![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
মানিব্যাগে সাধারণত টাকা, ভিজিটিং কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড রাখা হয়। আবার অনেক সময় একাধিক ডেবিট বা ক্রেডিট কার্ডও ব্যবহার করা হয়। অনেকেই ভাবেন, যদি একটি কার্ড দিয়েই সব কাজ সারা যেত!
ভারী মানিব্যাগ হালকা করার জন্য এবার আসছে নতুন একটি পণ্য। সব ধরনের ইলেকট্রনিক কার্ডের বিকল্প হবে একটিমাত্র কার্ড। কার্ডটির নাম দেওয়া হয়েছে ‘কয়েন কার্ড’। কার্ডটি যেকোনো ক্রেডিট কার্ড, গিফট কার্ড, লয়ালিটি এবং মেম্বারশিপ কার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।
কয়েন কার্ডটি বিভিন্ন রকম ইলেকট্রনিক কার্ডের সঙ্গে সংযুক্ত থাকবে। স্মার্টফোনের বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রনিক কার্ডগুলোকে কয়েন কার্ডের সঙ্গে সংযুক্ত করা যাবে। কয়েন কার্ডে থাকবে একটি ডিজিটাল ডিসপ্লে। এ ডিসপ্লেতে সংযুক্ত সব কার্ডের তথ্য দেকা যাবে। সেখান থেকে পছন্দমতো যেকোনো একটি কার্ড ব্যবহার করতে পারবেন। ১২৮ বিটের এনক্রিপশন পদ্ধতির সাহায্যে এটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযোগ স্থাপন করবে।
কয়েন কার্ডটির রয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকবে এবং আওতার বাইরে গেলেই স্মার্টফোনে সতর্কবার্তা পাওয়া যাবে। কাজেই কয়েন কার্ডটি হারিয়ে গেলে কিংবা চুরি হলেও তথ্য চুরির ভয় নেই। প্রতিটি কয়েন কার্ডে একটি করে ব্যাটারি আছে, যা দুই বছর ধরে চলবে। আশা করা হচ্ছে, আগামী ২০১৪ সালের মাঝামাঝি সময়ে বিশেষ এ কয়েন কার্ডটি বাজারে পাওয়া যাবে। কার্ডটির খুচরা মূল্য ধরা হয়েছে ১০০ মার্কিন ডলার। তবে অগ্রিম অর্ডারের মাধ্যমে এটি ৫০ ডলারেও পাওয়া যাবে।
সুত্র: প্রথম আলো
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮
নূর আদনান বলেছেন: তা তো বটেই
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: বেশ ভালতো...
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
নূর আদনান বলেছেন: বেশ ভাল, আবার বেশ খারাপও হতে পারে...
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
তামিম ইবনে আমান বলেছেন: হ্যাকারদের জন্য সুবিধা। এখন একবার হ্যাক করলেই একজন মানুষ হ্যাকারদের হাতের মুঠোয়।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
নূর আদনান বলেছেন: হুম্ তইতো দেখছি একটা কার্ড হ্যাক করলেই একজন সর্বশান্ত...
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
নূর আদনান বলেছেন: কেমন আছেন? কাল প্রথম অনেক ব্লগারের ছবি দেখলাম, আপনার ছবিও দেখলাম ভাই।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
নূর আদনান বলেছেন: শুধুই ভাল? খারাপও হতেপারে কিন্তু।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
েমাহাম্মদ েমাজােম্মল হক বলেছেন: ভালো খবর