![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............
মানষিক সংঘাত-সংশয় বাড়লে নীরবতা ভেঙ্গে
যার যেটা ইচ্ছে ভাবতে পারেন; যেমন ইচ্ছে বলতে পারেন,
কারো ভাবা এবং বলার স্বাধীনতায় প্রতিবন্ধকতা রাখতে চাই না।
নিশ্চুপ দাঁড়িয়ে গোপনে এঁকে দিতে চাই স্বপ্ন-সম্ভাবনার ফসল,
আমি উৎপাত চাই না-উত্তেজনা চাই না
চাই না কেউ আমাকে বিশ্বাস করুক-ভালোবাসুক
আমি নিরবতা চাই-আমি চাই স্রোতের পতন।
বির্বণ সকাল আর হাতের তালু থেকে সফেন রোদ
প্রগাঢ়তার অলৌকিক রাস্তায় সারিবদ্ধ বন্ধ বাল্ব
যদি আঁধারে হেঁটে যাও তবে তুমিও ভাবতে পারো
সেই সব কালো তিল আর নেই নিমিষেই মিশে গেছে,
যদি ইচ্ছে জাগে চিৎকার করে বলতে পারো
নীরবতা মানো না তুমি; তোমার গোপনীতা নেই,
তুমি তোমার কাছে জিম্মি হয়ে গেলে আরেকবার।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । +