নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অতিরিক্ত সেলফোন ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিঃ নিরাপত্তার জন্য আবশ্যক এর পরিমীত ব্যবহার

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭


বাংলাদেশে সেল ফোনের গ্রাহক সংখ্যা ১৬ কোটি অতিক্রম করেছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে দ্রুত লয়ে বাড়ছে সেলফোনের ব্যবহার। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত এমনকি ভিখারীরাও ব্যবহার করছে একাধিক সেল ফোন। কেউ প্রয়োজনে কেউবা অপ্রয়োজনে কেউবা আবার সন্ত্রাসী কার্য পরিচালনার জন্যেও ব্যবহার করছে বিজ্ঞানের আশির্বাদ এই সেল ফোন। যে কোন কাজেরই থাকে একটা বিরূপ প্রতির্ক্রীয়া। সেল ফোন অনেক মানব জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর রয়েছে ক্ষতিকারক একটা ক্ষতিকর প্রভাব। বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ সেলফোনের ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর। সম্প্রতি এক গবেষণার পর এই তথ্য প্রকাশ করেন বিজ্ঞানীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সেলফোন থেকে বের হওয়া বিকিরণের (রেডিয়েশন) ফলে মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি সাধিত হচ্ছে। এর ফলে মাথা, হূদপিন্ড ও অস্থি সংযোগের ক্ষতি ছাড়াও কমে যাচ্ছে মানুষের প্রজননক্ষমতা। সেলফোন ব্যবহারের ফলে গ্রাহকরা সবচেয়ে বেশী যে সমস্যাটির সম্মুখীন হয় তা হলো হাত ও ঘাড়ের বিভিন্ন সংযোগের ব্যাথা। অধিক মেসেজ পাঠানোর ফলে আঙ্গুলের হাড়গুলোর সংযোগ দূর্বল হয়ে পড়ে। যার ফলে অল্প বয়সেই বাতের মতো আরও বিভিন্ন হাড়ের সমস্যা দেখা দিচ্ছে বলে উল্লেখ করেন অস্থি বিশেষজ্ঞ ড. নিরদ ভেংসরকার। যারা কাজের সময় ঘাড় ও কাধের সাহায্যে সেলফোন ধরে কথা বলেন তাদের ঘাড়ের হাড়ে ক্ষয় দেখা দিতে পারে। এছাড়াও মেসেজ পাঠানোর সময় সঠিকভাবে না বসার ফলে অন্যান্য হাড়ে সমস্যা দেখা দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি। হাড়ের এই সমস্যার সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এর থেকে মুক্তি পেতে নিরবিচ্ছিন্নভাবে মেসেজ পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দেন ভেংসরকার।
সেলফোন থেকে উত্পন্ন বিকিরণে হূদপিন্ডেরও ক্ষতি হয়। হূদপিন্ডের স্বাভাবিক সঞ্চালনে এই বিকিরণ কোন বাধা সৃষ্টি করে কিনা এ ব্যাপারে এখনও গবেষণা চলছে। তবে যেসব মানুষ সার্জারির পর পেসমেকার বা ডিফাইব্রিলেটর ব্যবহার করেন তাদের জন্য এই বিকিরণ বেশ ক্ষতির কারণ হতে পারে বলে জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হূদরোগ বিশেষজ্ঞ সুরেশ ভিজান। সেলফোনের বিকিরণ এই যন্ত্রগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এমনকি এই বিকিরণের ফলে যন্ত্রগুলো বন্ধও হয়ে যেতে পারে। এক গবেষণায় দেখা যায় যে, বিকিরণের এই ক্ষতিকর প্রভাব হ্যান্ডসেট থেকে যন্ত্রগুলোর দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্যামিতিক হারে হ্রাস পায়। সেলফোনের বিকিরণ থেকে পেসমেকার বা ডিফাইব্রিলেটরকে রক্ষার জন্য এদের জেনারেটর থেকে সেলফোনকে কম পক্ষে ছয় ইঞ্চি দূরে রাখার পরামর্শ দেন ভিজান।
সেলফোনের ব্যবহার মানুষের প্রজনন ক্ষমতাকেও বাধাগ্রস্ত করে। সেলফোনের বিকিরণ শুক্রাণুর স্বাভাবিক সৃষ্টি ও চলাচলকে ব্যাহত করে। সেলফোনের বিকিরণ ও এর থেকে উত্পন্ন তাপে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় যন্ত্রের কাছাকাছি থাকা টিস্যুগুলো। এই টিস্যুগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হলো পুরুষাঙ্গ। যারা ফোনে কথা বলার সময় তাদের সেলফোনগুলো প্যান্টের পকেটে রাখে তারা বিকিরণ থেকে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হন বলে জানান ধাত্রী ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ নন্দিতা পালশেটকার। এক গবেষণায় দেখা যায়, মোবাইল বিকিরণ শুক্রাণুর কার্যক্ষমতা হ্রাস করে দেয়। এই গবেষণার জন্যে ৩২ জন পুরুষের থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়; এরা কমপক্ষে টানা এক ঘন্টা সেলফোনে কথা বলেন এবং এ সময় তাদের পুরুষাঙ্গ ও সেলফোনের দূরত্ব ছিল ২ দশমিক ৫ সেন্টিমিটার। গবেষকেরা এই দূরত্ব নির্ধারণ করেন কারণ এটি প্যান্টের পকেট থেকে পুরুষাঙ্গের স্বাভাবিক দূরত্ব। তবে এই রেডিয়েশন ডিএনএর কোন ক্ষতি করেনা বলে জানান বিশ্লেষকেরা।
বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উন্নতির সর্বোচ্চ শিখরে। ডিজিটালের হাওয়া লেগেছে উন্নয়নের ছেড়া পালে। সুতরাং সময়ের সাথে পাল্লা দিয়ে আমরাও এগিয়ে যাবো সামনের দিকে তাই বিজ্ঞানের আশির্বাদ এই সেলফোনের ব্যবহার বর্জন নয় বরং এর পরিমীত ও প্রয়োজনীয় ব্যবহার করে অপব্যবহার রোধ করে আমরা নিরাপত থাকবো এই হোক আমাদের প্রত্যয়।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের প্রেম আলাপের যন্ত্র

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা আর বলতে।
কেমন আছেন পরবাশে ?

২| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, চলছে। ব্লগে থাকুন

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেখানেই থাকুন
সুস্থ্য থাকুন।

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: কত বছর হয়ে গেল সেলফোন ব্যবহার করছি। এখনও তো কোনো অসুখ হলো না।

আজকাল ব্লগে আপনাকে পাই না কেন?? মিস ইউ ম্যান।

১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতেই হবে এমন কথা নয়
তবে সতর্কতার বিকল্প নাই।
অতিরিক্ত কোন কিছুই মঙ্গল বয়ে আনে না,
যেমন অপরূরাও !!

৪| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলফোন হচ্ছে বাংলাদেশীর অলংকার। যেভাবে সেলফোনের সাইজ বড় হচ্ছে সম্ভবত ৩২” ডিসপ্লে সেলফোন খুব দ্রুত ডেলিভারী দেবে কোনো এক প্রতিষ্ঠান। ছাত্রছাত্রী গৃহিণী তা কাঁধে করে ঘুরে বেড়াবেন।

৫| ১১ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেলফোনকে ফুলেল শুভেচ্ছা।
সেলফোনকে ফুলেল শুভেচ্ছা।

৬| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৫

মা.হাসান বলেছেন: ফোন কম ব্যবহার করে ফোনের রেডিয়েশন থেকে হয়তো বাঁচবো, টাওয়ারের রেডিয়েশন থেকে কি ভাবে বাঁচি?

আপনাকে বহু দিন পরে দেখে ভালো লাগলো। প্রতিদিন না পারুন, অন্তত সপ্তাহে একদিন পারলেও আসুন এই অনুরোধ থাকলো।

৭| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৯

বলেছেন: কেমন আছেন ?

৮| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
হতেই হবে এমন কথা নয়
তবে সতর্কতার বিকল্প নাই।
অতিরিক্ত কোন কিছুই মঙ্গল বয়ে আনে না,
যেমন অপরূরাও !!

অতিরিক্ত আমার কিছুই নেই। তাই বেশ ভালো আছি।

৯| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

হঠাৎ উদয় হলেন কোনদিক দিয়া ...!
এতদিন মনে হয় ব্লগে ঢুকতে সমস্যায় ...... ..

১০| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

নতুন বলেছেন: Click This Link

Latest study suggests smartphone radiation may not be a health risk
02 Sep 2019, 03:00AM ISTSource: ANI
A lot has been said about the radiation caused by smartphone and as 5G is being rolled out across the world, concerns about the negative effects of technology are also on the rise. A study published in the New Zealand Medical Journal notes that any potentially harmful biological effects are more commonly seen in low-quality scientific studies, Cnet reports. The researchers argue that many of the studies indicating the effect of radiofrequency (RF) radiation going beyond heating of human tissue are of low quality but get published because they are interesting. They further argue that these studies lack the consistency in terms of their results and anti-5G sentiment without scientific evidence would do more harm than good.

এরাই তো আবার নতুন স্টাডিতে বলছে যে ক্ষতিকর না B-)

১১| ২১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে এ ব্লগে আপনার এই পোস্টটি দেখে এবং এতে মন্তব্য করতে পেরে ভাল লাগছে। আশাকরি ভাল আছেন।
জনগুরুত্বপূরণ একটি বিষয় পোস্টে তুলে ধরার জন্য ধন্যবাদ। + +
মা.হাসান এর মন্তব্যের সাথে একমত- সেলফোন কম ব্যবহার করে এবং দেহ থেকে দূরে রেখে হয়তো বা রেডিয়েশন রিস্ক কমানো সম্ভব, কিন্তু ঘরের পাশে এখানে সেখানে নির্মিত টাওয়ারের রেডিয়েশন থেকে নিজেকে বাঁচাবো কী করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.