![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে জোসনার বান লেগেছে যেন। এমন সময় কবিতারও জােয়াঁর আসে। ছয়টায় অফিসের গাড়িতে ফিরে গােসল করে ফুরফুরে হয়ে ব্যলকনিতে কবিতা লিখছে রাসেল। উঠতি কবি হিসাবে খ্যাতি অাছে তার । মাঝে বউ এসে জলখাবার আর লেবু চা দিয়ে গেছে। নতুন সংসার, ফ্লাটে ওরা দুজনই।এখন রুইমাছ দিয়ে লাউ রান্না হচ্ছে, সাথে আলুর ভর্তা। লতার রান্নার হাত চমৎকার। একটা স্কুলে পড়ায় সে। আগে কবিতাটাও চমৎকার লিখত।
©somewhere in net ltd.