নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথার’ সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, নিহতদের মধ্যে নয়জন ঘটনাস্থলে, সদর হাসপাতালে দুজন, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং কুমিল্লা সদর হাসপাতালে একজন মারা যান। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদয়ন এক্সপ্রেসের মাঝ বরাবর দুইটি বগি দুমড়ে মুচড়ে রয়েছে। সেখানে কেউ আটকে পড়ে আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনাটি ঘটার সময় ট্রেন দুইটি চলন্ত অবস্থায় ছিল। এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা যায়, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি তুর্ণা নিশীথাকে সাইড দিচ্ছিলো। তখন উদয়ন ট্রেনের অর্ধেক বগি অন্য লাইনে ঢোকার পর বাকি বগিগুলোতে তুর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেন দুইটি উদ্ধার করতে কুমিল্লার লাকসাম ও আখাউড়ার রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার শফিক তুহিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন দুইটি উদ্ধার করতে কুমিল্লার লাকসাম ও আখাউড়ার রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
নূর মোহাম্মাদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও সবর করতে হবে।
আল্লাহ আমদের হেফাজত করুন
আর মৃত আত্মাদের শান্তিদান করুন।
আমিন।
২| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মনখারাপ হয়ে গেলো।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিনিয়তই আমরা মন খারাপের ভিতর দিয়ে যাচ্ছি।
আল্লাহ আমাদের সবর করার তৈফিক দান করুন। আমিন
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯
মোহামমদ কামরুজজামান বলেছেন:
এখন আমরা সকলেই দৌড়াচ্ছি ।তবে কখনও কখনও দৌড়ানো বন্ধ করা যে দরকার, আমরা এটি ভুলে যাচছি ।এমনকি যদি আমরা দায়িত্বশীল এবং পেশাদার অবস্থানেও থাকি ।
এই দৌড় আমাদের নিয়ে কোথায় যাচছে আমরা জানি না ।একটি জাতি হিসাবে আমরা এখন ধৈর্য ধারন করতে ভুলে গেছি ।
আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের আমাদের সবার সুরক্ষা , দুর্ঘটনায় পতিত সকলের হেফাজতের এবং সব মৃতের মাগফেরাতের জন্য ।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুর্ঘটনায় পতিত সকলের হেফাজতের এবং
সব মৃতের জন্য মাগফেরাত কামনা করছি।
৪| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক ঘটনা। ঘটনার তদন্ত হওয়া উচিৎ। দোষী ব্যক্তির শাস্তি হওয়া উচিৎ । নিহতদের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা থাকলো । নিহতদের রুহের মাগফিরাত কামনা করি । আহতরা দ্রুত সুস্থতা লাভ করুক এই কামনা ।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাস্তিতো দেয়াই যায়,
তবে তাতেকি ভূক্তভোগী
পরিবারের দুঃখ লাঘব হবে?
নিহতদের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা থাকলো ।
নিহতদের রুহের মাগফিরাত কামনা করি ।
আহতরা দ্রুত সুস্থতা লাভ করুক এই কামনা করছি। আমিন।
৫| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার শিরোনামটি কেন এভাবে দিলেন বুঝতে পারলাম না । মুখোমুখি তো সংঘর্ষ হয়নি ।
যেহেতু আপনি একজন গনমাধ্যম কর্মী তাই আপনার কাছে এটা আশা করা যায় না ।
সকালে যখন খবরটা দেখি । মনটাই খারাপ হয়ে গিয়েছে । আমাদের দেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ ।
ধন্যবাদ ।
১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
লুৎফুর হুমায়ূন বলেছেন: খুবই মর্মান্তিক।
রেল হচ্ছে নিরাপদতম যোগাযোগ মাধ্যম।
এইখানেও যদি এভাবে সিগনাল অমান্য করে তাহলে আর কোথায় যাব!
ট্রেনের চালক না ঘুমালে এমন হওয়াটা কখনোই সম্ভব নয়!
কিছু হলেই তদন্ত কমিটির উপর ভার ছেড়ে দিয়ে নাকে সরিষার তৈল মর্দন করে ঘুমুতে যাওয়া এই নাটক আর কতদিন মঞ্চস্ত হবে!!
১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই ব্যথিত, মর্মাহত।
র্ঘটনায় পতিত সকলের হেফাজতের এবং
সব মৃতের জন্য মাগফেরাত কামনা করছি।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: প্রতিটা দূর্ঘটনা দুঃখজনক।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সকাল সকাল দুঃসংবাদ।