দেয়াল মুক্তি চাই
আমি আশ্রয়হীন স্বভাবে দাবির ভিন্নতা চাই
শর্ত চাই না প্রেমহীন যৌনতা চাই
আকুলতা চাই না লম্পট্যের উল্লাস চাই,
মানুষ চাই না পশু চাই, পশুত্বের কোমলতা চাই
জন্মের আগে মৃত্যু চাই ছুটির আগে অবসর চাই
ঘৃণা চাই কেবল নিষ্পাপ ঘৃণা মুক্তির ঘৃণা
দয়ালু শাসক নই জল্রাস রাষ্ট্র চাই
আমি আমার মৃত্যু চাই তিলে তিলে যন্ত্রণা চাই।
২| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৩
সরদার হারুন বলেছেন: After all good.