নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কাঠাঁলের মর্ম বেদনা
নূর মোহাম্মদ নূরু
আজকে আমি বলবো শুধু কাঠাঁল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।
আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠাঁলের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?
আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাঁল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাঁল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাঁল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাঁল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।
চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাঁল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।
উৎসর্গঃ মো: নিজাম উদ্দিন মন্ডল ভাইকে
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখ রাঙ্গান কেন ??
২| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকাল নাকি অনেকে লবণ ছাড়াই ঐ গাছের পাতা সাবাড় করে ফেলছে?
তাদের জন্য ফ্রীতে কাঁঠলপাতা সাপ্লাই দেয়া হবে।
১৭ ই মে, ২০১৮ রাত ৮:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিকানাটি বলেন,
ট্রাকটর পাঠিয়ে দিচ্ছি!
৩| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূরু ভাইকে উম্মমমমমমাহ্
শাহ আজিজ ভাইয়ের প্রোপিক দেখেছেন???
উনার কি হয়েছে?
উনার খবর জানেন????
উনার পেজে গিয়ে দেখে আসুন!!
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভাই কেন বিরস বদন
আমি বানাইছি আপনাকে মদন!!
সাথে ভাই সব সময় আপনি যে সুজন
কেন অযথা ছোট কথায় ভার করেন মন।
৪| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:৫৩
ঢাবিয়ান বলেছেন: কাঠালের কদর বাড়াতে কাঠাল কাঠের ফার্নিচার বানানো শুরু করে দেন । তারপর ছবি দেন
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার বাসার সোফা সেটটি কাঠাল কাঠের !
মন্দনা, ঘুনে ধরেনা, দেখতে সুন্দর টেকসই ও বেশ!!
৫| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: কাঠাল নিয়ে এত সুন্দর করে লিখেছেন যে আমি মুগ্ধ!!!
তবে এই ফলটা আমার পছন্দ না।
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই সবার সব কিছু পছন্দ নাও হতে পারে
তবে আমি কাঁঠাল পছন্দ করি কারণ তুলনামূলক
কম টাকায় বেঢপ সাইজের কাঁঠাল পরতা ভালো!!
পেট ভরে কম টাকায়!
৬| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:১৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: কাঁঠাল নিয়ে লেখা সুন্দর হয়েছে।
তবে কাঁঠাল খেতে ইচ্ছা হয় না, যদিও নিজের অনেক গাছ আছে কাঁঠালের
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাঁঠাল আমাদের জাতীয় ফল
ইজ্জত দিতেই হবে!
ভালো থাকবেন।
৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:৫৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: কাঁঠাল নিয়ে কিছু কাঁঠালিপনা
পড়লে কিন্তু মন্দ হয় না
http://www.somewhereinblog.net/blog/jislam100/30239786
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"উৎসর্গঃমো: নিজাম উদ্দিন মন্ডল ভাইকে#)"