নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষিত হওয়ার অর্থটা কি ? যদি না অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্যটা বলার সাহস বুকে না রাখতে পারি ? তাই আমার এই পথ চলা যেন হয় সত্যের অধিকার ফিরিয়ে দেয়ার।

নূর সালাম

নূর সালাম › বিস্তারিত পোস্টঃ

" আবারো এসেছি বিশ্বসম্মুখে মোরা, ছয় দফা দাবি নিয়ে.."

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

নিজের অধিকার আদায়ে নয়, বিশ্ব-মানবতার মুক্তির চেতনায় জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

উত্থাপিত ছয় দফা প্রস্তাব হল-

এক. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে।

দুই. নিরপরাধ বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা (সেইফ জোন) তৈরি করা যেতে পারে, যেখানে তাদের সুরক্ষা দেওয়া হবে।

তিন. বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

চার. রোহিঙ্গা সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।

পাঁচ. রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার যে রাষ্ট্রীয় প্রপাগান্ডা মিয়ানমার চালাচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।

ছয়. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে।

বৈঠকে তিনি আরো বলেছেন, “আমরা এই ‘জাতিগত নির্মূল’ অভিযানের অবসান দেখতে চাই। আমাদের মুসলমান ভাইদের এই দুর্দশার অবসান চাই। এই সঙ্কটের সূচনা হয়েছে মিয়ানমারে এবং সেখানেই এর সমাধান হতে হবে।”

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

সোহাগ সালেহ বলেছেন: এই ছয় দফা প্রধানমন্ত্রী কার কাছে কোথায় পেশ করেছেন? তথ্য দিলে ভালো হতো।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সূত্রটা দিলেন না কেন?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


"এক. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে। "

-হিন্দু রোহিংগাদের হত্যা চলতে থাকার দরকার আছে, মনে হয়!

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:

"ছয়. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে। "

-মুল সাহায্য আসার কথা জাতি সংঘ, জাপান, কানাডা, ইউরোপ ও আমেরিকা থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.