নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
গত মার্চে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘আইপে’ সিস্টেমস লিমিটেড। নগদ অর্থের পরিবর্তে আইপের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে নিজস্ব ‘ই-ওয়ালেট’ খুলে পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্মটিকে ‘বাংলাদেশের পেপাল’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি হিসেবে অনুমোদিত। আইপে আ্যাপের মাধ্যমে নগদ টাকা ছাড়াই দৈনন্দিন জীবনের কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করা যাবে। পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহারকারীর ব্যাংক হিসাবও সহজেই সংযুক্ত করা যায় আইপে অ্যাপ অ্যাকাউন্টে। কেননা বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে আইপে। অ্যান্ড্রয়েড ও আইওএস-সমর্থিত স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায় আইপে ওয়ালেট। আইপে হচ্ছে সম্পূর্ণ ক্যাশলেস একটি সেবা। গ্রাহককে ই-ওয়ালেটে ব্যালেন্স লোড করার জন্য অবশ্যই স্বীকৃত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট অথবা ক্রেডিট/ডেবিড কার্ড থাকতে হবে। আবার ই-ওয়ালেট থেকে অর্থ ট্রান্সফার করার জন্যও ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে হবে। ক্যাশ বা নগদ টাকার কোনো ব্যবহার এখানে নেই, যা বিকাশ কিংবা রকেটে আছে। এজেন্টের কাছ থেকে বিকাশে বা রকেটে ক্যাশ-আউট করা যায়।’ ক্যাশের ব্যবহার না থাকায় এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকায় এ ব্যবস্থায় পূর্ণ নিরাপত্তা থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইপে সেবা পেতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ই-ওয়ালেটে লোড (জমা) করে রাখতে হবে। সেখান থেকেই কেনাকাটা করা, পরিসেবার বিল পরিশোধ, ট্যাক্স, ট্রান্সপোর্ট ও টিউশন ফি পরিশোধ করা যাবে। একজন গ্রাহক একদিনে সর্বাধিক ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন এ ব্যবস্থার মাধ্যমে। আর এক মাসে তার মোট ব্যয়ের সীমা থাকবে দুই লাখ টাকা। ব্যক্তিগত ই-ওয়ালেটে একজন সর্বাধিক চার লাখ টাকা জমা রাখতে পারবেন। টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, ট্যাক্স, ট্রান্সপোর্ট ও টিউশন ফি পরিশোধসহ সব ধরনের পণ্য ও সেবা ক্রয় করা যাবে আইপে দিয়ে। ব্যক্তিগত অর্থ লেনদেনে এতে কোনো চার্জ কাটা হবে না
আইপে ওয়ালেট খুলতে ক্লিক করুন এখানে
আইপে ওয়ালেট চালুর জন্য গ্রাহককে অ্যাপস ডাউনলেডের পর চার ধাপে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথম ধাপে প্রফাইল, নাম ও মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পরিচয়পত্রের কপি, ঠিকানা ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য দিলেই অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। আর ভেরিফাই না হলে কোনো গ্রাহক লেনদেন করতে পারবেন না।
তা হলে আ্জই ট্রাই করুন আইপে ওয়লেট। শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত ক্রমান্বয়ে সব আউটলেটে গ্রহনযোগ্য।
তবে মাছ বিক্রেতা বা শবজি বিক্রেতাকে
মনে করলে ভুল হবে।
২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১/২/৫ টাকার ব্যবহার বন্ধ করে ডিজিটাল মানিতে যেতেই হবে...
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটালাইজড হবে সব !!!!!
৩| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আর বছর পাচেকের ভেতর আশাকরি বাংলাদেশ সহ গ্লোবালই ক্যাস টাকার ব্যাবহার বন্ধ হয়ে যাবে।
তখন দেশে ক্যাসের স্থাননিবে ইলেকট্রনিক মানি (টাকা)
তখন ভেরিফাইড একাউন্ট বাদে কেউ কেনাকাটা লেনদেন করতে পারবে না।
বড় এমাউন্টের ঘুষ সম্পুর্ন বন্ধ হবে।
আরো বন্ধ হবে জঙ্গি ফান্ডিং অবৈধ লেনদেন।
এরপরও ঘুষ চলবে সেটা আগেরদিনের মত মুরগি... লাউ ইত্যাদি।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তাই বিশ্বাস!
৪| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৭:২১
সোহানী বলেছেন: ভালো উদ্যোগ...।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: টাকা'ই তো নাই- আইপে করে কি করবো?
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টাকা দিবে ফুরাডান !!
৬| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম গাজী বলেছেন: সুন্দর তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় লেখক। শুভকামনা শতত।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
নিজাম গাজী ভাই।
শুভেচ্ছা আপনার জন্য
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আইপের পেমেন্ট কি সব আউটলেটে গ্রহণযোগ্য?
কোন কোন সেবা সংস্থা তাদের সেবার মাধ্যমে পেমেন্ট এক্সেপ্ট করে?
সার্ভিস চার্জ কত?
জানার আছে অনেক কিছু - - - -