নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত খুলনার সাংবাদিক মানিক সাহা। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অকুতোভয় সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশকর্মী, বীর মুক্তিযোদ্ধা মানিক সাহা। তিনি খুলনায় সংবাদ ও নিউএজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রদায়িকতা, মানবাধিকার লঙ্ঘন ও শোষণ-বৈষম্যের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে হলে স্বাধীন মত প্রকাশ ও মুক্ত সাংবাদিকতা জরুরি। পেশাগত দায়িত্ব পালনকালে মানিক সাহা সে কাজই করেছেন। তিনি ধর্মান্ধতাসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন, তাদেরকে রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন। এ কারণে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। ২০০৪ সালের আজকের দিনে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন তিনি। মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত খুলনার সাংবাদিক মানিক সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের এদিনে খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুরে প্রবেশ মুখের রাস্তায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হন মানিক চন্দ্র সাহা। মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক মানিক সাহার ১৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
মানিক সাহার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার চালতেতলা গ্রামে। মানিক সাহা কালিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, কালিয়া মহাবিদ্যালয় থেকে এইচএসসি এবং খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে স্মাতক পাশ করেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, খুলনা চ্যাপ্টারের সভাপতি ছিলেন তিনি। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত মানিক সাহা ছাত্রজীবন থেকে অসাম্প্রদায়িক চেতনায় লালিত কর্মজীবনেও নিজেকে নিয়োজিত রেখেছিলেন সাধারণ মানুষের ভাগ্য বদলের লড়াই-সংগ্রামে। বুর্জোয়া শাসক-শোষক শ্রেণি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সদা সোচ্চার ছিল তার কণ্ঠ ও ক্ষুরধার লেখনী।
যেভাবে হত্যা করা হয় সাংবাদিক মানিক সাহাকেঃ
২০০৪ সালের ১৫ জানুয়ারি। সেদিন খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন শেষে খুলনা প্রেসক্লাবে আসেন সাংবাদিক মানিক সাহা। এরপর একজন পরিচিত লোক আসেন তার কাছে। তারা কিছুক্ষণ একান্তে কথা। লোকটিকে বিদায় দিয়ে মানিক সাহা বাসায় ফেরার উদ্দেশ্যে রিকশায় ওঠেন। কিন্তু, প্রেসক্লাবের কাছাকাছি ছোট মির্জাপুরে আসতে না আসতেই দুষ্কৃতকারীরা বোমা ছুড়ে মারে তার দিকে। বোমায় মানিক সাহার মাথা উড়ে যায়। মগজ ছিটকে পড়ে রাস্তায়, পাশের বাড়ির সীমানা প্রাচীরে। আর লাশ পড়ে থাকে রাস্তায়। বোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেসক্লাব থেকে সাংবাদিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। তারা পরনের কাপড় দেখে মানিক সাহাকে শনাক্ত করেন। এ হত্যাকাণ্ডের দু’দিন পর ১৭ জানুয়ারি মামলা দায়ের করা হয়। খুলনা সদর থানার এসআই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০০৪ সালের ২০ জুন খুলনা থানার তৎকালীন ওসি মোশাররফ হোসেন ৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিরা হচ্ছে বুলবুল, আলী আকবর ওরফে শাওন, আকরাম ওরফে বোমারু আকরাম, নুরুজ্জামান ওরফে সুমন এবং মিঠু। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে কেএমপির ডিবির পরিদর্শক চিত্তরঞ্জন পাল ২০০৭ সালের ২ ডিসেম্বর অধিকতর তদন্তের চার্জশিট দাখিল করেন। এতে শুধু আবদুল হাই ইসলাম ওরফে কচির নাম অন্তর্ভুক্ত করা হয়।
একযুগ পরে ২০১৬ সালে মামলায় নয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেয়া হয়। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার ২০১৬ সালের ৩০ নভেম্বর বিল্লালসহ আলোচিত এ মামলায় নয়জনকে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন। এরা কারাগারে আছেন। সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বেল্লাল, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা পলাতক। এ মামলায় দু’জনের বেকসুর খালাসপ্রাপ্ত হলেন ওমর ফারুক ওরফে কচি ও হাই ইসলাম ওরফে কচি। এছাড়া বিস্ফোরক মামলায় ১০ আসামিকে খালাস দেয়া হয়েছে।
খুলনার সাংবাদিক মানিক সাহার হত্যার পুনঃতদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক সমাজসহ বিশিষ্টজনেরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মানিক সাহার হত্যাকারীরা সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত। বিএনপি-জামায়াত সরকারের আমলে তাদের দলীয় ক্যাডাররা তাকে হত্যা করেছে। অবিলম্বে পুনঃতদন্ত করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। নেতারা বিস্ফোরক অংশের মামলা পুনঃ তদন্তের দাবি জানান। কারণ মানিক সাহা হত্যা ঘটনার দুটি মামলার বিচার শেষ হলেও বিস্ফোরক অংশে সবাই খালাস পেয়েছে। সাংবাদিক মানিক সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। মানিক সাহার শারীরিক মৃত্যু হলেও কাপুরুষরা তার আদর্শকে হত্যা করতে পারেনি। মুক্তবুদ্ধির স্বাধীন চর্চা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তার বর্বরোচিত হত্যার পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাসহ হত্যার নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রখ্যাত সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে হয় চোখের উন্নতি হয়েছে !!
একটু উন্নতিতেই আগের মূর্তি ধারণ করছেন?
ধীরে বৎস, ধীরে !! এত আস্ফালন করা ঠিক নয়?
কেহ যানতে চেয়েছেন কিনা তা আপনার বোধগম্য
না হবারই কথা। তবে আমি কৃর্তমানদের গুণগান করতে
পছন্দ করি তাই বলে যাই, কে শুনলো আর কে কানে আঙ্গুল
দিয়ে রাখলো তা আমার বিবেচ্য নয়! ঠাকুরের মন্ত্র কি বলির পাঠার
মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে ?
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনার দোয়ায় চোখের আরো অবনতি হয়েছে; এদিকে বসে থাকতে থাকতে পকেট খালি, চাকুরী নিতে হয়েছে; ম্যানেজারকে ফাঁকি দিচ্ছি, ওরা জানে না যে, আমার চোখে সমস্যা আছে! আপনি আবার দোয়া করে দিয়েন না, তাতে ম্যানেজার টের পেয়ে যাবে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে বেচারা!! শেষ বয়সে প্রতারণা!
আশ্রয়ও নিতে হলো।
দেশে চলে আসেন ! মুক্তিযোদ্ধাদের জন্য
অনেক ভাতা আছে।
তবে সমস্য হবে
কচি নারী স্পর্শ পাবেন না সাদা চামড়ার দেশের মতো।
এখানে ওমন ভীমরতি ধরলে মাইর একটাও মাটিতে পরবেনা।
বাঙ্গালী ললনা বড় কঠিন জিনিস।
পরামর্শঃ সেফুদার সাথে যোগাযোগ
করে দেখতে পারেন, একটা গতি হতেও পারে।
মদ্য পান করবেন আর .....................বেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
মাহমুদুর রহমান বলেছেন: প্রখ্যাত সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
চাঁদগাজীর সঙ্গে আমি সহমত পোষন করলাম।উনার কথায় যুক্তি আছে।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবতো তার সমস্যা আর প্রতারণার কথা বললেন।
কাউকে প্রতারণা করার কি এমন যুক্তি থাকতে পারে
আমার মাথায় ঢুকছে না !!
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: পোষ্টের চেয়ে মন্তব্য পড়ে জটিল মজা পেয়েছি।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গুরু এই বয়সেও যে হাওয়াই মিঠা্ই
খাবার জন্য বিদেশে পড়ে আছে তাতে তার
ফুলের মতো চরিত্র প্রকাশিত !! মজা পাবারই কথা
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
কেহ কি জানতে চেয়েছেন, উনি মরনোত্তর পদক পেলেন, নাকি তার আগে পেয়েছেন? উনার মৃত্যু কি পদক পাবার যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছে?