![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Complex Number তথা জটিল সংখ্যা সম্পর্কে যিনি প্রথম ধারণা দেন, তিনি আমাদের কাছে একেবারেই অপরিচিত। কিন্তু তৎকালীন সময়ে তিনি কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তা আজ তাঁর সম্পর্কে না জানলে বুঝতামই না...।
তিনি ছিলেন একাধারে ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি । নামে জিরোলামো কার্দানো(Girolamo Cardano) ।তিনি ১৫০১ সালে ইতালির পাভিয়াতে জন্মগ্রহণ করেন।এবং ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাধর ছিলেন।তিনি ১৫৪৩ সালে পাভিয়া বিশ্ববিদ্যালয়ে এবং ১৫৬২ সালে বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন।
তিনি এতো বড় মাপের একজন জ্যোতিষী ছিলেন যে, যীশুখ্রিস্টের রাশিফলও প্রকাশ করেছিলেন। এ কারণে অবশ্য তিনি ১৫৭০ সালে তাকে ধর্মদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার করা হয়। কিন্তু পোপ ৫ম পিউস তাঁকে মুক্তি দেন।
যদিও তাঁর শৈশবকাল কেটেছে দুঃখের সাথে ও বৃদ্ধকালে হতাশা এবং বেদনাই ছিলো তাঁর একমাত্র সঙ্গী।
কার্দানো প্রায় ২০০টির মত বই লিখেছিলেন, তবে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল “Ars Magna” বইটি। এই বইতেই প্রথম Cubic equation এবং Quartic equation এর Solution প্রকাশিত হয়, যদিও এই সমাধান দুইটির পিছনে তাঁরই দুই ছাত্র তারতাইলিয়া ও কার্দানোর সহকারী লুদোভিকো ফেরারি-র অবদান ছিল। কার্দানো তাঁর সময়কার বীজগণিত ও ত্রিকোণমিতিতে জ্ঞানসম্পন্ন একজন অসাধারণ গণিতবিদ ছিলেন। কার্দানোর আরেকটি বিখ্যাত বই হল “Liber de ludo aleae” যাতে Probability এর একেবারে প্রাথমিক কিছু গাণিতিক ধারণা সন্নিবিষ্ট হয়েছে। এই বইতে কার্দানো তাঁর জুয়াড়ি জীবনের অভিজ্ঞতা কাজে লাগান।
মৃত্যুর কিছুদিন আগে কার্দানো তাঁর আত্মজীবনী “De propria vita” লেখা শেষ করেন। আগেই বলেছি, কার্দানোর ব্যক্তিজীবন সুখের ছিল না। কেননা, তাঁর এক ছেলেকে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং তাঁর আরেক ছেলেকে বিভিন্ন অপরাধের কারণে প্রায়ই কারাগারে যেতে হতো।
তিনি ১৫৭৬ সালে পরলোক গমন করেন।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৯
রক্তিম দিগন্ত বলেছেন:
পোস্টটি ভাল। কিন্তু ছবিটার অর্থ বুঝলাম না আসলে।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:১৬
মার্কো পোলো বলেছেন:
চমৎকার তথ্যসমৃদ্ধ, কিন্তু সবুজ টি শার্ট পরা ব্যক্তিটা কে বলবেন কি??
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:২১
মানবী বলেছেন: জিরোলামো কার্দানোর সবুজ টি শার্ট পড়া এমন স্পষ্ট ছবি থাকতে, সাদাকালো ঝাপসা স্কেচ ব্যবহারের কি প্রয়োজন!!! :-)
পোস্টের জন্য ধন্যবাদ নূর সালাম।