নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ভারতীয় বাঙালি লেখিকা বাণী বসু। তিনি উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। বর্তমানে তিনি ভারতের বিজয় কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা। আজ এই সাহিত্যিকের জন্মবার্ষিকী। ১৯৩৯ সালের আজকের দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ভারতীয় বাঙালি সাহিত্যিক বাণী বসুর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
বাণী বসু ১৯৩৯ সালের আজকের দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ। ইংরেজী সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর ১৯৬২ সালে কলকাতা বিশবিদ্যালয়ে ইংরাজী সাহিত্যে এম.এ. করেন ।বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পারদর্শিতার নজির রাখেন। তাঁর প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তাঁর অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। বিখ্যাত উপন্যাস সমুহঃ জন্মভূমি মাতৃভূমি, মৈত্রেয় জাতক, অন্তর্ঘাত. কিনার থেকে কিনারে, উত্তরসাধক. পঞ্চম পুরুষ. বৃত্তের বাইরে,রাধানগর, কাক জ্যোৎস্না, একুশে পা, অশ্বযোনি, ফেরো মন, অষ্টম গর্ভ (২টি খণ্ডে) তাঁর উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, প্রকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)। বাণী বসু লেখার স্বীকৃতি স্বরুপ ১৯৯১ সালে তারাশঙ্কর পুরস্কার, ১৯৯৭ সালে আনন্দ পুরস্কার, ১৯৯৯ সালে বঙ্কিম পুরস্কারএবং ২০১০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। আজ এই সাহিত্যিকের জন্মবার্ষিকী। ১৯৩৯ সালের আজকের দিনে তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ভারতীয় বাঙালি সাহিত্যিক বাণী বসুর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত পাঠকরে হইচই
মন্তব্য গড়াইয়া গেলো কই?
২| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: নুরু ভাই কিছু কুদরতী পাঠক আছে।
১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ বরকত দিছে!!
এসব হইছে আল্লাহর কুদরত।
কথায় আছেনা,
তিনি যারে দেন, ছাপ্পর মাইরা দেন।
তা আপনি এত দিন কই আছিলেন !!
৩| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আমারও একবার এক পোষ্ট ১১৩৭ বার পঠিত হয়েছিল। হা হা হা
১১ ই মার্চ, ২০১৯ রাত ১০:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গায়েবী পাঠক !!
এতবার পঠিত তবুও
নির্বাচিত তকমা লাগেনা !!
৪| ১১ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪১
মাহমুদুর রহমান বলেছেন: ভালো ভিউই তো উঠল ।
ভালো লাগলো পোষ্টটা।
১২ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক্ই বলে পোয়া বারো
বা
আঙ্গুল ফুলে কলাগাছ
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখাটি ১১১৮বার পঠিত হয়েছে !!
আমি হতবাক !! বাকরুদ্ধ !!
এত পাঠক ছিলো কই !!